উড়ন্ত গাড়ীর পরীক্ষামূলক উড্ডয়ন প্রদর্শন করেছে জাপানের একটি কোম্পানি

জাপানের একটি উদ্যোক্তা কোম্পানি, সাংবাদিকদের জন্য মানবচালিত একটি তথাকথিত “উড়ন্ত গাড়ীর” পরীক্ষামূলক উড্ডয়ন প্রদর্শন করেছে। গাড়িটি অনেকটা ড্রোনের মতই পাখা ব্যবহার করে।

গত ডিসেম্বর মাস থেকেই টোকিও ভিত্তিক কোম্পানি “স্কাইড্রাইভ” আইচি জেলার টয়োটা শহরে নিজেদের উড়ন্ত গাড়ির পরীক্ষামূলক উড্ডয়ন চালিয়ে এসেছে। টয়োটা মোটরের সাবেক কর্মী এবং অন্যান্যরা মিলে এই কোম্পানিটি প্রতিষ্ঠা করেছেন।

গণমাধ্যমের জন্য আয়োজিত ঐ প্রদর্শনীতে গাড়িতে ওঠা একজন পাইলট একটি নিয়ন্ত্রণ দণ্ড দিয়ে সেটিকে পরিচালনা করেন। গাড়িটি প্রায় চার মিটার লম্বা এবং দুই মিটার উঁচু।

চার জোড়া পাখা চালু হওয়ার পর এটি ভূমি থেকে প্রায় দুই মিটার উপরে উঠে। ঘণ্টায় চার কিলোমিটার গতিতে গাড়িটি পরীক্ষামূলক উড্ডয়নের ঐ স্থানে চক্কর দেয়।

স্কাইড্রাইভের কর্মকর্তারা বলছেন, তাদের কোম্পানিই সর্বপ্রথম জাপানে এই ধরণের মানবচালিত উড়ন্ত গাড়ি পরীক্ষামূলকভাবে পরিচালনা করেছে। যানজট কমিয়ে আনার পাশাপাশি স্থানীয় ভ্রমণ আরও কার্যকর করার প্রত্যাশা নিয়ে বিশ্বব্যাপী লোকজন উড়ন্ত গাড়ীর উন্নয়নের জন্য অধীরভাবে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, ২০২৩ অর্থবছরে ওসাকা’সহ অন্যান্য এলাকায় একটি ট্যাক্সি ব্যবসা চালুর পরিকল্পনা করছে স্কাইড্রাইভ। আর ২০২৮ সাল থেকে একটি স্ব-চালিত উড়ন্ত গাড়ি সেবা চালুর প্রত্যাশা করছে কোম্পানিটি।