• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাসের বিরুদ্ধে পদক্ষেপ জোরদারের অঙ্গীকার জাপানের প্রধানমন্ত্রীর

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো, পুনরায় জরুরি অবস্থা ঘোষণা পরিহারের জন্য বয়োজ্যেষ্ঠ ও অন্যান্য দুর্বল বা অরক্ষিত লোকজনদের করোনাভাইরাসে সংক্রমিত হওয়া প্রতিরোধ করতে কাজ করবেন বলে জানিয়েছেন।

    আবে আজ নাগাসাকিতে এক সংবাদ সম্মেলনে উক্ত মন্তব্য করেন।

    তিনি, নতুন সংক্রমণের সংখ্যা উর্ধ্বমুখি হলেও হাসপাতালে ভর্তি ও গুরুতর অসুস্থ হওয়া লোকজনের সংখ্যা বেশি নয় বলে উল্লেখ করেন। আবার, বর্তমানে হাসপাতালে পর্যাপ্ত সংখ্যক শয্যাও রয়েছে।

    তিনি, এই মহামারী জাপানের অর্থনীতির উপর ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের চেয়েও বেশী নেতিবাচক প্রভাব ফেলবে বলে উল্লেখ করেন।

    তিনি, ক্ষুদ্র ও মাঝারি আকারের ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দিতে গতকাল মন্ত্রী পরিষদ মোট ১ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৯শ ৪০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ থোক অনুমোদন দিয়েছে বলে জানান।

    তিনি, এছাড়াও প্রয়োজন অনুযায়ী চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকেও সহায়তা প্রদানের বিষয় বিবেচনা করা হবে বলে উল্লেখ করেন।

    আবে, করোনাভাইরাসের উপস্থিতি থাকা এই জগতে ভ্রমণের নিরাপদ নতুন উপায় স্থাপনের লক্ষ্য নিয়ে গো টু ট্রাভেল অভিযান অব্যাহত থাকবে বলে জানান। উল্লেখ্য, এই অভিযানের আওতায় বিভিন্ন হোটেল ও পান্থশালার ব্যয় নির্বাহ করতে সরকার সহায়তা প্রদান করছে।

    আজ টোকিওতে করোনাভাইরাসের ৩শ ৩১টি নতুন সংক্রমণ

    টোকিও মহানগর সরকার বলছে, আজ বিকেল ৩টা নাগাদ করোনাভাইরাসের ৩শ ৩১টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

    তিনদিনের মধ্যে এবারই প্রথম জাপানের রাজধানীতে দৈনিক সংক্রমণের সংখ্যা ৪শ’র নিচে নামল। অন্যদিকে, এটি ৩শ’র বেশি সংক্রমণ থাকা টানা চতুর্থ দিন।

    টোকিওতে এখন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮শ ৬৭তে।

    এদিকে, পুরো জাপান জুড়ে আজ বিকেল ৪টা নাগাদ মোট ৬শ ৭টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে দেশের মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৭শ ৮৫তে। আর, মোট মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৫৬।