• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • টিকা প্রস্তুত হওয়ার আগে ২০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারেঃ ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ইঙ্গিত দিয়েছে যে, টিকা বাজারে আসার আগে করোনাভাইরাসের সংক্রমণে মোট ২০ লক্ষের মত মানুষের মৃত্যু ঘটতে পারে।

    ডব্লিউএইচও’র স্বাস্থ্য বিষয়ক জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান, শুক্রবার জেনেভায় সাংবাদিকদের সাথে এই বিষয়ে কথা বলেন।

    রায়ান বর্তমানে মৃত্যুর মোট সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি হওয়ার কথা উল্লেখ করেন।

    তিনি বলেন, আগামী নয় মাসের মধ্যে টিকা পাওয়ার বাস্তবতার দিকে তাকালে ২০ লক্ষ মৃত্যু “শুধু কল্পনীয় নয় বরং দুর্ভাগ্যজনক ও দুঃখজনকভাবে এটি হবার সম্ভাবনাই বেশি।”

    তিনি জোর দিয়ে বলেন যে এই সংখ্যা কমিয়ে আনার জন্য পরীক্ষা, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের খুঁজে বের করা, রোগীর যত্ন এবং সামাজিক দূরত্ব পালনের মত সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে।

    করোনাভাইরাস মোকাবিলা সংশ্লিষ্ট ডব্লিউএইচও’র প্রযুক্তি প্রধান মারিয়া ভান কেরখোভ সতর্ক করে দিয়ে বলেন যে অনেক ইউরোপীয় দেশের স্বাস্থ্য স্থাপনাগুলো এখন মারাত্মক চাপের মুখোমুখি হচ্ছে।

    তিনি বলেন, ডব্লিউএইচও ক্রমবর্ধমান হারে লোকজনের হাসপাতালে ভর্তির পাশাপাশি ঐসব রোগীদের মাধ্যমে হাসপাতাল ও আইসিইউগুলোর শয্যা পূর্ণ হওয়ার গতিতে উদ্বিগ্ন।

    বিদেশীদের জাপানে আগমন শিথিল করা হয়েছে

    জাপান সরকার, আগামী মাসে সারা বিশ্বের দেশগুলো থেকে পর্যটক ছাড়া বিদেশী নাগরিকদের জাপানে আগমনের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলকরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    গতকাল প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদেসহ মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত করোনাভাইরাস মোকাবিলায় গঠিত সরকারের টাস্কফোর্সের বৈঠকে উক্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    বৈঠকে অংশগ্রহণকারীরা, ব্যবসায়ী, চিকিৎসা পেশাজীবী, শিক্ষাবিদ ও ছাত্রসহ মধ্য এবং দীর্ঘমেয়াদী ভিসাধারী বিদেশী নাগরিকদের পর্যায়ক্রমে জাপানে প্রবেশের অনুমতি দেয়ার বিষয়ে একমত হন।

    তবে এসকল বিদেশী নাগরিকদের ক্ষেত্রে তাদের গ্রহণ করা কোম্পানি বা সংস্থার মত স্পনসররা জাপানে প্রবেশের পর ১৪ দিনের সঙ্গনিরোধ নিশ্চিত করলেই কেবল জাপানে প্রবেশের অনুমতি দেয়া হবে।

    আবার, দৈনিক জাপানে প্রবেশের অনুমতি প্রদানের সংখ্যাও সীমিত রাখা হবে।

    ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    করোনা ভাইরাস মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি আরব সীমিত পরিসরে ৪ অক্টোবর থেকে ওমরাহ হজ করার অনুমতি দিতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করতে পারবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

    বছরের যে কোনো সময় মুসলিমরা ওমরাহ করতে মক্কা ও মদিনায় যেতে পারেন। গত বছর ১ কোটি ৯০ লাখ মুসলমান ওমরাহ পালন করলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছরের মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার।

    এসপিএ বলছে, এমনিতেই দৈনিক ২০ হাজার জনের ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও আপাতত এর ৩০ শতাংশ, অর্থাত্ দেশটিতে বসবাসকারীদের মধ্য থেকে দিনে ৬ হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে বিভিন্ন দেশের মুসলিমদেরও ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। তখন দৈনিক শতভাগ ধারণক্ষমতার মানুষ ওমরাহ করতে পারবেন। মহামারির কারণে এবার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও সীমিত আকারে পালিত হয়েছে। প্রতি বছর ৩০ লাখ মানুষ হজ করলেও এবার মাত্র ১০ হাজার স্থানীয় বাসিন্দা হজ করার সুযোগ পেয়েছেন।

    জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্ক তিক্ত থাকতে পারে না: সুগা

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে প্রথম টেলিফোন সংলাপে জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে দুই দেশের মধ্যেকার তিক্ত সম্পর্ক উন্নত করে নেয়ায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন’কে করেছেন।

    দক্ষিণ কোরিয়ার অনুরোধে সুগা এবং মুন বৃহস্পতিবার প্রায় ২০ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন। স্থানীয় সময় সকাল ১১টায় তাদের সেই সংলাপ শুরু হয়।

    আলোচনা চলাকালে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন জানানোর জন্য মুনকে ধন্যবাদ দিয়েছেন। করোনাভাইরাস ও অন্যান্য সমস্যা সমাধানে তার সঙ্গে কাজ করার অনুরোধ মুনকে তিনি করেন।

    সুগা উল্লেখ করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেছেন দুই দেশের এই অংশীদারিত্ব হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে উত্তর কোরিয়া সমস্যা হচ্ছে উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি কোম্পানিতে কাজ করতে বাধ্য করা হয় বলে দক্ষিণ কোরিয়ার কিছু লোকজনের করা দাবির মত বিষয়াবলি নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক শীতল হয়ে আসে।

    সুগা মুনকে বলেছেন দুই দেশের সম্পর্কে এখন যেমনটা আছে সেরকম থাকতে পারে না। নতুন করোনাভাইরাসের কারণে উভয় দেশের আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা প্রসঙ্গে তারা অদূর ভবিষ্যতে ব্যবসায়ী ও অন্য লোকজনের ভ্রমণ পুনরায় শুরুর আলোচনা তরান্বিত করতে সম্মত হয়েছেন।

    ভ্যাকসিন কাজ করবে এমন কোনো গ্যারান্টি নেই: হু  

    প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধের জন্য ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। আর সেই ভ্যাকসিন নিয়ে এবার নিরাশার কথা শোনালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস।

    মঙ্গলবার সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, যেসব ভ্যাকসিন তৈরি হচ্ছে, সেগুলো কাজ করবে এমন গ্যারান্টি নেই। যত বেশি মানুষের উপর টেস্ট করা হবে, তত বেশি নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।

    তিনি আরও বলেন, বিশ্বে কমপক্ষে ২০০টি ভ্যাকসিন নিয়ে বিভিন্ন পর্যায়ে গবেষণা চলছে। কোনোটা ক্লিনিক্যাল ও কোনোটা প্রি-ক্লিনিক্যাল টেস্টিং-এর পর্যায়ে রয়েছে। টেড্রোস আধানম গেব্রেয়াসুসের মতে, এই ভ্যাকসিনগুলো মধ্যেই কিছু সফল হবে আবার কিছু ব্যর্থ হবে।

    জাপানের প্রশান্ত মহাসাগর উপকূলের দিকে এগিয়ে আসছে প্রচণ্ড শক্তিশালী মৌসুমি ঝড় ডলফিন

    শক্তিশালী মৌসুমি ঝড় ডলফিন এখন জাপানের দিকে এগিয়ে আসছে এবং বৃহস্পতিবার কিংবা শুক্রবার পূর্ব ও উত্তর জাপানকে এটা প্রভাবিত করতে পারে। আবহাওয়া কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন যে দেশের প্রশান্ত মহাসাগর উপকূলে প্রচণ্ড হাওয়া ও ভারী বর্ষণ আঘাত হানতে পারে।

    আবহাওয়া এজেন্সি বলছে স্থানীয় সময় বুধবার বিকেল ৩টায় ঝড়টি হাচিজোজিমা দ্বীপের ১২০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। ঘণ্টায় প্রায় ২০ কিলোমিটার গতিবেগে সেটা উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছিল।

    কেন্দ্রে ৯৮০ হেক্টোপ্যাসকেল বায়ুচাপ ধারণ করা ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১০৮ কিলোমিটার গতিবেগে বয়ে যাওয়া বাতাস জড়ো করছিল।

    তোকাই অঞ্চলের প্রশান্ত মহাসাগর উপকূল থেকে তোহোকু অঞ্চল পর্যন্ত এলাকায় শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ প্রত্যাশা করা হচ্ছে।

    আবহাওয়া কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তোকাই অঞ্চল ও ইযু দ্বীপে ২০০ মিলিমিটার পর্যন্ত, কান্তো-কোশিন অঞ্চলে ১৫০ মিলিমিটার এবং তোহোকু অঞ্চলে ৮০ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছেন।

    বৃহস্পতিবার সকাল থেকে শুরু করে ২৪ ঘণ্টায় কান্ত-কোশিন অঞ্চলে ২০০ থেকে ৩০০ মিলিমিটার, তোহোকু অঞ্চল ও ইযু দ্বীপে ১০০ থেকে ২০০ মিলিমিটার এবং তোকাই অঞ্চলে ৫০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    এছাড়া তোকাই থেকে তোহোকু অঞ্চল পর্যন্ত বিস্তৃত এলাকায় প্রচণ্ড বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। উপকূল এলাকায় উত্তাল ঢেউ দেখা দিতে পারে। বৃহস্পতিবার ইযু দ্বীপে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার গতিবেগে, কান্ত অঞ্চলে ঘণ্টায় ৮২ কিলোমিটার গতিবেগে এবং তোহোকু ও তোকাই অঞ্চলে ঘণ্টায় ৭২ কিলোমিটার গতিবেগে প্রচণ্ড বাতাস বয়ে যেতে পারে।

    সম্ভাব্য কাদার ধ্বস, বন্যা, বজ্রপাত, টর্নেডো ও শিলাবৃষ্টি নিয়ে সতর্ক থাকার আহ্বান লোকজনের প্রতি জানানো হয়েছে।

    জাপান- যুক্তরাষ্ট্র মৈত্রী জোরদারে সম্মত মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান-যুক্তরাষ্ট্র মৈত্রী আরও শক্তিশালী করতে সম্মত হয়েছেন।

    সেপ্টেম্বেরের ১৬ তারিখ দায়িত্ব গ্রহণের পর রবিবার রাতে তাদের মধ্যে হওয়া প্রথম টেলিফোন সংলাপে সুগা ট্রাম্পের সাথে প্রায় ২৫ মিনিট কথা বলেন।

    ঐ সংলাপের পর সুগা সাংবাদিকদের বলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাকে এই ব্যাপারে নিশ্চিত করেছেন যে দু’দেশের মধ্যকার মৈত্রী আরও এগিয়ে নিতে তারা একত্রে কাজ করবেন, যেটিকে তারা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার ভিত্তি হিসেবে বিবেচনা করেন।

    এসময়, উত্তর কোরিয়ার জাপানি নাগরিক অপহরণ সমস্যাটির সমাধানেও যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের আহ্বান ট্রাম্পের কাছে জানান সুগা। এর প্রত্যুত্তরে প্রেসিডেন্ট বলেন, তিনি এই সমস্যা নিয়ে জাপানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।

    এছাড়া, কোভিড-১৯ এর চিকিৎসার পাশাপাশি টিকা উন্নয়ন ও বিতরণের ক্ষেত্রেও দুই মিত্র দেশের পারস্পরিক সহযোগিতার বিষয়েও সম্মত হন নেতৃদ্বয়।

    তারা একটি মুক্ত ও অবাধ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রতিষ্ঠার জন্যও ঘনিষ্ঠ সহযোগিতা নিশ্চিত করে নেন। তাৎক্ষণিক কোন জরুরি পরিস্থিতিতে দিনরাত ২৪ ঘণ্টা যে কোন সময়ে সুগাকে টেলিফোন করার কথাও বলেন ট্রাম্প।

    প্রধানমন্ত্রী সাংবাদিকদের জানান যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে বিশ্বের অন্যান্য নেতৃবৃন্দের সাথেও তিনি টেলিফোনে কথা বলতে চান।

    টোকিওতে আজ করোনাভাইরাসের ৯৮টি নতুন নিশ্চিত সংক্রমণ

    সোমবার টোকিওতে নতুন করোনাভাইরাসের ৯৮টি নতুন সংক্রমণের ঘটনা নিশ্চিত করেছে টোকিও মেট্রোপলিটন সরকার।

    আজ বিকেল ৩টায় প্রকাশিত এই প্রাথমিক উপাত্তের মাধ্যমে জাপানের রাজধানীতে নিশ্চিত সংক্রমণের মোট সংখ্যা দাঁড়াল ২৪ হাজার ৩শ ৬’এ।

    সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ থেকে এবারই প্রথম দৈনিক সংক্রমণের সংখ্যা ১শ’র নিচে নামল।

    জাপানে বয়োজ্যেষ্ঠ নাগরিকদের পিসিআর পরীক্ষায় ভর্তুকি

    জাপান সরকার, বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং আগে থেকে বিভিন্ন রোগাক্রান্ত লোকজনের করোনাভাইরাস পরীক্ষা আরও সহজলভ্য করতে ভর্তুকি প্রদান করবে।

    স্থানীয় সরকারগুলো উপরোক্ত দুটি শ্রেণীভূক্ত লোকজনের পিসিআর বা অ্যান্টিজেন পরীক্ষা পরিচালনা করলে, সংশ্লিষ্ট ব্যয়ের অর্ধেক পর্যন্ত প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    ৬৫ বছর এবং তদূর্ধ্ব বয়সী ব্যক্তির পাশাপাশি ফুসফুস, কিডনি এবং অন্যান্য দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত লোকজন এই ভর্তুকির আওতাভূক্ত হবেন। উল্লেখ্য, সংক্রমিত হলে উক্ত লোকজন মারাত্মক অসুস্থ হয়ে পড়ার উচ্চ ঝুঁকিতে রয়েছেন।

    এই সিদ্ধান্তের মাধ্যমে পরীক্ষার জন্য সরকারি অর্থের ব্যবহার বৃদ্ধি করা হয়েছে। উল্লেখ্য, এযাবৎ এর ব্যাপ্তি সংক্রমিতদের ঘনিষ্ঠ সংস্পর্শে যাওয়া লোকজন এবং গুচ্ছ সংক্রমণ নিশ্চিত হওয়া বৃদ্ধাশ্রমের লোকজনের করোনাভাইরাসের পরীক্ষার ব্যয় নির্বাহের মধ্যেই সীমিত ছিল।

    মন্ত্রণালয়, অতিরিক্ত এই ভর্তুকি প্রদানের জন্য করোনাভাইরাসের একটি সংরক্ষিত তহবিল থেকে প্রায় ৪ কোটি ৮০ লাখ ডলার নেয়ার পরিকল্পনা করছে। এর মাধ্যমে, পিসিআর পরীক্ষার জন্য ৯৫ ডলার এবং অ্যান্টিজেন পরীক্ষার জন্য ৩৫ ডলার পর্যন্ত ব্যয় নির্বাহ করা হবে।

    কর্মকর্তারা, স্থানীয় সরকারগুলোর পরিচালিত এই বিস্তৃত পরীক্ষা মারাত্মক লক্ষণ থাকা রোগীর সংখ্যা এবং হাসপাতালগুলোর উপর চাপ কমিয়ে আনতে সহায়ক হবে বলে আশাবাদ পোষণ করছেন।

    টোকিওতে করোনাভাইরাসে ১৬২টি নতুন সংক্রমণের ঘটনা

    টোকিও মহানগর সরকার, আজ টোকিওতে করোনাভাইরাসে নতুন ১৬২টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।

    আজ বিকেল ৩টায় প্রকাশিত প্রাথমিক সংখ্যা অনুযায়ী, রাজধানীতে নিশ্চিত সংক্রমণের মোট সংখ্যা ২৪ হাজার ২০৮টিতে পৌঁছেছে।

    উল্লেখ্য, টোকিওতে গত তিনদিনের মধ্যে প্রথমবারের মত সংক্রমণের সংখ্যা ২শর নীচে এবং পরপর ষষ্ঠ দিনের মত ১শ ছাড়িয়ে গেছে।

    টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফাম

    একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম বলছে, ধনী দেশগুলোর একটি ছোট গোষ্ঠী ইতিমধ্যেই করোনাভাইরাস টিকার ভবিষ্যৎ বৈশ্বিক সরবরাহের অর্ধেক কিনে নিয়েছে।

    দাতব্য সংস্থাটি একটি বিশ্লেষক সংস্থার সংগৃহীত উপাত্ত ব্যবহার করে বর্তমানে পরীক্ষার শেষ পর্যায়ে থাকা পাঁচটি প্রতিদ্বন্দ্বী টিকার উৎপাদক এবং ওষুধ কোম্পানিগুলোর সাথে ইতিমধ্যে সম্পন্ন হওয়া চুক্তি বিশ্লেষণ করে দেখেছে।

    অক্সফাম বলছে, যদি পাঁচটি টিকার সবগুলোই সফল হয়, তবে ৫৯০ কোটি ডোজের চাইতে বেশি টিকার সরবরাহ নিশ্চিত হবে। আর প্রত্যেকে দুটি করে টিকা নিলে এটি ২শ ৯০ কোটি মানুষের জন্য যথেষ্ট।

    গবেষণায় এটি দেখা যাচ্ছে যে ৫শ ৩০ কোটি ডোজের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২শ ৭০ কোটি বা ৫১ শতাংশের সরবরাহ যুক্তরাষ্ট্র, বৃটেন ও জাপানের মত উন্নত দেশগুলো নিশ্চিত করে নিয়েছে।

    অক্সফাম বলছে, এই দেশগুলো বিশ্বের মোট জনগোষ্ঠীর মাত্র ১৩ শতাংশকে প্রতিনিধিত্ব করে।

    গ্রুপটি বলছে যে গবেষণার ফলাফল এই ইঙ্গিত দিচ্ছে যে দেশগুলোর মধ্যে বিরাট অসাম্য বিরাজ করছে। সারা বিশ্বের সব মানুষের জন্যই করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে সংশ্লিস্ট সরকারগুলোর কাছে তারা আহ্বান জানাচ্ছে।

     

    টিকার বড় সরবরাহের নিয়ন্ত্রণ ধনী দেশগুলোর হাতে- অক্সফাম

    একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা অক্সফাম বলছে, ধনী দেশগুলোর একটি ছোট গোষ্ঠী ইতিমধ্যেই করোনাভাইরাস টিকার ভবিষ্যৎ বৈশ্বিক সরবরাহের অর্ধেক কিনে নিয়েছে।

    দাতব্য সংস্থাটি একটি বিশ্লেষক সংস্থার সংগৃহীত উপাত্ত ব্যবহার করে বর্তমানে পরীক্ষার শেষ পর্যায়ে থাকা পাঁচটি প্রতিদ্বন্দ্বী টিকার উৎপাদক এবং ওষুধ কোম্পানিগুলোর সাথে ইতিমধ্যে সম্পন্ন হওয়া চুক্তি বিশ্লেষণ করে দেখেছে।

    অক্সফাম বলছে, যদি পাঁচটি টিকার সবগুলোই সফল হয়, তবে ৫৯০ কোটি ডোজের চাইতে বেশি টিকার সরবরাহ নিশ্চিত হবে। আর প্রত্যেকে দুটি করে টিকা নিলে এটি ২শ ৯০ কোটি মানুষের জন্য যথেষ্ট।

    গবেষণায় এটি দেখা যাচ্ছে যে ৫শ ৩০ কোটি ডোজের জন্য চুক্তি সম্পন্ন হয়েছে এবং এর মধ্যে ২শ ৭০ কোটি বা ৫১ শতাংশের সরবরাহ যুক্তরাষ্ট্র, বৃটেন ও জাপানের মত উন্নত দেশগুলো নিশ্চিত করে নিয়েছে।

    অক্সফাম বলছে, এই দেশগুলো বিশ্বের মোট জনগোষ্ঠীর মাত্র ১৩ শতাংশকে প্রতিনিধিত্ব করে।

    গ্রুপটি বলছে যে গবেষণার ফলাফল এই ইঙ্গিত দিচ্ছে যে দেশগুলোর মধ্যে বিরাট অসাম্য বিরাজ করছে। সারা বিশ্বের সব মানুষের জন্যই করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে সংশ্লিস্ট সরকারগুলোর কাছে তারা আহ্বান জানাচ্ছে।

    বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা ৩ কোটি ছাড়িয়ে গেছে

    যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় জানিয়েছে যে, সারা বিশ্বে নিশ্চিতভাবে করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা ৩ কোটি ছাড়িয়ে গেছে। তারা এও জানাচ্ছে, মোট মৃতের সংখ্যা ১০ লক্ষের কাছাকাছি।

    বিশ্ববিদ্যালয়টি তাদের প্রতিবেদনে জানায়, আন্তর্জাতিক মান সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত সারা বিশ্বে সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৩ হাজার ৩৭৮-এ। তারা এও জানায়, মোট মৃতের সংখ্যা হচ্ছে ৯ লক্ষ ৪২ হাজার ৯৮৯।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও জানাচ্ছে, উত্তর ও দক্ষিণ আমেরিকায় নতুন করে সংক্রমণের সংখ্যা কমছে। তবে তারা এও জানাচ্ছে, এশিয়া এবং ইউরোপে নতুন আক্রান্তের সংখ্যা বাড়ছে।

    ডব্লিউএইচও আরও জানাচ্ছে, ইন্দোনেশিয়ায় সম্প্রতি দৈনিক নতুন সংক্রমণের সংখ্যা মাঝে-মধ্যে সাড়ে ৩ হাজার ছাড়িয়ে যায়।

    সিঙ্গাপুরের জন্য জাপান প্রবেশের বিধিনিষেধ শিথিল করা হয়েছে

    জাপান সরকার সিঙ্গাপুর থেকে লোকজনের এদেশে আসার ওপর বিধিনিষেধ শিথিল করেছে। শুক্রবার থেকে কার্যকর হওয়া এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হোল দু দেশের মধ্যে ব্যবসায়ীদের স্বল্পমেয়াদী সফর আবার স্বাভাবিক করে তোলা।

    যেসব দেশ ও ভূখণ্ডে করোনাভাইরাস মহামারী অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে এসে গিয়েছে, সেখান থেকে লোকজনের জাপানে আসার ওপর বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে সরকারি নীতির সাথে সঙ্গতি রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

    জাপান ইতোমধ্যে তাইওয়ান এবং ভিয়েতনাম সহ ৬টি দেশ থেকে কর্মীরা সমেত, দীর্ঘ মেয়াদী ভিসা যাদের আছে তাদের জন্য জাপানে প্রবেশের বিধিনিষেধ শিথিল করেছে।

    সর্বসাম্প্রতিক পদক্ষেপের মধ্যে দিয়ে জাপান এই প্রথম এমন ব্যক্তিদের জন্য জাপান প্রবেশের বিধিনিষেধ শিথিল করলো যারা অল্পদিন এদেশে থাকবেন। এদের মধ্যে ব্যবসায়ীরা অন্তর্ভূক্ত।

    আগেভাগে সফরসূচি জানানোর মত কয়েকটি শর্ত পূরণ করলে সিঙ্গাপুর থেকে আসা এই ব্যক্তিদের জাপানে ১৪দিন কোয়ারেন্টিনে থাকার নিয়ম মানতে হবে না।

    অর্থনীতিকে ফের চাঙ্গা করে তোলার লক্ষ্যে জাপান সরকার স্বল্প এবং দীর্ঘ, উভয় মেয়াদে আসা লোকজনের জন্য প্রবেশের বিধিনিষেধ শিথিল করার কথা বিবেচনা করছে।

    শুক্রগ্রহে ফসফিন গ্যাসের উপস্থিতি জীবনের ইঙ্গিতবাহী হতে পারে

    আন্তর্জাতিক একটি গবেষণা দল জানিয়েছে যে তারা শুক্রগ্রহের মেঘের মধ্যে ফসফিন গ্যাস শনাক্ত করেছে যা এই গ্রহে জীবনের উপস্থিতির সম্ভাব্য সংকেত হতে পারে।

    বৃটেন’এর কার্ডিফ বিশ্ববিদ্যালয়, জাপানের কিয়োতো সানগিয়ো বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা তাদের লব্ধ তথ্য বৃটেনের বিজ্ঞান জার্নাল নেচার অ্যাস্ট্রোনমি’তে সোমবার প্রকাশ করেন।

    দলটি রেডিও দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে শুক্রগ্রহের পৃষ্ঠের প্রায় ৬০ কিলোমিটার উপরে হাইড্রোজেন ও ফসফরাস অণুর মাধ্যমে গঠিত এই গ্যাস সামান্য পরিমাণে শনাক্ত করে।

    কিছু কিছু গ্রহের উপরে একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ফসফিন গ্যাস তৈরি হয়, তবে পৃথিবীতে এই গ্যাস অনুজীবের মাধ্যমে তৈরি হয়।

    দলটি জানায়, শুক্রগ্রহের পরিমণ্ডলের ফসফিন গ্যাস একটি অজ্ঞাত রাসায়নিক বিক্রিয়া বা জৈবিক কর্মকাণ্ড থেকে তৈরি হয়ে থাকতে পারে।

    তারা ব্যাখ্যা করে বলেন, এই রাসায়নিক পদার্থটি গ্রহের পরিমণ্ডলে সৃষ্টি হওয়ার সাথে সাথে দ্রবীভূত হয়ে যেতে পারে এবং সেই আগ্নেয় কর্মকাণ্ড বা বজ্রপাত থেকে সনাক্ত হওয়া পরিমাণের ফসফিন গ্যস তৈরি হতে পারে না।

    পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী গ্রহ, শুক্রগ্রহে জীবনের উপস্থিতি থাকতে পারে না বলেই বিশ্বাস করা হয়। এর কারণ হচ্ছে, সূর্যের সাথে এর নৈকট্য এবং এর কার্বন-ডাই-অক্সাইডের পুরু স্তর গ্রহটির উপরিভাগের তাপমাত্রাকে খুব বাড়িয়ে রাখা।

    তবে, কয়েকজন বিজ্ঞানী এই গ্রহ পৃষ্ঠের বেশ কয়েক কিলোমিটার উপরে জীবনের লক্ষণ খুঁজে পাওয়ার আশা করছেন, যেখানে তাপমাত্রা এবং চাপ অপেক্ষাকৃত কম।

    গবেষণা দলটি এও জানাচ্ছে, প্রাপ্ত এই তথ্য এটা প্রমাণ করে না যে শুক্রগ্রহে জীবনের অস্তিত্ব রয়েছে।

    তবে, এই আবিষ্কার ইতোমধ্যেই উত্তেজনার সৃষ্টি করেছে।