• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ৪ অক্টোবর থেকে ওমরাহ পালনের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    করোনা ভাইরাস মহামারির কারণে সাত মাস বন্ধ থাকার পর সৌদি আরব সীমিত পরিসরে ৪ অক্টোবর থেকে ওমরাহ হজ করার অনুমতি দিতে যাচ্ছে। প্রাথমিক অবস্থায় দেশটিতে বসবাসকারীরা ওমরাহ করতে পারবেন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএর বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

    বছরের যে কোনো সময় মুসলিমরা ওমরাহ করতে মক্কা ও মদিনায় যেতে পারেন। গত বছর ১ কোটি ৯০ লাখ মুসলমান ওমরাহ পালন করলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে এ বছরের মার্চে ওমরাহ কার্যক্রম বন্ধ করে দেয় সৌদি সরকার।

    এসপিএ বলছে, এমনিতেই দৈনিক ২০ হাজার জনের ওমরাহ করার অনুমতি দেওয়া হলেও আপাতত এর ৩০ শতাংশ, অর্থাত্ দেশটিতে বসবাসকারীদের মধ্য থেকে দিনে ৬ হাজার জনকে স্বাস্থ্যবিধি মেনে ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। ১৮ অক্টোবর থেকে তা বাড়িয়ে ৭৫ শতাংশ করা হবে। এরপর ১ নভেম্বর থেকে বিভিন্ন দেশের মুসলিমদেরও ওমরাহ করার অনুমতি দেওয়া হবে। তখন দৈনিক শতভাগ ধারণক্ষমতার মানুষ ওমরাহ করতে পারবেন। মহামারির কারণে এবার মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও সীমিত আকারে পালিত হয়েছে। প্রতি বছর ৩০ লাখ মানুষ হজ করলেও এবার মাত্র ১০ হাজার স্থানীয় বাসিন্দা হজ করার সুযোগ পেয়েছেন।

    জাপান-দক্ষিণ কোরিয়া সম্পর্ক তিক্ত থাকতে পারে না: সুগা

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে প্রথম টেলিফোন সংলাপে জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে দুই দেশের মধ্যেকার তিক্ত সম্পর্ক উন্নত করে নেয়ায় পদক্ষেপ গ্রহণের অনুরোধ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন’কে করেছেন।

    দক্ষিণ কোরিয়ার অনুরোধে সুগা এবং মুন বৃহস্পতিবার প্রায় ২০ মিনিট ধরে টেলিফোনে কথা বলেন। স্থানীয় সময় সকাল ১১টায় তাদের সেই সংলাপ শুরু হয়।

    আলোচনা চলাকালে সুগা প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর তাকে অভিনন্দন জানানোর জন্য মুনকে ধন্যবাদ দিয়েছেন। করোনাভাইরাস ও অন্যান্য সমস্যা সমাধানে তার সঙ্গে কাজ করার অনুরোধ মুনকে তিনি করেন।

    সুগা উল্লেখ করেছেন জাপান ও দক্ষিণ কোরিয়া হচ্ছে গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি বলেছেন দুই দেশের এই অংশীদারিত্ব হচ্ছে খুবই তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে উত্তর কোরিয়া সমস্যা হচ্ছে উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি কোম্পানিতে কাজ করতে বাধ্য করা হয় বলে দক্ষিণ কোরিয়ার কিছু লোকজনের করা দাবির মত বিষয়াবলি নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক শীতল হয়ে আসে।

    সুগা মুনকে বলেছেন দুই দেশের সম্পর্কে এখন যেমনটা আছে সেরকম থাকতে পারে না। নতুন করোনাভাইরাসের কারণে উভয় দেশের আরোপ করা প্রবেশ নিষেধাজ্ঞা প্রসঙ্গে তারা অদূর ভবিষ্যতে ব্যবসায়ী ও অন্য লোকজনের ভ্রমণ পুনরায় শুরুর আলোচনা তরান্বিত করতে সম্মত হয়েছেন।