• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পরবর্তী মহামারির জন্য আরো ভালোভাবে তৈরি হতে হবে: হু

    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যাধানম গেব্রিয়াসুস বলেছেন, করোনাই শেষ মহামারি নয়। পরবর্তী মহামারির জন্য বিশ্বকে আরো ভালোভাবে তৈরি হতে হবে । সোমবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন গেব্রিয়াসুস।

    সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারি পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, এটাই শেষ মহামারি নয়। তবে পরবর্তী মহামারি যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে পুরো বিশ্ব। কারণ এই মহামারি বড়ো শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে।

    একইসঙ্গে তিনি বলেন, এই মহামারি থেকে শিক্ষা নিয়ে প্রতিটি দেশের সরকার যেন জনস্বাস্থ্য খাতে খরচ বাড়ায় আরও। তাহলে এই লড়াই লড়তে ভবিষ্যতে অনেকটাই সুবিধা হবে।

    গত বছর ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। যা এখন বিশ্বের ২১৩টি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বে ইতোমধ্যে প্রায় ৯ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন পর্যন্ত বিশ্বে ২ কোটি ৬১ লাখের চেয়ে বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

    এলডিপি’র সভাপতি নির্বাচনের প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে শুরু

    জাপানের প্রধান ক্ষমতাসীন দলের পরবর্তী নেতা বেছে নেয়ার জন্য প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

    লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপির সভাপতি হবার প্রত্যাশায় তিনজন প্রার্থী তাদের বক্তব্য তুলে ধরছেন। বিজয়ী ব্যক্তির দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবার বিষয়টি নির্ধারিত হয়ে আছে।

    স্বাস্থ্যগত কারণে আবে শিনযো পদত্যাগের পরিকল্পনা ঘোষণার পর এই প্রতিযোগিতা শুরু হয়।

    এলডিপির সাবেক মহাসচিব ইশিবা শিগেরু, চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা ইয়োশিহিদে এবং এলডিপির নীতি বিষয়ক প্রধান কিশিদা ফুমিও নেতৃত্বের এই লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন।

    এই প্রতিযোগিতার মুখ্য বিষয়গুলো হচ্ছে আবে প্রশাসনের নীতিসমূহ এগিয়ে নেয়া হবে কিনা বা হলে তার উপায় কি হবে, করোনাভাইরাস বৈশ্বিক মহামারী মোকাবিলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপসমূহ এবং অর্থনৈতিক ও আঞ্চলিক পুনরুজ্জীবন।

    আগামী সপ্তাহের সোমবার জাতীয় সংসদের উভয় কক্ষের এলডিপির আইনপ্রণেতাদের একটি সাধারণ সভায় এই ভোট অনুষ্ঠিত হবে।

    প্রার্থীরা সংখ্যাগরিষ্ঠ ৫শ ৩৫টি ভোটের জন্য লড়বেন যার মধ্যে ৩শ ৯৪ জন এলডিপির আইনপ্রণেতার প্রত্যেকের একটি ভোটের পাশাপাশি দেশের ৪৭টি জেলার প্রতিনিধিত্বকারী স্থানীয় শাখাগুলোর প্রত্যেকটির তিনটি করে ভোট থাকবে।

    এদিকে, এলডিপির সাতটি উপদলের মধ্যে পাঁচটিরই সমর্থন নিশ্চিত করায় সুগা দৃশ্যত প্রতিযোগিতায় সামনের সারিতে আছেন।

    সে কারণে ইশিবা এবং কিশিদা মূলত দলের সাধারণ সদস্যদের সমর্থন লাভের উপর মনোযোগ নিবদ্ধ করেছেন।