• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনা ভাইরাস চিরকাল থাকবে: ব্রিটিশ বিজ্ঞানীর সতর্কবার্তা

    প্রাণঘাতী করোনা ভাইরাস কোনো না কোনো রূপে চিরকালই থাকবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাজ্য সরকারের একজন শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা।

    স্যার মার্ক ওয়ালপোর্ট নামের ব্রিটিশ সরকারের ওই শীর্ষ বৈজ্ঞানিক উপদেষ্টা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি রেডিওকে জানান, করোনা থেকে রক্ষা পেতে মানুষকে নিয়মিত বিরতিতে ভ্যাকসিন নিতে হবে। গুটি বসন্ত যেমন টিকার মাধ্যমে চিরতে নির্মূল করা সম্ভব হয়েছিলো করোনার ক্ষেত্রে তেমনটি হবে না বলে মনে করেন তিনি।

    সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস বলেছেন দুই বছরের মধ্যেই শেষ হবে করোনা মহামারির। তার এমন মন্তব্যের পরই স্যার মার্ক ওয়ালপোর্ট করোনা নিয়ে এমন শঙ্কা প্রকাশ করলেন।

    ইউরোপে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসলেও সম্প্রতি বিভিন্ন দেশে আবারো এর প্রকোপ বেড়েছে। স্যার মার্ক সতর্ক করে বলেন, ঘনবসতি এবং ভ্রমণ করলেই ছড়াতে পারে এই ভাইরাস। করোনা ভাইরাস আবারো নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে । তাই সাধারণ লকডাউনের চিন্তার পরিবর্তে বিকল্প উপায় বের করার পরামর্শ দেন এই বিজ্ঞানী।

    বিশ্ব জুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৮ লক্ষ অতিক্রম করেছে

    যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় বলছে, শনিবার ইউটিসি সময় সন্ধ্যা ৬টা নাগাদ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ছিল ৮ লক্ষ ৯শ ৩৭ জন।

    যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৫ হাজার ৮শ ১৭ জন। এরপর যথাক্রমে ১ লক্ষ ১৩ হাজার ৩শ ৫৮টি মৃত্যু নিয়ে ব্রাজিল, ৫৯ হাজার ৬শ ১০টি মৃত্যু নিয়ে মেক্সিকো, ৫৫ হাজার ৭শ ৯৪টি মৃত্যু নিয়ে ভারত এবং ৪১ হাজার ৫শ ৯টি মৃত্যু নিয়ে বৃটেনের অবস্থান।

    যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং ভারতে মৃত্যুর ঘটনা কোন কোন সময় দৈনিক ১ হাজারও ছাড়িয়ে গেছে।