• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বাংলাদেশসহ চার দেশ থেকে জাপান প্রবেশে কড়াকড়ি 

    করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশসহ চারটি দেশ থেকে জাপান প্রবেশে কড়াকড়ি করা হয়েছে।

    জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার থেকে এই চার দেশ থেকে জাপানে পুনঃপ্রবেশকারীদের করোনা মুক্ত সনদ ও পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

    জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও পেরুর নাগরিকদের জাপানে প্রবেশের ক্ষেত্রে এই কড়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

    প্রতিবেদনে হলা হয়, স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘমেয়াদী ভিসাধারী, পাশাপাশি স্থায়ী বাসিন্দার স্বামী বা স্ত্রী অথবা এই জাতীয় স্ট্যাটাসযুক্ত জাপানের নাগরিকরা কেবলমাত্র এই কড়াকড়ির আওতায় পড়বেন।

    সেক্ষেত্রে জাপানে প্রবেশের অনূর্ধ্ব ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে এবং পূর্বানুমতি থাকলেই এই চার দেশ থেকে জাপানে পুনঃপ্রবেশ করা যাবে।

    এর আগে বিদেশে নাগরিকদের জাপানে পুনঃপ্রবেশ জন্য এই নিয়ম ছিলো না। সূত্র: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড

    টোকিওতে ২৬৩টি নতুন সংক্রমণ সনাক্ত

    টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বুধবার করোনাভাইরাসের ২৬৩টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছেন।

    টোকিওতে দৈনিক হিসাব এ নিয়ে টানা নয়দিন ধরে ২০০’র উপরে বিরাজমান আছে।

    জাপানের রাজধানীতে সংক্রমণের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৪,২৮৫টিতে।

    মেট্রোপলিটন সরকার গত সোমবার যেসব প্রতিষ্ঠানে মদ পরিবেশন করা হয় ও সেই সাথে কারাওকে পার্লারের মত সবগুলো প্রতিষ্ঠানকে চলতি মাসের শেষ পর্যন্ত রাত ১০টার মধ্যে সেবা বন্ধ করে দেয়ার অনুরোধ জানাতে শুরু করে।

    স্থানীয় সরকার একই সাথে লোকজনের প্রতি দলবদ্ধভাবে সমবেত হওয়া, মদ্যপানের জন্য বাইরে যাওয়া এবং কাছাকাছি অবস্থান করে আলাপ চলানো এড়িয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছে।