টোকিওতে ২৬৩টি নতুন সংক্রমণ সনাক্ত

টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা বুধবার করোনাভাইরাসের ২৬৩টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছেন।

টোকিওতে দৈনিক হিসাব এ নিয়ে টানা নয়দিন ধরে ২০০’র উপরে বিরাজমান আছে।

জাপানের রাজধানীতে সংক্রমণের মোট সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৪,২৮৫টিতে।

মেট্রোপলিটন সরকার গত সোমবার যেসব প্রতিষ্ঠানে মদ পরিবেশন করা হয় ও সেই সাথে কারাওকে পার্লারের মত সবগুলো প্রতিষ্ঠানকে চলতি মাসের শেষ পর্যন্ত রাত ১০টার মধ্যে সেবা বন্ধ করে দেয়ার অনুরোধ জানাতে শুরু করে।

স্থানীয় সরকার একই সাথে লোকজনের প্রতি দলবদ্ধভাবে সমবেত হওয়া, মদ্যপানের জন্য বাইরে যাওয়া এবং কাছাকাছি অবস্থান করে আলাপ চলানো এড়িয়ে যাওয়ার অনুরোধ জানাচ্ছে।