বাংলাদেশসহ চার দেশ থেকে জাপান প্রবেশে কড়াকড়ি
করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় বাংলাদেশসহ চারটি দেশ থেকে জাপান প্রবেশে কড়াকড়ি করা হয়েছে।
জাপান টাইমসের প্রতিবেদনে জানানো হয়েছে, শুক্রবার থেকে এই চার দেশ থেকে জাপানে পুনঃপ্রবেশকারীদের করোনা মুক্ত সনদ ও পূর্বানুমতি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ, পাকিস্তান, ফিলিপাইন ও পেরুর নাগরিকদের জাপানে প্রবেশের ক্ষেত্রে এই কড়া প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
প্রতিবেদনে হলা হয়, স্থায়ী বাসিন্দা এবং দীর্ঘমেয়াদী ভিসাধারী, পাশাপাশি স্থায়ী বাসিন্দার স্বামী বা স্ত্রী অথবা এই জাতীয় স্ট্যাটাসযুক্ত জাপানের নাগরিকরা কেবলমাত্র এই কড়াকড়ির আওতায় পড়বেন।
সেক্ষেত্রে জাপানে প্রবেশের অনূর্ধ্ব ৭২ ঘণ্টার মধ্যে সম্পন্ন করোনা পরীক্ষার ফল নেগেটিভ এলে এবং পূর্বানুমতি থাকলেই এই চার দেশ থেকে জাপানে পুনঃপ্রবেশ করা যাবে।
এর আগে বিদেশে নাগরিকদের জাপানে পুনঃপ্রবেশ জন্য এই নিয়ম ছিলো না। সূত্র: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড