আজ টোকিওতে করোনাভাইরাসের ৩শ ৩১টি নতুন সংক্রমণ

টোকিও মহানগর সরকার বলছে, আজ বিকেল ৩টা নাগাদ করোনাভাইরাসের ৩শ ৩১টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

তিনদিনের মধ্যে এবারই প্রথম জাপানের রাজধানীতে দৈনিক সংক্রমণের সংখ্যা ৪শ’র নিচে নামল। অন্যদিকে, এটি ৩শ’র বেশি সংক্রমণ থাকা টানা চতুর্থ দিন।

টোকিওতে এখন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮শ ৬৭তে।

এদিকে, পুরো জাপান জুড়ে আজ বিকেল ৪টা নাগাদ মোট ৬শ ৭টি নতুন সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। এর মাধ্যমে দেশের মোট সংক্রমণের সংখ্যা দাঁড়াল ৪৮ হাজার ৭শ ৮৫তে। আর, মোট মৃত্যুর সংখ্যা এখন ১ হাজার ৫৬।