• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জুলাই মাসে জাপানে রেস্তোরাঁয় বিক্রি আবারও কমে গেছে

    করোনাভাইরাস বাইরে খাওয়া-দাওয়া করা থেকে লোকজনকে নিরুৎসাহিত করায় জাপানের প্রধান রেস্তোরাঁ চেইনগুলোতে জুলাই মাসে বিক্রি হ্রাস পাওয়া অব্যাহত ছিল।

    জাপানের খাদ্য সেবা সমিতি বলছে আয় এক বছর আগের চাইতে ১৫ শতাংশ হ্রাস পায়। এটা ছিল পরপর পঞ্চম মাসের মত বিক্রি হ্রাস পাওয়া। তবে পতনের হার দুই অঙ্কের সংখ্যায় বিরাজমান থাকলেও তা ছিল পূর্ববর্তী মাসের চাইতে কম।

    ফাস্ট ফুড রেস্তোরাঁর বেলায় অবশ্য মাত্র ৩.৬ শতাংশ পতন নিয়ে ফলাফল ততটা খারাপ ছিল না। ঘরে নিয়ে যাওয়ার টেক আউট বিক্রি এবং হোম ডেলিভারির বিক্রি বেড়ে যাওয়ার কারণে এটা হয়েছে। তবে পরিবারের সাথে মিলে ফ্যামিলি স্টাইলে খাওয়া-দাওয়া করার রেস্তোরাঁ ও পানশালার বেলায় ফলাফল ছিল অনেক খারাপ।

    খাদ্য সেবা সমিতি বলছে মহামারীর কারণে রেস্তোরাঁ শিল্প মারাত্মক অবস্থায় রয়েছে। এবছরের দীর্ঘ বর্ষাকালও কোনরকম সাহায্যে আসেনি।

    মসজিদ হামলা: প্যারোলহীন আজীবন কারাদণ্ড পেলেন ট্যারেন্ট

    ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেন্টন ট্যারেন্টকে প্যারোলহীন আজীবন কারাদণ্ড দিয়েছেন নিউজিল্যান্ডের একটি আদালত। বৃহস্পতিবার এই রায় দেওয়া হয়।

    এর আগে অস্ট্রেলিয়ান নাগরিক ট্যারান্ট দুটি মসজিদে হামলা চালিয়ে ৫১ জনকে হত্যার দায় স্বীকার করে নিয়েছেন। এছাড়া আরো ৪০ জনকে হত্যার চেষ্টা এবং সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট থাকার দায়ে তার বিরুদ্ধে আরো দুটি মামলা করা হয়েছিলো। সবগুলো মামলাতেই দোষী সাব্যস্ত হয়েছেন ট্যারান্ট।

    রায়ের সময় বিচারক ট্যারান্টের হামলাকে ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেন।

    রায় ঘোষণার সময় বিচারক ক্যামেরুন ম্যান্ডার বলেন, আপনার অপরাধগুলো এতটাই খারাপ যে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত আটকে রাখা হলেও করা হলেও এর সাজা পরিপূর্ণ হবে না।

    এদিকে ট্যারেন্ট তার আইনজীবীর মাধ্যমে আদালতে জানিয়েছেন যে প্যারোলহীন আজীবন কারাদণ্ডের বিষয়ে তার কোনো আপত্তি নেই। এর আগে ট্যারান্ট আদালতকে জানিয়েছিল যে রায়ের সময় কোনো বক্তব্য সে রাখবে না।