• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশেষজ্ঞদের টিকার অগ্রাধিকার অনুমোদন

    জাপান সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল, চিকিৎসা কর্মী, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এবং আগে থেকে রোগে আক্রান্ত লোকজনদের অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেয়া বিষয়ক একটি পরিকল্পনা মূলত অনুমোদন করেছে।

    গতকাল অনুষ্ঠিত প্যানেলের এই বৈঠকে, করোনাভাইরাস মোকাবিলার দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এবং স্বাস্থ্যমন্ত্রী কাতো কাৎসুনোবু অংশগ্রহণ করেন।

    সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকায় চিকিৎসা কর্মীদের এবং সংক্রমিত হলে আগে থেকেই স্বাস্থ্যগত সমস্যা থাকা বয়োজ্যেষ্ঠ লোকজনের অবস্থা গুরুতর আকার ধারণ করার সম্ভাবনা থাকায় তাঁদের বাছাই করা হয়।

    বিশেষজ্ঞরা, জরুরি বিভাগের কর্মী, গণ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী, বয়োজ্যেষ্ঠদের সেবা দানকারী এবং অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকারের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে কিনা সেবিষয়ে গবেষণা চালিয়ে যেতে একমত হন।

    টোকিওতে করোনাভাইরাসে ২৫৬টি নতুন সংক্রমণের ঘটনা

    টোকিও মহানগর সরকার, আজ টোকিওতে করোনাভাইরাসে নতুন ২৫৬টি সংক্রমণের ঘটনা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে।

    এর মাধ্যমে দৈনিক হিসেবে পরপর ৩য় দিনের মত সংক্রমণের সংখ্যা ২শ ছাড়িয়ে গেল।

    সংক্রমিতদের ৬৪ শতাংশ বা ১৬৪ জনের বয়স ২০ এবং ৩০এর কোঠায়।

    আজ পর্যন্ত টোকিওতে সংক্রমণের মোট সংখ্যা ১৯ হাজার ১২১টিতে পৌঁছেছে।

    কর্মকর্তারা, টোকিওর সংক্রমণ পরিস্থিতিতে মারাত্মক অবস্থা বিরাজমান থাকায় উচ্চ সতর্কতা বজায় রেখে চলার জন্য লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।

    মহানগর সরকারের কর্মকর্তারা, সর্বোচ্চ পূর্বসতর্কতা বজায় রাখার পাশাপাশি টোকিওর বাইরে বা নিজেদের দেশের বাড়িতে ফিরে যাওয়া থেকে বিরত থাকতে বাসিন্দাদের প্রতি আহ্বান জানাচ্ছেন। তাঁরা, দলবদ্ধভাবে নৈশ ভোজে অংশ না নেয়ার জন্যও লোকজনের প্রতি আহ্বান জানাচ্ছেন।