• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পবিত্র আশুরা পালিত

    Posted by admin on August 31
    Posted in Uncategorized 

    পবিত্র আশুরা পালিত

    যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর পরিবেশে আজ রবিবার পবিত্র আশুরা পালিত হয়েছে। কারবালার শোকাবহ ঘটনাবহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে দিনটি পালন করা হয় মুসলিম বিশ্বে।

    হিজরি ৬১ সনের ১০ মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন (রা.) এবং তাঁর পরিবার ও অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন।

    এ ঘটনা স্মরণ করে বিশ্ব মুসলিম যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে থাকে। শান্তি ও সম্প্রীতির ধর্ম ইসলামের মহান আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে। কারবালার এই শোকাবহ ঘটনা ও পবিত্র আশুরার শাশ্বত বাণী সকলকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যোগায়।

    পর্যটকদের জন্য ইয়ামাগাতা’র আঙ্গুর বাগান উন্মুক্ত

    উত্তর-পূর্ব জাপানের একটি আঙ্গুর বাগান ফল সংগ্রহের জন্য উন্মুক্ত করা হয়েছে যা বাগান দেখতে আসা লোকজনকে এই মৌসুমী ফলটি উপভোগের সুযোগ করে দেবে।

    ইয়ামাগাতা জেলার সাগায়ে শহরের দু’টি খামার প্রতি বছর ১ হাজারেরও বেশি ভ্রমণকারীকে ফলবাগান দেখার অনুমতি দিয়ে থাকে। কিয়োহো এবং সুইহো নামের বড় ধরনের আঙ্গুর এই শহরের বৈশিষ্ট্য।

    একটি খামার তাদের আঙ্গুরগুলো পেকে যাওয়ার পরে গত সপ্তাহ থেকে তাদের বাগান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়।

    অনেক দর্শনার্থী রবিবার এই ফলবাগান পরিদর্শন করেন। করোনাভাইরাস বিরোধী পদক্ষেপের অংশ হিসেবে, এই ফলবাগান ঘুরে দেখার আগে দর্শনার্থীদের শারীরিক তাপমাত্রা মেপে দেখা হচ্ছে এবং তাদের সাথে যোগাযোগের সংক্রান্ত তথ্য নিবন্ধন করে রাখা হচ্ছে।

    দর্শনার্থীরা আঙ্গুর তোলা এবং টাটকা মিষ্টি ফল খেয়ে দেখা উপভোগ করছেন।

    ইয়ামাগাতা জেলার প্রাথমিক স্কুলের একজন শিক্ষার্থী খুশি মনে উত্তর দেয়, “অত্যন্ত সুস্বাদু। কেবল এক ছড়া আঙ্গুরই আমার পেট ভরে যাওয়ার জন্য যথেষ্ট”।

    এই শহরের আঙ্গুর বাগানগুলো অক্টোবর মাসের গোড়ার দিক পর্যন্ত খোলা থাকবে।