৩৩৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণের খবর দিয়েছে টোকিও

টোকিও’র মেট্রোপলিটন সরকার বলছে বৃহস্পতিবার ৩৩৯টি নতুন করোনাভাইরাস সংক্রমণ সরকার নিশ্চিত করেছে।

গত শনিবারের পর এবারই প্রথম রাজধানীতে দৈনিক হিসাব ৩০০ ছাড়িয়ে যায়। শহরে ভাইরাসের পরীক্ষায় পজিটিভ সনাক্ত হওয়া লোকজনের মোট সংখ্যা এখন হচ্ছে ১৮,৬০৭।

টোকিও’র পরিস্থিতি খুবই মারাত্মক থেকে যাওয়ায় উচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান কর্মকর্তারা নগরবাসীদের প্রতি জানাচ্ছেন। টোকিও’র বাইরে ভ্রমণ, দেশের বাড়িতে যাওয়া এবং দলবদ্ধভাবে নৈশভোজে যোগ দেয়া থেকে বিরত থাকার অনুরোধ লোকজনের প্রতি তারা করছেন।