• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ১১ দিন পর রোগী থেকে সংক্রিমত হয় না করোনা

    প্রাণঘাতী করোনায় আক্রান্ত হওয়ার ১১ দিন পর থেকে ভাইরাসটি রোগীদের শরীর থেকে আর সংক্রমিত হয় না। এমনটি জানিয়েছেন সিঙ্গাপুরের একদল গবেষক।

    সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ইনফেকশিয়াস ডিজিজ এবং দ্য অ্যাকাডেমি অব মেডিসিনের যৌথ গবেষণায় বলা হয়, অসুস্থ হওয়ার ১১ দিন পর আক্রান্ত রোগী থেকে অন্য কারো শরীরে এই ভাইরাস সংক্রমিত হতে পারে না।

    সিঙ্গাপুরের করোনা আক্রান্ত ৭৩ জন রোগীর ওপর পর্যবেক্ষণের পর এই ফল পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষকরা। এই গবেষণার ওপর ভিত্তি করে এখন থেকে সিঙ্গাপুরে করোনা রোগীদের চিকিৎসা এবং ছাড়পত্র দেওয়া হতে পারে। বর্তমানে সিঙ্গাপুরে নেগেটিভ রেজাল্ট না আসা পর্যন্ত রোগীদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় না।

    সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা এই গবেষণাটি মূল্যায়ন করে দেখবে এবং পরবর্তীতে এটি রোগীদের ক্ষেত্রে প্রয়োগ করা হবে।

    সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৬৮ জন। মারা গেছেন ২৩ জন। ব্লুমবার্গ।

    টিকার উন্নয়নে জাপানের অগ্রগতি

    জাপানের বৃহৎ ওষুধ উৎপাদন কোম্পানি, ভেঞ্চার কোম্পানি এবং বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত থাকা গবেষণা সংস্থাগুলো করোনাভাইরাস রোধী টিকার উন্নয়নে কাজ করছে।

    টিকার উন্নয়নে সরকার ওষুধ কোম্পানির নেতৃত্ব দেয়া চারটির পাশাপাশি কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের নেতৃত্বে পাঁচটি গবেষণায় সহায়তার জন্য মোট প্রায় ৬ কোটি ৭০ লক্ষ মার্কিন ডলার ভর্তুকি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

    দ্রুত হলে এই গ্রীষ্মে ক্লিনিকাল বা মানবদেহে প্রয়োগের পরীক্ষা শুরুর প্রত্যাশা করা হচ্ছে।

    মুরগির ডিম এবং প্রাণীর কোষ ব্যবহারের মাধ্যমে ভাইরাসের চাষ করে সেগুলোর ক্ষতিকর উপাদান মুক্ত করার মধ্যে দিয়ে টিকা তৈরি করা হয়।

    উচ্চ নিরাপত্তা মানের যন্ত্রপাতি থাকা স্থাপনায় বারংবার পরীক্ষা করতে হয় বিধায় একটি টিকার গণহারে উৎপাদনের জন্য সাধারণত এক বছর বা তার চাইতে বেশি সময়ের প্রয়োজন হয়।

    তবে করোনাভাইরাসের জন্য এই সময় কমাতে গবেষকরা রোগ প্রতিরোধ ব্যবস্থাকে উজ্জীবিত করার জন্য ভাইরাসের জিনের অংশ বা অ্যান্টিজেন নামে পরিচিত মানব নির্মিত প্রোটিন ব্যবহার করার মত নতুন পদ্ধতি গ্রহণ করছেন।