• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • উহানের গবেষণাগারের সাথে ভাইরাসের সম্পর্ক এখনও “অনুমানমূলক”- ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য পরিস্থিতির প্রধান বলেছেন, চীনের একটি গবেষণাগার যে করোনাভাইরাসের আদি উৎপত্তিস্থল হতে পারে, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ এখনও “অনুমান নির্ভর” রয়ে গেছে।

    ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান মার্কিন নেতৃত্বের তোলা এরকম অভিযোগের জবাবে সোমবার এই মন্তব্য করেন।

    উল্লেখ্য, গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনা শহর উহানের গবেষণাগারে যে ভাইরাসটি উৎপত্তি হয়েছে সেটি নিশ্চিত করার জন্য মার্কিন সরকারের হাতে “বড় ধরণের প্রমাণ” আছে।

    একই দিন চীনের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে এই প্রাদুর্ভাব চীনের “ভয়াবহ ভুলের” পরিণতি। তবে, তিনি নির্দিষ্ট কোন প্রমাণের উল্লেখ করতে ব্যর্থ হন।

    রায়ান বলেন যে ভাইরাসটির কাল্পনিক উৎস সম্পর্কিত কোন উপাত্ত বা সুনির্দিষ্ট প্রমাণ মার্কিন সরকারের কাছ থেকে পায়নি ডব্লিউএইচও।

    তিনি আরও বলেন, ডব্লিউএইচও’র দৃষ্টিকোণ থেকে এই অভিযোগ সমূহ এখনো অনুমান নির্ভর রয়ে গেছে।

    পেঁপের ‘করোনা পজিটিভ’, ল্যাবপ্রধান বরখাস্ত

    পেঁপের নমুনা পরীক্ষায় ‘করোনা ভাইরাস পজিটিভ’ আসার পর তাঞ্জানিয়ার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরির পরিচালক ও কোয়ালিটি ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ঐ ল্যাবরেটরিতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ব্যবহূত কিটের মান নিয়ে প্রশ্ন তোলার এক দিন পর শীর্ষ ঐ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

    সোমবার সরাসরি সম্প্রচারিত এক ভাষণে মাগুফুলি জানান, প্রাণী ও ফলের নমুনা সংগ্রহ করে সেগুলোতে মানুষের নাম ও বয়স লিখে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল করোনা ভাইরাস ল্যাবরেটরিতে। তার কিছু নেগেটিভ ও কিছু পজিটিভ এসেছে।

    তিনি বলেন, ‘যেমন গাড়ির তেলের নমুনায় জাবির হামজা, বয়স-৩০ (পুরুষ) লেখা হয়েছিল, ফল এসেছে নেগেটিভ। সারা সামওয়েলি, ৪৫ বছর বয়সি নারী—এমনটি লিখে কাঁঠালের একটি নমুনা পাঠিয়েছিলাম আমরা, এই পরীক্ষার ফল নিষ্পত্তিহীন ছিল। কিন্তু যখন এলিজাবেথ অ্যান, ২৬ বছর লিখে পেঁপের নমুনা পাঠানো হলো, তখন পেঁপের করোনা ভাইরাস ধরা পড়ল।’ প্রেসিডেন্ট জানান, একটি পাখি ও একটি ছাগলের নমুনার দুটোই পজিটিভ এসেছে, কিন্তু খরগোশের নমুনা পরীক্ষায় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ল্যাব।

    তাঞ্জানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ঐ ল্যাবরেটরি কীভাবে পরিচালিত হচ্ছে তা তদন্ত করে ১৩ মের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। তবে ল্যাবরেটরিটিতে করোনা ভাইরাস পরীক্ষা অব্যাহত থাকবে।

    করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় শিথিল পদক্ষেপের কারণে এরই মধ্যে সমালোচনায় পড়েছে তাঞ্জানিয়া সরকার। তারা যথেষ্ট কঠোর হচ্ছে না এবং আসল পরিস্থিতি গোপন করছে বলেও অভিযোগ উঠেছে। তবে সরকারের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইডলাইন তারা সতর্কভাবে অনুসরণ করে চলছে।