• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনা: ভাইরাস ‘ঠেকাতে’ গাড়ি

    ভাইরাস ঠেকানোর ব্যবস্থা সম্বলিত গাড়ি বাজারে ছেড়েছে চীনে গাড়ি নির্মাতারা। বলা হচ্ছে, নতুন মডেলের এই গাড়িগুলোতে থাকছে ফেস মাস্ক পরলে যে মাত্রার সুরক্ষা পাওয়া যায় গাড়ির ভেতর সেরকম ব্যবস্থার প্রতিশ্রুতি।

    চীনের কয়েকটি বড় গাড়ি নির্মাতা সংস্থা এধরনের গাড়ি বাজারে ছেড়েছে। এর মধ্যে আছে গিলি নামে একটি সংস্থা যারা লন্ডনের রাস্তায় চলা কালো ট্যাক্সি বানায়।

    গিলি নামের কোম্পানিটি প্রথম ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা সম্বলিত তাদের গাড়িটি বাজারে চালু করেছে। বড় শহরে বায়ু দূষণ থেকে মোটরগাড়ির চালকরা কীভাবে সুরক্ষা পেতে পারেন তা নিয়ে কিছু কাজ তারা আগেই করেছিল।

    তাদের এই কাজের নাম ছিল ‘স্বাস্থ্যকর গাড়ি প্রকল্প’। এর লক্ষ্য ছিল বাতাসের ক্ষুদ্রাতিক্ষুদ্র দূষণকণা যাতে গাড়ির ভেতরে ঢুকতে না পারে এবং গাড়ির চালক ও যাত্রীদের শরীরে এসব বিষাক্ত পদার্থ যাতে নি:শ্বাসের সঙ্গে না ঢোকে এমন প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করা।

    গিলি এমন জীবাণু প্রতিরোধী পদার্থ তৈরি করছে যাতে গাড়ির ভেতরের জিনিসপত্র এবং গাড়ির দরোজার হ্যান্ডেল জীবাণু মুক্ত থাকে।

    গিলির এক মুখপাত্র জানান, অনেক গাড়ির চালক তাদের গাড়িতে লম্বা সময় কাটান, অনেকের কাছে তাদের গাড়ি তাদের ‘দ্বিতীয় বাড়ি’, কাজেই স্বাস্থ্যসম্মত গাড়ি বানাতে পারলে উন্নত জীবনমানের জন্য সেই গাড়ির চাহিদা বাজারে বাড়বে।

    তিনি বলেন, তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যই হবে গাড়িতে চালক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ রাখা।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ব্র্যান্ড এমজির মালিক সংস্থা এসএআইসি আরও একটি বাড়তি ফিচার যোগ করেছে তাদের গাড়িতে। এতে গাড়ির ভেতর একটি অতিবেগুনি রশ্মির বাতি ব্যবহার করে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে গাড়ির ভেতরের বাতাসকে জীবাণুমুক্ত করা যাবে।

    প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গুয়ানঝু অটোমোবাইল তাদের বেশ কয়েকটি নতুন মডেলে তিন ধাপের বাতাস জীবাণুমুক্ত করার ব্যবস্থা বসিয়েছে।

    তবে একটি গবেষণা সংস্থা ফ্রস্ট অ্যান্ড সালিভান বলছে এসব নতুন পদক্ষেপ শুধুই চটকদার।

    তবে সংস্থার একজন বিশেষজ্ঞ ভিভেক বৈদ্য বলেন, গাড়িকে আরও স্বাস্থ্য-সম্মত, ঝুঁকিমুক্ত করে তোলার অবশ্যই একটা প্রয়াস চলছে। গাড়িতে এসব নতুন সংযোজনের কাজ আগে থেকেই চলছিল। কিন্তু কোভিড নাইনটিনের পর এগুলোকে সামনে আনা অবশ্যই বিক্রিবাটা বাড়ানোর একটা চেষ্টা।

    তবে বিষয়টাকে চটকদার বলা মানতে নারাজ চীনের মার্কেট রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক শন রিয়েন। বিবিসি।

    রাশিয়ার প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

    রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানিয়েছেন, পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি পরীক্ষার এই ফলাফলের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান।

    মিশুস্তিন, মস্কো’র করোনা নিয়ন্ত্রণ পদক্ষেপ সংক্রান্ত কাজে নেতৃত্ব দিয়ে আসছিলেন। জানুয়ারি মাসে দিমিত্রি মেদভেদেভ ও তার মন্ত্রিসভা পদত্যাগ করার পর মিশুস্তিন প্রধানমন্ত্রীর পদে আসীন হন।

    পুতিন তাকে এই বলে আশ্বস্ত করেন যে ভাইরাসটিতে সংক্রমিত যে কেউই হতে পারেন। এতদিন সুষ্ঠুভাবে কাজ করার জন্য পুতিন তাকে ধন্যবাদ জানান।

    চিকিৎসার জন্য মিশুস্তিন হাসপাতালে যতদিন থাকবেন, ততদিন তার কাজের দায়িত্বভার প্রথম উপপ্রধানমন্ত্রী নেবেন বলে ধারণা করা হচ্ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের জনস্‌ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া খবরে প্রকাশ, রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা বৃহস্পতিবার ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, যা পৃথিবীতে অষ্টম সর্বোচ্চ।