• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অ্যামাজন থেকে আসতে পারে পরবর্তী মহামারি ভাইরাস!

    বিশ্বের পরবর্তী মহামারি ভাইরাস অ্যামাজন বন থেকে আসতে পারে বলে সতর্ক করে দিয়েছেন ব্রাজিলের পরিবেশবিদ ডেভিড লাপোলা। ডেভিড লাপোলা মনে করেন প্রাণীর আবাসস্থলে মানুষের আক্রমনের কারণেই করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছে। আর অ্যামাজনে যেভাবে বন উজার করা হচ্ছে এতে অচিরেই আরেকটি মহামারি দেখা দিতে পারে বলে জানান ডেভিড লাপোলা।

    গবেষকরা বলছেন, বন্য অঞ্চলে নগরায়ন করলে প্রাণী থেকে বিভিন্ন রোগ মানুষের মধ্যে ছড়াতে পারে। বিজ্ঞানীরা মনে করেন, বাদুড়ের মধ্যেই নতুন করোনা ভাইরাসের সৃষ্টি হয়েছিল। যা অন্য কোন প্রাণীর মাধ্যমে মানুষের দেহে পৌঁছেছে।

    পরবর্তী মহামারি ভাইরাসের বিষয়ে পরিবেশবিড ডেভিড লাপোলা বলেন, অ্যামাজন অনেক বিশাল ভাইরাসের ঘাঁটি। আপনি যখন পরিবেশগত বৈষম্য তৈরি করবেন তখনই একটি ভাইরাস সামনে চলে আসতে পারে। আমাদের উচিৎ হবে আমাদের ভাগ্যকে পরীক্ষা না করা।

    জানা গেছে, গত বছর অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশে বন উজার করার হার বেড়েছে ৮৫ শতাংশ। ব্রাজিলিয়ান অ্যামাজনের ওই অংশে গত বছর প্রায় ১০ হাজার বর্গ কিলোমিটার বন উজার করা হয়েছে। যা আকারে প্রায় লেবাননের সমান।

    ব্রাজিল ন্যাশনাল স্পেস রিসার্চ ইন্সটিটিউটের দেয়া তথ্য অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত অ্যামাজনের ব্রাজিলিয়ান অংশের ১ হাজার ২০২ বর্গ কিলোমিটার এলাকায় বন উজার করা হয়েছে। এএফপি।

    বিশেষ সতর্ক এলাকায় জরুরি অবস্থা আংশিকভাবে শেষ হতে পারে

    জাপান সরকার জরুরি অবস্থা তুলে নেয়ার সময় দেশের অবশিষ্ট অংশের সাথে করোনাভাইরাস সংক্রমণের মুখে বিশেষ সতর্ক এলাকা হিসেবে চিহ্নিত ১৩টি জেলার কয়েকটিকে অন্তর্ভুক্ত রাখা বিবেচনা করে দেখছে।

    বর্তমানে নির্ধারিত সময়সীমা চলতি মাসের ৩১ তারিখে জরুরি অবস্থার মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে তা তুলে নেয়া নিয়ে আলোচনা করার জন্য সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল বৃহস্পতিবার বৈঠকে মিলিত হবে। গত দু’সপ্তাহে প্রতি এক লক্ষ জনের মধ্যে নতুন সংক্রমণের সংখ্যার মত বিভিন্ন উপাদান প্যানেল বিবেচনা করে দেখবে।

    ১৩টি বিশেষ সতর্ক এলাকার বাইরের ৩৪টি জেলার সবকয়টি থেকে জরুরি অবস্থা সরকার তুলে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। একই সাথে ১৩টি জেলার মধ্যে কয়েকটি; বিশেষত আইচি, ফুকুওকা, ইবারাকি, ইশিকাওয়া এবং গিফু জেলাকেও এতে অন্তর্ভুক্ত করা সরকার বিবেচনা করে দেখছে।

    টোকিও এবং প্রতিবেশী জেলাগুলোতে, প্রচুর সংখ্যক যাত্রীর নিয়মিতভাবে ওসাকা ভ্রমণ করা হিওগো জেলা এবং নতুন সংক্রমণ দেখা দেয়া এখনও অব্যাহত থাকা হোক্কাইদো জেলায় জরুরি অবস্থা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    প্রায় এক সপ্তাহের মধ্যে সরকারের আরেকটি সিদ্ধান্ত গ্রহণের আগে পর্যন্ত এসব এলাকার লোকজনকে এখনও বাড়িতে থাকতে বলা হবে।