• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • যুক্তরাষ্ট্রে আশা জাগাচ্ছে করোনার ভ্যাকসিন

    যুক্তরাষ্ট্রে বায়োটেক কোম্পানি মডার্নার তৈরি একটি ভ্যাকসিন আশা আলো দেখাচ্ছে। যাদের শরীরে এটি প্রয়োগ করা হয়েছিল তাদের কাছ থেকে পাওয়া প্রাথমিক ফল ভালই বলে জানা গেছে।

    ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ক্যামব্রিজ ভিত্তিক কোম্পানি মডার্নার চিফ মেডিক্যাল অফিসার ড. টাল জ্যাকস বলেন, যদি ভবিষ্যতে ফল ভালো আসে তাহলে জানুয়ারিতে বাজারে ভ্যাকসিনটি পাওয়া যাবে।

    প্রথম পর্যায়ে মানবদেহে চিকিৎসায় ভাল কাজ করেছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ভালভাবেই সুস্থ হয়ে উঠেছেন।

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা আটটি ভ্যাকসিন মানবদেহে প্রয়োগের অনুমতি দিয়েছে। এর মধ্যে তিনটিই যুক্তরাষ্ট্রের। একটি ব্রিটেনের অক্সফোর্ডের এবং চারটি চীনের। -সিএনএন

    টোকিও ও ওসাকা’র সংক্রমণ উপাত্তের উপর মনোযোগ দিবে জাপান সরকার

    টোকিও এবং ওসাকায় সংক্রমণ ঘনিষ্ঠভাবে বিশ্লেষণের মধ্যে দিয়ে বাকি আটটি জেলার উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে পারে জাপান সরকার।

    উল্লেখ্য, এপ্রিল মাসের ৭ তারিখ প্রথম জরুরি অবস্থা জারি করে সরকার। আর গত বৃহস্পতিবার ৩৯টি জেলা থেকে সেটি তুলে নেয়ার ঘোষণা দেয় তারা।

    আগামী বৃহস্পতিবারের দিকে আটটি জেলার উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা, সেটি নির্ধারণের জন্য সরকার একটি বিশেষজ্ঞ প্যানেলের মতামত জানতে চাওয়ার পরিকল্পনা করছে।

    জরুরি ঘোষণাটি এখনও টোকিও এবং এর আশেপাশের পূর্বদিককার জেলা সাইতামা, চিবা ও কানাগাওয়া’র পাশাপাশি উত্তরের জেলা হোক্কাইদো এবং পশ্চিমের প্রতিবেশী জেলা ওসাকা, কিয়োতো এবং হিয়োগো’র উপর বলবৎ রয়েছে।

    সরকার সংশ্লিষ্ট দুই অঞ্চলের উপর থেকে জরুরি অবস্থা কবে তুলে নেয়া হবে সেটি বিবেচনার জন্য টোকিও ও ওসাকা’র সংক্রমণ পরিসংখ্যানের উপর মনোযোগ নিবদ্ধ করবে বলে ধারণা করা হচ্ছে।

    সরকার সংশ্লিষ্ট আটটি জেলার লোকজনকে সংক্রমণ প্রতিরোধে বাড়ির অভ্যন্তরে থাকার পাশাপাশি অন্যান্য পদক্ষেপ নেয়ারও আহ্বান জানাচ্ছে। এছাড়া, অন্যান্য অঞ্চলের অধিবাসীদেরও সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানাচ্ছে তারা।