• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাস সতর্কতায় থাকা জেলার কর্মচারীদের প্রতি বাড়িতে থেকে কাজ করার আহ্বান জানানো হবে

    জাপান সরকার করোনাভাইরাস জনিত বিশেষ সতর্কতায় থাকা টোকিও এবং ১২টি জেলার বিভিন্ন কোম্পানির প্রতি কাজে যেতে হওয়া কর্মচারীর সংখ্যা কমপক্ষে ৭০ শতাংশ হ্রাসের আহ্বান জানাবে।

    ওসাকা সহ ছয়টি জেলা ও টোকিওতে সরকারের জরুরি অবস্থা ঘোষণার পর বৃহস্পতিবার হচ্ছে ঠিক এক মাস।

    প্রধানমন্ত্রী আবে শিনযো এরপর জরুরি অবস্থা সারা দেশজুড়ে সম্প্রসারিত করে নেয়া ছাড়াও প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী মে মাসের ৬ তারিখের পরিবর্তে জরুরি অবস্থার মেয়াদ চলতি মাসের শেষ পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন।

    বুধবার আবে অনলাইনের একটি অনুষ্ঠানে উপস্থিত হন এবং মে মাসের মাঝামাঝি সময়ে বিশেষজ্ঞদের মতামত শোনার পর জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনার পুনরুল্লেখ করেন।

    তিনি বলেছেন, যার উপর ভিত্তি করে সেই সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন সেইসব শর্তাবলী নির্ধারণ করে নেয়ার অনুরোধ তিনি বিশেষজ্ঞদের করবেন।

    জাপানে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা ১৫ হাজার ৪০০ ছাড়িয়ে গেছে

    বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা পর্যন্ত জাপানে করোনাভাইরাসে নিশ্চিত করে সংক্রমিতের সংখ্যা হল ১৫ হাজার ৪৮৬।

    এই হিসাবের মধ্যে বিমানবন্দরের কোয়ারেন্টিন স্টেশনগুলোতে পরীক্ষা করা লোকজন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা, কোয়ারেন্টিনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সরকারী চাটার্ড বিমানে করে চীন থেকে জাপানে ফিরে আসা ব্যক্তিরাও অর্ন্তভুক্ত রয়েছেন। পশ্চিম জাপানের নাগাসাকিতে নোঙর করা কোস্টা আটলান্টিকা নামের প্রমোদতরীতে আক্রান্ত ক্রু সদস্যরাও এতে অর্ন্তভুক্ত।

    ফেব্রুয়ারি মাসে ইয়োকোহামা শহরে ডায়মণ্ড প্রিন্সেস প্রমোদতরীতে কোয়ারেন্টিন করা অতিরিক্ত ৭১২ টি সংক্রমণের ঘটনাকে অর্ন্তভুক্ত করা হলে এই সংখ্যা ১৬ হাজার ১৯৮ তে গিয়ে দাঁড়াবে।

    ডায়মণ্ড প্রিন্সেসের ১৩ জনকে নিয়ে জাপানে মৃতের সংখ্যা হল ৫৯২।