• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনাভাইরাসের সাথে স্ট্রোকের সংযোগ রয়েছে বলে মার্কিন বিজ্ঞানীদের ধারণা

    মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষকদের একটি গ্রুপ, করোনাভাইরাস সংক্রমণের সাথে শরীরে রক্ত জমাট বেঁধে গিয়ে স্ট্রোক হওয়ার এক সংযোগ রয়েছে বলে জানিয়েছে।

    নিউ ইয়র্কের মাউন্ট সিনাইতে আইকান স্কুল অব মেডিসিনের গবেষকদের একটি গ্রুপ, মার্চ মাসের ২৩ তারিখ থেকে এপ্রিল মাসের ৭ তারিখের মধ্যে পাঁচ ব্যক্তিকে পরীক্ষা করে দেখেন। এদের শরীরে দেখা দেয়া রোগকে বড় আকারের রক্তবাহী শিরা স্ট্রোক হিসাবে নির্ণয় করা হয়েছিল। রোগীদের মধ্যে ছিলেন একজন নারী ও চারজন পুরুষ এবং এদের সকলের বয়স হল ৩৩ থেকে ৪৯ এর মধ্যে। তাদের শরীরে এই অবস্থার পুনরাবৃত্তি দেখা দিলেও পাঁচজনের মধ্যে শুধুমাত্র একজনের পারিবারিক ইতিহাসে স্ট্রোকের উপস্থিতি দেখতে পাওয়া যায়।

    হৃৎপিণ্ড এবং ফুসফুসের রক্তনালীতে প্রবেশ করে করোনাভাইরাস যে সেই সব অঙ্গ প্রত্যঙ্গকে অকেজো করে দিয়ে রক্তকে জমাট করে তুলছে, সেই বিষয়টি ইতিমধ্যেই সকলের জানা রয়েছে।

    গবেষকদের দলটি সন্দেহ করছে যে এই প্রক্রিয়ার ফলে কয়েকজন রোগীর মধ্যে সম্ভবত স্ট্রোক হয়ে যাচ্ছে।

    সহযোগী অধ্যাপক শিগেমাৎসু তোমোইয়োশি হলেন ঐ গ্রুপের একজন সদস্য। হাত এবং পা যদি অসাড় হয়ে পড়ে এবং কথা বলতে কষ্ট হয় তবে অবিলম্বে চিকিৎসা সেবা লাভের জন্য তিনি তরুণ বা বয়স্ক, যে কোন বয়সের লোকের কাছেই আহ্বান জানিয়েছেন। স্ট্রোকের মোকাবেলায় দ্রুত চিকিৎসা সেবা লাভ অপরিহার্য বলে তিনি আরো জানান।

    প্রতিবেদনটি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন নামক চিকিৎসা সংক্রান্ত মার্কিন এক সাময়িকীতে প্রকাশ করা হয়েছে।

    উহানের গবেষণাগারের সাথে ভাইরাসের সম্পর্ক এখনও “অনুমানমূলক”- ডব্লিউএইচও

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য পরিস্থিতির প্রধান বলেছেন, চীনের একটি গবেষণাগার যে করোনাভাইরাসের আদি উৎপত্তিস্থল হতে পারে, যুক্তরাষ্ট্রের এমন অভিযোগ এখনও “অনুমান নির্ভর” রয়ে গেছে।

    ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচির নির্বাহী পরিচালক মাইকেল রায়ান মার্কিন নেতৃত্বের তোলা এরকম অভিযোগের জবাবে সোমবার এই মন্তব্য করেন।

    উল্লেখ্য, গত রবিবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, চীনা শহর উহানের গবেষণাগারে যে ভাইরাসটি উৎপত্তি হয়েছে সেটি নিশ্চিত করার জন্য মার্কিন সরকারের হাতে “বড় ধরণের প্রমাণ” আছে।

    একই দিন চীনের সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন যে এই প্রাদুর্ভাব চীনের “ভয়াবহ ভুলের” পরিণতি। তবে, তিনি নির্দিষ্ট কোন প্রমাণের উল্লেখ করতে ব্যর্থ হন।

    রায়ান বলেন যে ভাইরাসটির কাল্পনিক উৎস সম্পর্কিত কোন উপাত্ত বা সুনির্দিষ্ট প্রমাণ মার্কিন সরকারের কাছ থেকে পায়নি ডব্লিউএইচও।

    তিনি আরও বলেন, ডব্লিউএইচও’র দৃষ্টিকোণ থেকে এই অভিযোগ সমূহ এখনো অনুমান নির্ভর রয়ে গেছে।

    পেঁপের ‘করোনা পজিটিভ’, ল্যাবপ্রধান বরখাস্ত

    পেঁপের নমুনা পরীক্ষায় ‘করোনা ভাইরাস পজিটিভ’ আসার পর তাঞ্জানিয়ার ন্যাশনাল হেলথ ল্যাবরেটরির পরিচালক ও কোয়ালিটি ম্যানেজারকে বরখাস্ত করা হয়েছে। তাঞ্জানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি ঐ ল্যাবরেটরিতে করোনা ভাইরাস পরীক্ষার জন্য ব্যবহূত কিটের মান নিয়ে প্রশ্ন তোলার এক দিন পর শীর্ষ ঐ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হলো।

    সোমবার সরাসরি সম্প্রচারিত এক ভাষণে মাগুফুলি জানান, প্রাণী ও ফলের নমুনা সংগ্রহ করে সেগুলোতে মানুষের নাম ও বয়স লিখে পরীক্ষা করতে পাঠানো হয়েছিল করোনা ভাইরাস ল্যাবরেটরিতে। তার কিছু নেগেটিভ ও কিছু পজিটিভ এসেছে।

    তিনি বলেন, ‘যেমন গাড়ির তেলের নমুনায় জাবির হামজা, বয়স-৩০ (পুরুষ) লেখা হয়েছিল, ফল এসেছে নেগেটিভ। সারা সামওয়েলি, ৪৫ বছর বয়সি নারী—এমনটি লিখে কাঁঠালের একটি নমুনা পাঠিয়েছিলাম আমরা, এই পরীক্ষার ফল নিষ্পত্তিহীন ছিল। কিন্তু যখন এলিজাবেথ অ্যান, ২৬ বছর লিখে পেঁপের নমুনা পাঠানো হলো, তখন পেঁপের করোনা ভাইরাস ধরা পড়ল।’ প্রেসিডেন্ট জানান, একটি পাখি ও একটি ছাগলের নমুনার দুটোই পজিটিভ এসেছে, কিন্তু খরগোশের নমুনা পরীক্ষায় কোনো সিদ্ধান্ত দিতে পারেনি ল্যাব।

    তাঞ্জানিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় স্বাস্থ্যমন্ত্রী ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ঐ ল্যাবরেটরি কীভাবে পরিচালিত হচ্ছে তা তদন্ত করে ১৩ মের মধ্যে প্রতিবেদন জমা দেবে কমিটি। তবে ল্যাবরেটরিটিতে করোনা ভাইরাস পরীক্ষা অব্যাহত থাকবে।

    করোনা ভাইরাসের মহামারি মোকাবিলায় শিথিল পদক্ষেপের কারণে এরই মধ্যে সমালোচনায় পড়েছে তাঞ্জানিয়া সরকার। তারা যথেষ্ট কঠোর হচ্ছে না এবং আসল পরিস্থিতি গোপন করছে বলেও অভিযোগ উঠেছে। তবে সরকারের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া গাইডলাইন তারা সতর্কভাবে অনুসরণ করে চলছে।

    ডিসেম্বরেই ফ্রান্সে পাওয়া গিয়েছিলো করোনা আক্রান্ত রোগী

    গত বছরের ডিসেম্বরের ২৭ তারিখে ফ্রান্সে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গিয়েছিলো বলে দাবি করেছে দেশটির এক ডাক্তার। আর এমনটি সত্য হলে চীনের প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে থেকেই ভাইরাসটি ফ্রান্সেও সংক্রমিত হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

    জানা গেছে, গত ডিসেম্বরের ২৭ তারিখ ফ্রান্সে নিউমোনিয়ায় আক্রান্ত এক রোগী পাওয়া যায়। বলা হচ্ছে, ওই রোগী করোনায় আক্রান্ত ছিলেন। এ বিষয়ে ফ্রান্সের অ্যাভিসেনি এবং জিন-ভার্দিয়ার হাসপাতালের জরুরি মেডিসিন বিভাগের প্রধান ড কোহেন বলেন, তিনি ওই ব্যক্তির নমুনা আবার পরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে নিউমোনিয়ায় আক্রান্ত ওই ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন।

    গত ২৪ জানুয়ারি ফ্রান্সে প্রথম তিন জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়। চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়।

    করোনা: জাপানে ৩১ মে পর্যন্ত বাড়ছে জরুরি অবস্থা

    প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবিলায় দেশব্যাপী জরুরি অবস্থার মেয়াদ ৩১ মে পর্যন্ত বাড়ানোর প্রস্তুতি নিয়েছে জাপান সরকার।

    দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে এর আগে গত ৭ এপ্রিল টোকিও এবং আরো ছয়টি এলাকায় মাসব্যাপী জরুরি অবস্থা জারির ঘোষণা দেন। পরবর্তীতে তা পুরো দেশজুড়ে করা হয়। বুধবার ঔ জরুরি অবস্থার মেয়াদ শেষ হচ্ছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সংক্রমণ রোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার পর ধারণা করা হচ্ছে আবে ৩১ মে পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর ঘোষণা দেবেন।

    খবরে বলা হয়েছে, শিনজো আবে সোমবার দিনের শেষে সংবাদ সম্মেলনে সরকারি সিদ্ধান্তের ব্যাখ্যা দেবেন।

    এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১৫ হাজারেরও বেশি লোক, মারা গেছে ৫১০ জন।

    কোবে হাসপাতাল করোনাভাইরাস এন্টিবডি পরীক্ষা চালিয়েছে

    পশ্চিম জাপানের কোবে শহরের একটি হাসপাতাল এটি খুঁজে পেয়েছে যে তাদের বহির্বিভাগের রোগীদের মধ্যে প্রায় ৩ শতাংশ করোনাভাইরাস এন্টিবডি বহন করছেন যা কোন এক সময়ে তাদের সংক্রমিত হবার ইঙ্গিত দেয়।

    মূলত, কোবে সিটি মেডিক্যাল সেন্টার জেনারেল হাসপাতালের চিকিৎসকদের একটি গ্রুপ মার্চের শেষ দিকে থেকে এপ্রিলের শুরুর দিক পর্যন্ত করোনাভাইরাসের উপসর্গ ব্যতিরেকে অন্যান্য কারণে ঐ হাসপাতালে আসা রোগীদের কাছে থেকে ১ হাজার রক্তের নমুনা সংগ্রহ করে।

    তার মধ্যে ৩৩টি নমুনা বা ৩.৩ শতাংশের এন্টিবডি পরীক্ষায় ইতিবাচক ফল এসেছে।

    তবে, ঐ চিকিৎসকরা এটি উল্লেখ করেছেন যে পরীক্ষার পুঙ্খানুপুংখতার প্রশ্ন এবং শুধুমাত্র হাসপাতালের বহির্বিভাগে আসা রোগীদের কাছে থেকে নমুনা সংগ্রহের কারণে তাদের প্রাপ্ত ফলাফলের প্রভাবের ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে।

    তবে, তারা বলছেন যে কোবের জনসংখ্যার উপর তাদের প্রাপ্ত শতাংশ প্রয়োগ করলে এই ইঙ্গিত পাওয়া যায় যে শহরের প্রায় ৫০ হাজার মানুষ ইতিমধ্যেই সংক্রমিত হয়েছেন।

    হাসপাতালটির প্রধান কিহারা ইয়াসুকি শনিবার বলেন যে ধারণার চাইতে আরও অনেক বেশি সংক্রমিত হবার সম্ভাবনা আছে এবং এর ফলস্বরূপ তারা এই এন্টিবডি বহন করছেন।

    জাপানের জরুরি অবস্থা সম্প্রসারণের প্রস্তুতি

    জাপান সরকার, সোমবার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণের আগে সারা দেশব্যাপী পরিকল্পিত জরুরি অবস্থার মেয়াদ সম্প্রসারণের বিস্তারিত বিষয়াদি চূড়ান্ত করে নিচ্ছে।

    শুক্রবার প্রধানমন্ত্রী আবে শিনযো, করোনাভাইরাসের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের লক্ষ্যে বর্তমান অবস্থা বজায় রাখতে তার সরকারের পরিকল্পনার বিষয়ে জানান। উল্লেখ্য, আগামী বুধবার বর্তমান জরুরি অবস্থার মেয়াদ শেষ হবে।

    শুক্রবার দিনের প্রথমভাগে সরকারের গঠিত বিশেষজ্ঞদের একটি প্যানেল, নতুন সংক্রমণের সংখ্যায় নিম্নমুখী প্রবণতা প্রতীয়মান হচ্ছে বলে উল্লেখ করেন। এতে, মানুষের সাথে মানুষের সংস্পর্শতা ৮০ শতাংশ হ্রাস করার লক্ষ্যের বিষয়ে বিভিন্ন বয়স ও অঞ্চল ভেদে মিশ্র ফলাফল দেখা যাচ্ছে বলেও উল্লেখ করা হয়।

    সংক্রমণের সংখ্যার পরিবর্তন এবং প্রত্যেক অঞ্চলের স্বাস্থ্য সেবা ব্যবস্থার পরিস্থিতির উপর ভিত্তি করে জরুরি অবস্থার মেয়াদ সম্প্রসারণের সময়সীমা নির্ভর করবে।

    অপর একটি বিষয় হচ্ছে, বর্তমানে বিশেষ সতর্ক অঞ্চল হিসেবে চিহ্নিত টোকিও ও অপর ১২টি জেলার সঙ্গে আরও জেলা অন্তর্ভুক্ত করা হবে কিনা।

    কানাডার ইতিহাসে প্রথমবারের মত আজান দেয়ার অনুমতি

    কানাডার ইতিহাসে প্রথমবারের মতো মসজিদের মাইক থেকে আজান প্রচার করার অনুমতি পেয়েছেন দেশটির মুসলিমরা। কানাডার কয়েকটি শহরে পবিত্র রমজান মাসের জন্য এই অনুমতি দেয়া হয়েছে।

    এখন থেকে দেশটির রাজধানী অটোয়ার পাশাপাশি টরেন্টো, এডমন্টন ও হ্যামিল্টন শহরের মসজিদগুলো থেকে জোহর, আসর ও মাগরিবের নামাজের আজান দেয়া যাবে। এসব অঞ্চলের পৌরসভা কর্তৃপক্ষের পক্ষ থেকে এই অনুমতি দেয়া হয়েছে।

    হ্যামিল্টন শহরের ‘মাউন্টেন’ মসজিদের ইমাম সাইয়েদ তরা বলেন, কানাডায় বসবাসরত মুসলমানদের জন্য আজকের দিনটি ঐতিহাসিক।

    তিনি আরও বলেন, আজান আল্লাহর আহবান যিনি মানুষকে ইবাদতের জন্য আমন্ত্রণ জানান। এতে আমাদের প্রত্যেকের সাড়া দেওয়া গুরুত্বপূর্ণ।

    ডেইলি সাবাহ’র প্রতিবেদনে বলা হয়েছে, মুসলিম নাগরিকদের অনুরোধের প্রেক্ষিতে রমজান মাস উপলক্ষে এই আজান দেওয়ার অনুমতি দেয়া হয়েছে। রমজান শেষ হওয়ার পর কোনো মসজিদ থেকে আর আজান দেয়া যাবে না।

    তবে সাইয়েদ তরা জানান, রমজানের পরও যেন আজান প্রচার করা যায় ও কানাডার প্রতিটি শহর যাতে এ ধরনের অনুমতি পায় সে চেষ্টা চলছে । আনাতোলি, ডেইলি সাবাহ, পার্স টুডে।

    করোনা: ভাইরাস ‘ঠেকাতে’ গাড়ি

    ভাইরাস ঠেকানোর ব্যবস্থা সম্বলিত গাড়ি বাজারে ছেড়েছে চীনে গাড়ি নির্মাতারা। বলা হচ্ছে, নতুন মডেলের এই গাড়িগুলোতে থাকছে ফেস মাস্ক পরলে যে মাত্রার সুরক্ষা পাওয়া যায় গাড়ির ভেতর সেরকম ব্যবস্থার প্রতিশ্রুতি।

    চীনের কয়েকটি বড় গাড়ি নির্মাতা সংস্থা এধরনের গাড়ি বাজারে ছেড়েছে। এর মধ্যে আছে গিলি নামে একটি সংস্থা যারা লন্ডনের রাস্তায় চলা কালো ট্যাক্সি বানায়।

    গিলি নামের কোম্পানিটি প্রথম ভাইরাস প্রতিরোধী ব্যবস্থা সম্বলিত তাদের গাড়িটি বাজারে চালু করেছে। বড় শহরে বায়ু দূষণ থেকে মোটরগাড়ির চালকরা কীভাবে সুরক্ষা পেতে পারেন তা নিয়ে কিছু কাজ তারা আগেই করেছিল।

    তাদের এই কাজের নাম ছিল ‘স্বাস্থ্যকর গাড়ি প্রকল্প’। এর লক্ষ্য ছিল বাতাসের ক্ষুদ্রাতিক্ষুদ্র দূষণকণা যাতে গাড়ির ভেতরে ঢুকতে না পারে এবং গাড়ির চালক ও যাত্রীদের শরীরে এসব বিষাক্ত পদার্থ যাতে নি:শ্বাসের সঙ্গে না ঢোকে এমন প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করা।

    গিলি এমন জীবাণু প্রতিরোধী পদার্থ তৈরি করছে যাতে গাড়ির ভেতরের জিনিসপত্র এবং গাড়ির দরোজার হ্যান্ডেল জীবাণু মুক্ত থাকে।

    গিলির এক মুখপাত্র জানান, অনেক গাড়ির চালক তাদের গাড়িতে লম্বা সময় কাটান, অনেকের কাছে তাদের গাড়ি তাদের ‘দ্বিতীয় বাড়ি’, কাজেই স্বাস্থ্যসম্মত গাড়ি বানাতে পারলে উন্নত জীবনমানের জন্য সেই গাড়ির চাহিদা বাজারে বাড়বে।

    তিনি বলেন, তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যই হবে গাড়িতে চালক ও যাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার উপকরণ রাখা।

    বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ ব্র্যান্ড এমজির মালিক সংস্থা এসএআইসি আরও একটি বাড়তি ফিচার যোগ করেছে তাদের গাড়িতে। এতে গাড়ির ভেতর একটি অতিবেগুনি রশ্মির বাতি ব্যবহার করে গাড়ির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার মাধ্যমে গাড়ির ভেতরের বাতাসকে জীবাণুমুক্ত করা যাবে।

    প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান গুয়ানঝু অটোমোবাইল তাদের বেশ কয়েকটি নতুন মডেলে তিন ধাপের বাতাস জীবাণুমুক্ত করার ব্যবস্থা বসিয়েছে।

    তবে একটি গবেষণা সংস্থা ফ্রস্ট অ্যান্ড সালিভান বলছে এসব নতুন পদক্ষেপ শুধুই চটকদার।

    তবে সংস্থার একজন বিশেষজ্ঞ ভিভেক বৈদ্য বলেন, গাড়িকে আরও স্বাস্থ্য-সম্মত, ঝুঁকিমুক্ত করে তোলার অবশ্যই একটা প্রয়াস চলছে। গাড়িতে এসব নতুন সংযোজনের কাজ আগে থেকেই চলছিল। কিন্তু কোভিড নাইনটিনের পর এগুলোকে সামনে আনা অবশ্যই বিক্রিবাটা বাড়ানোর একটা চেষ্টা।

    তবে বিষয়টাকে চটকদার বলা মানতে নারাজ চীনের মার্কেট রিসার্চ গ্রুপের নির্বাহী পরিচালক শন রিয়েন। বিবিসি।

    রাশিয়ার প্রধানমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত

    রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিন জানিয়েছেন, পরীক্ষায় তার দেহে করোনাভাইরাস সনাক্ত হয়েছে।

    বৃহস্পতিবার এক ভিডিও কনফারেন্সে তিনি পরীক্ষার এই ফলাফলের কথা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানান।

    মিশুস্তিন, মস্কো’র করোনা নিয়ন্ত্রণ পদক্ষেপ সংক্রান্ত কাজে নেতৃত্ব দিয়ে আসছিলেন। জানুয়ারি মাসে দিমিত্রি মেদভেদেভ ও তার মন্ত্রিসভা পদত্যাগ করার পর মিশুস্তিন প্রধানমন্ত্রীর পদে আসীন হন।

    পুতিন তাকে এই বলে আশ্বস্ত করেন যে ভাইরাসটিতে সংক্রমিত যে কেউই হতে পারেন। এতদিন সুষ্ঠুভাবে কাজ করার জন্য পুতিন তাকে ধন্যবাদ জানান।

    চিকিৎসার জন্য মিশুস্তিন হাসপাতালে যতদিন থাকবেন, ততদিন তার কাজের দায়িত্বভার প্রথম উপপ্রধানমন্ত্রী নেবেন বলে ধারণা করা হচ্ছে।

    মার্কিন যুক্তরাষ্ট্রের জনস্‌ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া খবরে প্রকাশ, রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমণের মোট সংখ্যা বৃহস্পতিবার ১ লক্ষ ছাড়িয়ে গিয়েছে, যা পৃথিবীতে অষ্টম সর্বোচ্চ।

    করোনায় প্রাণ হারিয়েছে ২ লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ

    প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন প্রায় ৩২ লাখ মানুষ। আর মৃত্যু বরণ করেছে ২ লাখ ২৭ হাজারেরও বেশি মানুষ । তবে সুস্থ হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। বৃহস্পতিবার জনস হপকিনস ইউনিভার্সিটি এ তথ্য জানায়।

    জনস হপকিনসের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনায় আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৯৩ হাজার ৯৬১ জন এবং মারা গেছেন ২ লাখ ২৭ হাজার ৬৪৪ জন। এ ছাড়া, সুস্থ হয়েছেন ৯ লাখ ৭২ হাজার ৭৪১ জন।

    করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ৯০৯ জন এবং মৃত্যু হয়েছে ৬০ হাজার ৯৬৬ জনের। সুস্থ হয়েছেন ১ লাখ ২০ হাজার ৭২০ জন।

    দ্বিতীয় অবস্থানে থাকা স্পেনে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৮৯৯ জন এবং মারা গেছেন ২৪ হাজার ২৭৫ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৩২ হাজার ৯২৯ জন।

    মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্রে পর সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ইতালিতে। এখানে এখন পর্যন্ত ২৭ হাজার ৬৮২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫৯১ জন। সুস্থ হয়েছেন ৭১ হাজার ২৫২ জন।

    এদিকে, যুক্তরাজ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৪৪১ জন, মারা গেছেন ২৬ হাজার ১৬৬ জন এবং সুস্থ হয়েছেন ৮৫৭ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৫৪৩ জন, মারা গেছেন ২৪ হাজার ১২১ জন এবং সুস্থ হয়েছেন ৪৯ হাজার ১১৮ জন।

    সেপ্টেম্বর মাস থেকে শিক্ষাবর্ষ শুরু করা বিবেচনা করে দেখবে জাপান সরকার

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো বলেছেন শিক্ষাবর্ষের শুরু এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসে বদল করে নেয়া হবে কিনা তা বিবেচনা করে দেখার বেলায় নানারকম বিকল্প তার সরকার যাচাই করে দেখবে।

    বুধবার সংসদের নিম্ন কক্ষের বাজেট কমিটির এক বৈঠকে এই রদবদলের আহ্বান নিয়ে আবে মন্তব্য করেন। করোনাভাইরাস মহামারির ফলে শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় কিছু কিছু জেলা গভর্নর ও বিরোধী দল চাইছে শিক্ষাবর্ষের শুরু যেন সেপ্টেম্বর মাসে পিছিয়ে দেয়া হয়।

    আবে বলেছেন কিছু লোকজন যে বিচক্ষণতা প্রদর্শনের আহ্বান জানাচ্ছেন সে বিষয়ে তিনি অবগত আছেন, তবে নানারকম বিকল্প পরীক্ষা করে দেখায় আগ্রহী থাকার ইঙ্গিত তিনি দেন।

    এই ধারণা সমর্থন করা সরকার ও ক্ষমতাসীন শিবিরের কর্মকর্তারা বলছেন এই রদবদল স্কুল বন্ধ রাখার ফলে শিক্ষা ব্যাহত হওয়ার ক্ষতি পূরণ করে নেয়া সম্ভব করে তুলবে এবং শিক্ষার সুযোগে দেখা দেয়া ব্যবধান দূর করবে।

    তারা আরও বলছেন জাপানিদের জন্য এটা শরৎকালে শিক্ষাবর্ষ শুরু হওয়া বিদেশে লেখাপড়া করা সহজ করে তুলবে।