• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিতর্কিত এলাকার নামবদল নিয়ে চীন-জাপান উত্তেজনা

    পূর্ব চীন সাগরের কয়েকটি দ্বীপকে চীন ও জাপান নিজেদের মনে করে। জাপানিরা এই দ্বীপগুলোকে সেনকাকু বলে ডাকে। আর চীনাদের কাছে এগুলো পরিচিত তিয়াওইউ নামে। জাপানের ইশিগাকি শহরের একটি প্রশাসনিক অঞ্চল হচ্ছে টোনোশিরো। সেনকাকু দ্বীপগুলো এই অঞ্চলের অন্তর্গত।

    তাই সম্প্রতি এই অঞ্চলটির নাম পরিবর্তন করে টোনোশিরো সেনকাকু করা হয়েছে। পহেলা অক্টোবর থেকে এই নাম ব্যবহার শুরু হবে। কিন্তু এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত মেনে নিতে পারছে না চীন।

    চীনের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এই বিল চীনের সার্বভৌমত্বের প্রতি বড় চ্যালেঞ্জ যা অবৈধ। এই দ্বীপ যে চীনের অন্তর্গত তিয়াওইউ দ্বীপ, সে বিষয়ে কোনো বদল এই বিলের ফলে হবে না।

    মন্ত্রণালয়ের পক্ষে ঝাও লিঝিয়ান বলেন, চীন তার সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে অবিচল। এ বিষয়ে জাপানের কাছে নালিশও জানিয়েছে তারা। এদিকে সেনকাকু দ্বীপের আরেক দাবিদার তাইওয়ানও জাপানের নামবদলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। -ডয়চেভেলে

    বিভিন্ন দেশের প্রতি ভাইরাস রোধী পদক্ষেপ গ্রহণ বৃদ্ধি করার আহ্বান ডব্লিউএইচও’র

    বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও আবারও করোনাভাইরাস রোধী পদক্ষেপ জোরদার করার জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে।

    ডব্লিউএইচও’র মহাপরিচালক তেদ্রোস অ্যাডহানোম ঘেব্রেইসাস সোমবার জেনেভায় সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ নতুন করে সংক্রমিত হওয়ার ঘটনা ১ লক্ষ ৮৩ হাজার ছাড়িয়ে গেছে বলে রবিবার তার সংস্থায় জানানো হয়।

    তিনি সন্দেহজনক ঘটনা পরীক্ষণ, সংক্রমিতদের বিচ্ছিন্নকরণ এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণ সহ ভাইরাস রোধী পদক্ষেপসমূহ জোরদার করার জন্য বিভিন্ন দেশের প্রতি আবারও আহ্বান জানান।

    ডব্লিউএইচও’র জরুরি স্বাস্থ্য কর্মসূচিসমূহের প্রধান মাইক রায়ান আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং অন্যান্য জন-অধ্যুষিত দেশে সংক্রমণ বেড়ে চলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

    তিনি বলেন, “এই বৈশ্বিক মহামারী এখন একই সময়ে বেশ কিছু বড় বড় দেশে তুঙ্গে রয়েছে বা শীর্ষের দিকে এগিয়ে যাচ্ছে”।

    এদিকে, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষ ছাড়িয়ে গেছে।

    যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় প্রণীত সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, সোমবার আন্তর্জাতিকমান সময় সন্ধ্যা ৬টা পর্যন্ত সংক্রমিত ব্যক্তির সংখ্যা ছিল ৯০ লক্ষ ৬ হাজার ৭৫৭। মৃতের সংখ্যা দাঁড়ায় ৪ লক্ষ ৬৯ হাজার ২২০।