• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনার মহামারিতে মানসিক সমস্যায় পড়ছে ‍শিশুরা

    প্রাণঘাতী করোনা ভাইরাসের থাবায় প্রতিদিন লাখো মানুষ আক্রান্ত হচ্ছেন। প্রতিদিন প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। এর মধ্যে মানসিক ঝুঁকিতে পড়ছেন শিশুরা। করোনায় আক্রান্ত হওয়ার মতো প্রতিদিনই গুরুতর মানসিক সমস্যায় পড়ছেন কোমলমতী শিশুরা।

    ব্রিটেনের একটি দাতব্য সংস্থা এ বিষয়ে সতর্কতা জানিয়ে বলেছেন, করোনা ভাইরাস মহামারির কারণে শিশুদের মধ্যে গুরুতর মানসিক সমস্যা তৈরি হচ্ছে।

    চাইল্ডহুড ট্রাস্ট নামক ওই সংস্থাটি তাদের রিপোর্টে জানিয়েছে, করোনার প্রাদুর্ভাবে অত্যন্ত নাজুক অবস্থায় পড়েছে বিশ্বের লাখ লাখ শিশু।

    সংস্থাটির গবেষণায় বলা হয়েছে, প্রতিদিনই শিশুরা নতুন মানসিক চাপে পড়ছে। বিশেষ করে তাদের প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে তাদের মধ্যে উদ্বেগও দেখা দিচ্ছে। বিশ্বের বহু শিশু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং ক্ষুধায় ভুগছে।

    এদিকে, ইন্টারনেট ব্যবহারের সুযোগ না থাকার কারণে অনেক শিশু সমাজের অন্যান্য শিশুদের তুলনায় পিছিয়ে পড়ছে। বিবিসি।

    ওকিনাওয়ায় সেনকাকু দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত থাকা এলাকার নাম পরিবর্তন

    দক্ষিণ জাপানের ওকিনাওয়া জেলায় অবস্থিত ইশিগাকি শহরের আইন পরিষদ “সেনকাকু” নামটি যোগ করার জন্য সেনকাকু দ্বীপপুঞ্জ অন্তর্ভুক্ত থাকা একটি প্রশাসনিক এলাকার নাম পরিবর্তনে একটি বিল পাশ করেছে।

    জাপান ঐ দ্বীপপুঞ্জ নিয়ন্ত্রণ করে থাকে। জাপান সরকার এই দাবি বজায় রেখে চলেছে যে দ্বীপসমূহ জাপানের নিজস্ব ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ। চীন ও তাইওয়ানও সেগুলো নিজেদের বলে দাবি করে থাকে।

    এই দ্বীপপুঞ্জ ইশিগাকি জেলার প্রশাসনিক এলাকার আওতাভুক্ত।

    সোমবার সংখ্যাগরিষ্ঠের ভোটে প্রস্তাবটি অনুমোদিত হয়। বর্তমানে, ঐ দ্বীপসমূহের প্রশাসনিক নাম “তোনোশিরো”।

    আগামী অক্টোবর মাসের প্রথম দিন থেকে এটি “তোনোশিরো সেনকাকু”তে পরিবর্তিত হবে।

    বিলটিতে এটি ব্যাখ্যা করা হয়েছে যে ইশিগাকি শহরের আরেকটি স্থানও “তোনোশিরো” নামটি ব্যবহার করায় প্রশাসনিক কাজের ভুল এড়াতে এই পরিবর্তন করা হয়েছে।

    উল্লেখ্য, এই পদক্ষেপ এমন সময় নেয়া হল যখন চীনা উপকূল রক্ষী বাহিনীর জাহাজসমূহ বারংবার ঐ দ্বীপপুঞ্জের অদূরে জাপানের নিজস্ব জলসীমায় অনুপ্রবেশ করে চলেছে।

    এপ্রিল মাসের ১৪ তারিখ থেকে পরপর ৭০ দিন জাপানের নিজস্ব জলসীমার লাগোয়া অঞ্চল দিয়ে চীনা জাহাজ চলাচল করে আসছে।

    এদিকে, তাইওয়ানের কিছু ব্যক্তিও ইশিগাকি আইন পরিষদের এই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে।