• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বিশ্ব বিপজ্জনক পর্যায়ে: ডব্লিউএইচও

    বিশ্ব এক নতুন এবং বিপজ্জনক পর্যায়ে আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়াসুস শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

    তিনি বলেন, এটা ঠিক বহু লোক ঘরে থাকতে এখন বিরক্ত। অনেক দেশ তাদের অর্থনীতি ও সামাজিক কর্মকাণ্ড খুলে দিতে ইচ্ছুক। কিন্তু ভাইরাসটি দ্রুত গতিতে ছড়াচ্ছে, এটি এখনো প্রাণঘাতী এবং অনেক মানুষ এখনো সংবেদনশীল।

    এছাড়া গত এক দিনে এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ বিশ্বব্যাপী করোনায় শনাক্ত হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও। যা একদিনে এখন পর্যন্ত সর্বোচ্চ।

    টেড্রোস আধানম জানান, শনাক্তদের প্রায় অর্ধেক আমেরিকার, এছাড়া বহু সংখ্যক দক্ষিণ এশিয়ার এবং মধ্য প্রাচ্যের।

    সামাজিক দূরত্ব মেনে চলতে, অসুস্থ হলে ঘরে থাকতে এবং প্রয়োজন অনুসারে মাস্ক পরতে এবং বারবার হাত ধুইতে আহ্বান জানায় সংস্থাটি। সিএনএন।

    জাপান এবং ভিয়েতনাম ব্যবসায়িক ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করবে

    জাপানের পররাষ্ট্র মন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন যে, জাপান এবং ভিয়েতনাম নির্দিষ্ট কিছু শর্তের অধীনে পর্যায়ক্রমে দু’দেশের মধ্যেকার ব্যবসায়িক ভ্রমণ আবার শুরু করার জন্য অনুমতি দিতে রাজি হয়েছে।

    শুক্রবারে মন্ত্রিপরিষদের এক বৈঠকের পরে মোতেগি এই পদক্ষেপের কথা ঘোষণা করেন। করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝে সরকার দেশে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা শুরু করার পরে এটিই হচ্ছে প্রথম এ ধরনের পদক্ষেপ।

    যেসব দেশে এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে ধারণা করা হচ্ছে সেইসব দেশের ব্যবসায়িদের জাপানে প্রবেশের জন্য বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত সরকার বৃহস্পতিবার নেয়। ভ্রমণকারীদের জন্য দেশে প্রবেশের আগে এবং প্রবেশের মুহূর্তে পিসিআর পরীক্ষা অপরিহার্য করা হয়। তাদের পিসিআর পরীক্ষার ফলাফল অবশ্যই নেগেটিভ হতে হবে এবং তাদেরকে আরও কিছু শর্ত পূরণ করতে হবে।

    জাপান ভিয়েতনামকে একটি কৌশলগত কূটনৈতিক অংশীদার হিসেবে মনে করে যেখানে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে রয়েছে।