• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • করোনা থেকে বাঁচাতে তৈরি হলো ৭৫ সাইজের জুতা!

    করোনা বিপর্যস্ত দেশের অর্থনীতি চাঙ্গা করতে ‘আনলক-১’ পর্ব শুরু হয়েছে ভারতে। ভারতেই আগেই এই পথে পা বাড়িয়েছে আরও অনেক দেশ। কিন্তু পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখবেন কী করে! পা মেপে মেপে কাহাতক চলা সম্ভব!

    কিন্তু অসম্ভবকে সম্ভব না করলে যে বিপদ আরও বাড়বে! তাই এক অভিনব উপায় কাজে লাগিয়ে সমাধান বের করেছেন রোমানিয়ার এক জুতা তৈরির কারিগর। পায়ে পায়ে সামাজিক দূরত্ব বজায় রাখতে তিনি বানিয়ে ফেলেছেন প্রায় আড়াই ফুট (২৯.৫৩ ইঞ্চি) লম্বা জুতা! এই জুতা পরে দু’জন মুখোমুখি দাঁড়ালে প্রায় দেড় মিটার দূরত্ব তৈরি হবে। অর্থাৎ, প্রায় ৫৯ ইঞ্চি (প্রায় ৫ ফুট) দূরত্ব তৈরি হবে ওই দু’জনের মধ্যে।

    সাইজ হিসাবে বলতে গেলে এটি ৭৫ নম্বর সাইজের জুতা। পথে-ঘাটে বেরিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার একেবারে মোক্ষম দাওয়াই! যিনি এই বিশেষ জুতা বানিয়েছেন তাঁর নাম গ্রেগর লুপ। দেখতে অদ্ভূত হলেও সেখানে নাকি ইতিমধ্যেই এই জুতোর বেশ চাহিদা তৈরি হয়েছে। বিশেষ এই জুতোর নাম দেওয়া হয়েছে ‘সোশ্যাল ডিসটেন্সিং শু’!

     

    কোভিড-১৯ এর টিকা পরিকল্পনা উন্মোচন জাপানের

    করোনাভাইরাস টিকার প্রায়োগিক ব্যবহারের জন্য প্রয়োজনীয় সময় কমিয়ে আনতে একটি পরিকল্পনা প্রণয়ন করেছে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    এই পরিকল্পনায়, টিকার জন্য গবেষণা ও উন্নয়নের পাশাপাশি একই সময়ে এর উৎপাদনের প্রসারে পুরো প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে চাইছে।

    স্বাস্থ্য মন্ত্রণালয়, চলতি অর্থবছরের প্রস্তাবিত দ্বিতীয় সম্পূরক বাজেটে এই টিকা উন্নয়নের সাথে সংশ্লিষ্ট ইন্সটিটিউটগুলোকে ৫০০০ কোটি ইয়েন বা ৪৫ কোটি ৫০ লক্ষ ডলার ভর্তুকি দেয়ার জন্য নির্ধারণ করেছে।

    মন্ত্রণালয়, এছাড়া বেসরকারি কোম্পানিগুলোকে উৎপাদন স্থাপনায় বিনিয়োগে উৎসাহিত করার জন্য অতিরিক্ত বাজেটে প্রায় ১শ ৩০ কোটি ডলার বরাদ্দ রেখেছে।

    একটি টিকার উন্নয়ন ও এর গণ উৎপাদনে সাধারণত কয়েক বছর লেগে যায়।

    তবে, মন্ত্রণায়ের কর্মকর্তারা বলছেন যে তারা এই সময় যথেষ্ট কমিয়ে আনার প্রত্যাশা করছেন।

    মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষমতাসীন দলগুলোকে বলেছেন যে, তাঁরা আগামী বছরের প্রথমার্ধে জনগণকে করোনাভাইরাসের টিকা দেয়া শুরুর প্রত্যাশা করছেন।

    সেই লক্ষ্যে কর্মকর্তারা উৎপাদন ব্যবস্থা নির্মাণের পাশাপাশি টিকার অনুমোদন পেতে সহায়তা করার পরিকল্পনা করছেন।