• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কোভিড-১৯ টিকা প্রকল্পে ৩০ কোটি ডলার প্রদানের প্রতিশ্রুতি জাপানের

    জাপানের প্রধানমন্ত্রী আবে শিনযো করোনাভাইরাসের একটি টিকা উন্নয়নে এক আন্তর্জাতিক সংগঠনকে সাহায্য করার জন্য ৩০ কোটি মার্কিন ডলার প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।

    আবে বৃহস্পতিবার টিকা উন্নয়নের জোট, গ্যাভি আয়োজিত এক অনলাইন সম্মেলনের এক ভিডিও বার্তায় এই প্রতিশ্রুতি দেন। এই সংগঠনটি উন্নয়নশীল দেশগুলোর জনগণের রোগ-প্রতিরোধ শক্তি বাড়ানোয় সাহায্য করে থাকে।

    আবে এও বলেন, মোট প্রদেয় অর্থের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গতমাসে জাপানের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের সাথে অতিরিক্ত আরও ২০ কোটি ডলার।

    আবে বলেন, “মানবজাতির সমস্ত জ্ঞান সংগ্রহ করে টিকার উন্নয়ন অগ্রসরমান রয়েছে”। তিনি আরও বলেন, “টিকা হাতে আসার পর উন্নয়নশীল দেশগুলোতে দ্রুত এগুলো বিতরণের জন্য আমাদের সবদিক দিয়ে প্রস্তুত থাকার প্রয়োজন রয়েছে”।

    ফিজি করোনামুক্ত

    Posted by admin on June 5
    Posted in Uncategorized 

    ফিজি করোনামুক্ত

    প্রাণঘাতী করোনা ভাইরাসকে রুখে দিতে সক্ষম হয়েছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ ফিজি। শুক্রবার দেশটির সরকারের পক্ষ থেকে বল হয়, ফিজি পুরোপুরি করোনামুক্ত।

    করোনামুক্তি নিয়ে ফিজির প্রধান মন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামা টুইটারে বলেছেন,প্রয়োজনীয় পদক্ষেপ, কঠোর পরিশ্রম ও বিজ্ঞানসম্মত পদক্ষেপের কারণেই এই ভাইরাস থেকে দেশ মুক্তি পেয়েছে। আমরা করোনায় আক্রান্ত শেষ চারজন রোগীকেও ছেড়ে দিয়েছি। এরপরও আমরা প্রতিদিনই আমরা টেস্টের পরিমাণ বাড়াচ্ছি। সবশেষ ৪৫ দিন আগে আমরা শেষ করোনায় আক্রান্ত রোগী পেয়েছিলাম। এই রোগে আমাদের কারোর মৃত্যু হয়নি, সুস্থতার হার ১০০ ভাগ।

    করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতেই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপদেশগুলো অনেক বেশি আক্রান্ত হতে পারে বলে ধারণা করা হচ্ছিল। কেননা এসব দেশের স্বাস্থ্য অবকাঠামো তেমন মজবুত নয়। তাছাড়া দেশগুলোতে ডায়াবেটিস ও হৃদ্‌রোগ সংক্রান্ত রোগে মৃত্যু হার এমনিতেই বেশি।