• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বৃহস্পতি গ্রহের নতুন ছবি পেলেন বিজ্ঞানীরা

    সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতির অসাধারণ কিছু নতুন ছবি পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। সে সব ছবি প্রকাশ করা হয়েছে।

    বিবিসির খবরে বলা হয়, সে সব ছবিতে গ্রহটির বিশাল গ্যাস স্তরের নীচে উষ্ণ ঝলমলে অঞ্চলগুলো ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে অবস্থিত জেমিনি নর্থ টেলিস্কোপের ইনফ্রারেড থেকে এসব ছবি পাওয়া গেছে।

    পৃথিবীতে থেকে বৃহস্পতি গ্রহের তোলা এটাই সবচেয়ে সূক্ষ্ম পর্যবেক্ষণ।

    গ্রহটির ছবির এই রেজোল্যুশন পাওয়ার জন্য বিজ্ঞানীরা ‘লাকি ইমেজিং’ নামে একটি প্রযুক্তি ব্যবহার করেছেন। যা পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতর দিয়ে দেখার সময় যে ঝাপসা ভাবটি আসে, তা দূর করে দেয়।

    বিজ্ঞানীরা পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করছেন যে, এই গ্রহটির বিশাল গ্যাসস্তর নির্ভর আবহাওয়া কীভাবে তৈরি হয়েছে এবং টিকে রয়েছে। বিশেষ করে কয়েক দশক, এমনকি শতাব্দী জুড়ে কীভাবে সেখানকার দুর্দান্ত ঝড়গুলো অব্যাহত থাকে।

    গ্রহটিতে যে বিশাল লাল বিন্দু দেখা যায়, সেটা হলো বিশাল ঝড় ভরটেক্স, যা পৃথিবীর চেয়ে বেশি প্রশস্ত

    ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার একটি গবেষণার অংশ হিসেবে এই ইনফ্রারেড ছবিগুলো পাওয়া গেছে। এটি এটি যৌথ গবেষণা কর্মসূচির অংশ।

    কর্মসূচিতে হাবল টেলিস্কোপের পাশাপাশি জুনো মহাকাশযান সম্পৃক্ত রয়েছে, যেটি সৌরমণ্ডলের এই পঞ্চম গ্রহটি ঘিরে প্রদক্ষিণ করছে।

    বৃহস্পতি গ্রহ পৃথিবীর তুলনায় ১১ গুণ প্রশস্ত এবং ৩শ’ গুণ বেশি বড়। সূর্যকে প্রদক্ষিণ করতে এটি পৃথিবীর হিসাবে ১২ বছর সময় লাগে। এর একেকটি দিন ১০ ঘণ্টার।

     

    স্পেসএক্সের মানুষ সহ সফল মহাকাশ যান উৎক্ষেপণ

    দুই জন মার্কিন নভোচারীকে নিয়ে যুক্তরাষ্ট্রের একটি মহাকাশ যান আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসের দিকে যাত্রা শুরু করেছে। দি ক্রু ড্রাগন হল আইএসএসের দিকে রওয়ানা হওয়া প্রথম মানুষের উপস্থিতি থাকা বেসরকারি মহাকাশ যান।

    মার্কিন কোম্পানি স্পেসএক্সের উন্নয়ন করা মহাকাশ যানটি ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে শনিবার ফ্যালকন ৯ রকেটের সাথে যুক্ত অবস্থায় উৎক্ষেপিত হয়।

    উৎক্ষেপণের ১২ মিনিট পর মহাকাশ যানটি রকেট থেকে বিচ্ছিন্ন হয়।

    দি ক্রু ড্রাগন নিজের ইঞ্জিন ব্যবহার করে রবিবার ৪শ কিলোমিটার উঁচুতে অবস্থিত আইএসএসে পৌঁছাবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    উল্লেখ্য, নাসা মানব পরিবহণে সক্ষম বেসরকারি মহাকাশ যান উন্নয়নে তহবিল যুগিয়ে আসছে।

    শনিবারের উৎক্ষেপণ ছিল ক্রু ড্রাগনের সর্বশেষ পরীক্ষা যেটি আইএসএসে পৌঁছানোর পর আবারও ফিরে আসবে।

    নাসা বলছে যে সর্বশেষ এই পরীক্ষা যদি সফল হয়, তবে তারা আগস্ট মাসের ৩০ তারিখ জাপানি নভোচারী নোগুচি সোইচি অন্তুর্ভুক্ত থাকা ক্রুদের নিয়ে সক্রিয় কার্যক্রম পরিচালনাকালীন পর্যায়ের প্রথম উৎক্ষেপণ করতে চায়।

    মহাকাশ শাটল বহরের চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এক্ষেত্রে একটি সফল যাত্রা হবে যুক্তরাষ্ট্রের জন্য নয় বছরের মধ্যে নিজেদের মহাকাশ যান ব্যবহার করে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে প্রথম নভোচারী পাঠানো।

    বর্তমানে নাসা আইএসএসে নভোচারী পাঠানোর জন্য রাশিয়ার সোয়ুয মহাকাশ যানের উপর নির্ভর করে।