• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • সেপ্টেম্বর মাস থেকে শিক্ষাবর্ষ শুরু করা নিয়ে তাড়াহুড়ো করবে না জাপান

    জাপান সরকার বলছে শিক্ষাবর্ষ এবছর কিংবা আগামী বছর এপ্রিল মাসের বদলে সেপ্টেম্বর থেকে শুরু করার একটি পরিকল্পনা কার্যত পরিত্যাগ করা হয়েছে। তবে সেরকম সম্ভাবনা পরীক্ষা করে দেখা অব্যাহত রাখার কথা একই সাথে বলা হয়।

    করোনাভাইরাস ছড়িয়ে পড়ার মুখে স্কুল বন্ধ থাকা অবস্থায় টোকিও ও অন্যান্য জেলার গভর্নররা এই পরিবর্তন বিবেচনা করা দেখতে চাইছিলেন।

    প্রধানমন্ত্রী আবে শিনযো মঙ্গলবার ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির একটি কর্ম পরিচালনা দলের কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছেন, যেখানে বলা হয়েছে তাড়াহুড়ো করে নতুন শিক্ষা কর্মসূচী প্রবর্তন করা কঠিন হবে। দল বলছে শিক্ষাবর্ষ শুরুর সময় বদল করে নেয়ায় জাতীয় পর্যায়ে সম্মতি এবং প্রস্তুতি নেয়ার সময়ের দরকার হবে।

    আবে উল্লেখ করেছেন যে সারা দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার পর ছাত্রদের শিক্ষাগত প্রয়োজনীয়তা মেটানো নিশ্চিত করে নিতে তার সরকার স্থানীয় বিভিন্ন কর্তৃপক্ষের সাথে কাজ করছে।

    জাপানের শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেয়ায় সাহায্য করার উপর মন্ত্রণালয় আপাতত মনোযোগ দেবে।

    সেপ্টেম্বর মাসে শিক্ষাবর্ষ শুরুর সমর্থকরা বলছে জাপানকে এটা অন্যান্য দেশের সাথে সম পর্যায়ে নিয়ে আসার মধ্যে দিয়ে আরও বেশি ছাত্রের বিদেশের বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন উৎসাহিত করবে এবং জাপানের বৈশ্বিক প্রতিযোগিতামূলক অবস্থান জোরদার করবে।

    নতুন সংক্রমণ বৃদ্ধি পেতে থাকায় সতর্ক অবস্থায় টোকিও

    কয়েক সপ্তাহের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের দৈনিক হিসাব সর্বোচ্চে পৌঁছে যাওয়া নিশ্চিত হওয়ার পর টোকিও মেট্রোপলিটন সরকারের কর্মকর্তারা সতর্কতা জারি করেছেন। টোকিও’র গভর্নর বলছেন এই সতর্কতা নগরবাসীদের মনোযোগ আকৃষ্ট করার একটি উপায় হলেও অর্থনীতি ধীরে পুনরায় খুলে দেয়ার পরিকল্পনার রদবদল এটা ঘটাবে না।

    সতর্কতা জারির চিহ্ন হিসেবে টোকিও উপসাগর এলাকার বিখ্যাত রেইনবো ব্রিজ ও সেই সাথে টোকিও মেট্রোপলিটন সরকারের ভবনের আলোকসজ্জা রঙধনুর সাত রঙ থেকে লালে বদল করে নেয়া হয়েছে।

    কর্মকর্তারা মঙ্গলবার রাজধানীতে নতুন ৩৪টি সংক্রমণ চিহ্নিত হওয়ার খবর দিয়েছেন। এটা হচ্ছে প্রায় তিন সপ্তাহের মধ্যে প্রথম এই সংখ্যার ৩০’এর সীমানা অতিক্রম করে যাওয়া।

    কেন্দ্রীয় সরকার টোকিও মেট্রোপলিটন এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার এক সপ্তাহ পর এই সংখ্যা বৃদ্ধি লক্ষ্য করা যায়। জরুরি অবস্থা তুলে নেয়া বন্ধ থাকা অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রতি নিয়ন্ত্রণ শিথিল শুরু করার অনুরোধ জানাতে জেলা সরকারকে উদ্বুদ্ধ করেছিল।

    কর্মকর্তারা এর পর থেকে পরিস্থিতির উপর নজর রাখছেন এবং বলছেন পরিস্থিতির অবনতি হচ্ছে।

    টোকিও’র গভর্নর কোইকে ইয়ুরিকো মঙ্গলবার বলেছেন, “কভিড-১৯’এর বিস্তার বন্ধ করে যাওয়ার সাথে সাথে সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করা আমরা অব্যাহত রাখতে চাই। সকল নগরবাসীর সহযোগিতা আমাদের প্রয়োজন হবে।”

    টোকিও’র কর্মকর্তারা বিশেষভাবে বার ও নাইট ক্লাবগুলোর সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন। নাইট ক্লাব ও বারে সংক্রমণের বিস্তার প্রতিহত করতে সরকার মঙ্গলবার একটি নির্দেশিকা নিয়ে বিশেষজ্ঞদের সাথে আলোচনা শুরু করেছে।