• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে ছুটির দিনে ট্রেন, বিমান ও মহাসড়কে ভ্রমণকারীদের ভিড়

    জাপানে বছর শেষের ভ্রমণকারীরা তাদের নিজ শহর ও ছুটির দিনের গন্তব্যে যাওয়ার ফলে ট্রেন, বিমান ও মহাসড়কে ভিড় লেগেই রয়েছে।

    জাপান রেলওয়ে গ্রুপ কোম্পানি বলছে প্রধান প্রধান শহর থেকে ছেড়ে যাওয়া শিনকানসেন বুলেট ট্রেনগুলো সোমবার প্রায় পুরোপুরি বুক করা ছিল।

    তোকাইদো এবং সানিয়ো লাইনে চলাচলকারী অনেক শিনকানসেন ট্রেনের সংরক্ষিত নয় এমন কামরাগুলোতে ধারণক্ষমতার পুরোটা কিংবা তার চাইতেও বেশি – কোন কোন ক্ষেত্রে তা ১৫০ শতাংশ পর্যন্ত ভর্তি ছিল। দুপুরের পর তোহোকু, ইয়ামাগাতা, জোয়েৎসু এবং হোকুরিকু লাইনের অনেক ট্রেন ছিল ১০০ শতাংশেরও বেশি আদর্শ ধারণ ক্ষমতায় পূর্ণ।

    ট্রেন পরিষেবা কোম্পানিগুলো বলছে, মঙ্গলবারেও এই ভিড় অব্যাহত থাকবে।

    বিমান পরিচালনা কোম্পানির কর্মকর্তারা বলছেন, সোমবার সারাদিন ধরে ছেড়ে টোকিও এবং ওসাকা থেকে যাওয়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর প্রায় পুরোটাই বুক করা ছিল এবং মঙ্গলবারেও এগুলোতে ভিড় থাকবে।

    জাপান সড়ক ট্রাফিক তথ্য কেন্দ্র জানিয়েছে, মহাসড়কগুলোতে যানজট ক্রমান্বয়ে কমে আসছে, তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ওকাইয়ামা জেলায় সানিয়ো একপ্রেস সড়কের বহির্গামী লেইনের ১৫ কিলোমিটার সড়কে যানজট দেখা গেছে।

    ট্রাফিক কর্মকর্তারা পূর্বাভাষ দিয়ে বলেছেন, অবকাশ কেন্দ্র এবং নিজ শহর থেকে বাড়িতে ফিরে আসা লোকজনের সংখ্যা শিনকানসেনের জন্য সর্বোচ্চ সীমায় পৌছবে শুক্র ও শনিবার, বিমানের জন্য বৃহস্পতি থেকে রবিবার এবং মহাসড়কগুলোর জন্য তা হবে শুক্রবার।

    নববর্ষ উপলক্ষে জাপানের নাগোইয়ায় বিশাল কেক উৎসব

    আগামী বছর সুস্বাস্থ্য এবং প্রচুর ফসল উৎপাদন নিশ্চিতে মধ্য জাপানের এক মন্দিরে বিরাট আকারের চালের কেক ভোগ দেয়া হয়েছে।

    নাগোইয়া শহরের আতসুতা জিঙ্গু মন্দিরে প্রতিবছর আইচি জেলার কৃষক এবং অন্যান্য বাসিন্দারা গোল আকারের চালের কেক ভোগ হিসেবে নিবেদন করেন।

    সোমবার চারটি কেক নিবেদন করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড়টির ব্যাস ১.৫ মিটার এবং ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম।

    জনগণ ঐতিহ্যবাহী সাদা কোট পরিধান করে শীতল বৃষ্টি উপেক্ষা করে মন্দিরের মূল হলে বিশাল আকারের চালের কেকগুলো নিয়ে আসে। পরে তারা হাততালি দিয়ে প্রার্থনা জানায়।

    চালের কেকটি মূল হলে জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত থাকবে। এরপর কাগামি বিরাকি বা চালের কেক ভাঙ্গা উৎসবের মাধ্যমে কেকগুলোকে টুকরো করা হবে এবং ঐতিহ্য অনুযায়ী ভক্তদের মধ্যে বিলিয়ে দেয়া হবে।