• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের মন্ত্রিপরিষদের নতুন পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন

    জাপানের মন্ত্রিপরিষদ ২০১১ সালের ভূমিকম্প ও ৎসুনামির পাশাপাশি ফুকুশিমা পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের জন্য একটি নতুন পরিকল্পনা অনুমোদন করেছে।

    মন্ত্রিপরিষদ শুক্রবার এই নীতিমালা অনুমোদন করে। বর্তমান পুনর্গঠন পরিকল্পনার মেয়াদ ২০২১ সালের মার্চ মাসে শেষ হয়ে যাবে।

    নতুন পরিকল্পনায় বলা হচ্ছে, পুনর্গঠন এজেন্সির কর্মকাণ্ড ১০ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করা হবে।

    এতে এও বলা হচ্ছে, ইওয়াতে ও মিইয়াগি জেলার পুনর্গঠন ব্যুরোগুলো দুর্যোগ সংক্রান্ত সমস্যা বেশি থাকা উপকূলীয় এলাকায় স্থানান্তরিত করা হবে।

    ভূমিকম্প ও ৎসুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য এই পরিকল্পনায় বলা হচ্ছে, সরকার ২০২৬ সাল পর্যন্ত ৫ বছরের মধ্যে অবশিষ্ট পুনর্গঠনের কাজ সম্পন্ন করার দিকে নজর দেবে।

    এতে এও বলা হচ্ছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হওয়া দুর্যোগে আক্রান্ত লোকজনের জন্য মানসিক সেবা এবং শিশুদের জন্য শিক্ষা সাহায্য ইত্যাদির মত প্রকল্প কিভাবে পরিচালনা করা হবে তা কর্মকর্তারা বিবেচনা করে দেখবেন। এতে আরও বলা হচ্ছে, সরকার এ প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

    পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায়, সরকার নির্মাণ প্রকল্পগুলো ২০৩১ সাল পর্যন্ত ১০ বছর অব্যাহত রাখবে। সরকার ৫ বছর পর এগুলো মূল্যায়ন করে দেখার পরিকল্পনাও করছে।

    সরকার আগামী বছর সংসদে প্রয়োজনীয় বিলগুলো উত্থাপন করার পরিকল্পনা করছে।

    জাপানের ফুতাবা’য় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে

    ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ২০১১ সালের মার্চ মাসে ঘটা পরমাণু দুর্ঘটনার পর থেকে এই স্থাপনাটি থাকা শহর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে।

    ফুতাবা শহর হচ্ছে একমাত্র শহর যেখানে দুর্ঘটনার পর থেকে এখনও এই নির্দেশ বলবৎ র‍য়েছে।

    সেখানকার এক বিশেষজ্ঞ প্যানেল জানাচ্ছে, এই শহরের উত্তর-পূর্ব এবং জেআর জোবান লাইনের ফুতাবা স্টেশনের কাছের একটি এলাকার পাশাপাশি এই দুই স্থানের সংযোগকারী সড়কের উপরে তেজস্ক্রিয়তার মাত্রা যথেষ্ট পরিমাণে কমে গেছে।

    সূত্রসমূহ জানাচ্ছে, জাপান সরকার, ফুকুশিমা জেলা এবং এই শহর তিনটি এলাকা থেকে ৪ঠা মার্চ এই নির্দেশ তুলে নেয়ার কথা বিবেচনা করছে। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী বৃহস্পতিবার একটি বৈঠকের আয়োজন করা হয়।

    এই নির্দেশ তুলে নেয়ার মধ্য দিয়ে, দুর্ঘটনার এক বছর পর এই জেলার ১১টি পৌরসভায় তেজস্ক্রিয়তার পর্যায়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা কেবল একটি প্রবেশ নিষেধ এলাকা ছাড়া ৩টি নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এলাকার সবগুলো থেকেই এই নির্দেশ তুলে নেয়া হবে।