• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপান কীভাবে পরিচ্ছন্ন দেশ হয়ে উঠল

    শিক্ষার্থীরা ধৈর্য সহকারে তাদের শিক্ষকের কথা শুনছে। শিক্ষকের শেষ কথাগুলো ছিল : ‘ওকে, সবাই শোনো আজকের ক্লিনিং রোস্টার। প্রথম ও দ্বিতীয় সারি শ্রেণিকক্ষ পরিষ্কার করবে। তৃতীয় ও চতুর্থ করিডোর, সিঁড়ি আর পঞ্চম লাইনে যারা আছ, তারা টয়লেটগুলো পরিষ্কার করবে।’ পঞ্চম সারি থেকে কিছুটা গুঞ্জনের শব্দ আসলেও শিশুরা উঠে দাঁড়াল এবং ক্লাসরুমের পেছনে রাখা সব উপকরণ নিয়ে টয়লেটের দিকে দৌড়ে গেল।

    এটি জাপানি স্কুলগুলোর একটি পরিচিত দৃশ্য। এই দেশে যারা প্রথমবার যান, তারা অবাক হন কীভাবে দেশটি এতো পরিষ্কার পরিচ্ছন্ন হলো। চলতে ফেরতে গিয়ে তারা দেখেন, কোথাও ময়লা ফেলার ডাস্টবিন নেই এবং পরিচ্ছন্নতা কর্মীও চোখে পড়ে না। তাহলে এত পরিষ্কার কীভাবে? এর সহজ উত্তর হলো অধিবাসীরাই দেশকে পরিচ্ছন্ন রাখে। হিরোশিমার একজন সরকারি কর্মকর্তা মাইকো আওয়ানে বলেন, ‘বছরের স্কুলজীবনে, এলিমেন্টারি থেকে হাই স্কুল পর্যন্ত, শিক্ষার্থীদের প্রতিদিনের রুটিনে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিতে হয়। আমাদের নিজেদের ব্যবহার্য জিনিস ও থাকার স্থান পরিষ্কার রাখতে বাড়িতে বাবা-মা শিক্ষা দেন।’ তিনি আরো বলেন, ‘আমরা জাপানিরা অন্যদের কাছ আমাদের ভাবমূর্তির বিষয়ে খুবই স্পর্শকাতর। আমরা চাই না কেউ আমাদের খারাপ ভাবুক।’

    জাপানে পরিচ্ছন্নতার কিছু কিছু ঘটনা ভাইরাল হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে জাপানের খেলা শেষে সমর্থকদের স্টেডিয়াম পরিষ্কার করার ঘটনা বিশ্বকে আলোড়িত করেছিল। খেলোয়াড়ও ড্রেসিংরুম ছাড়ার আগে সেটি পরিষ্কার করে রেখেছিল। ফিফার কর্মকর্তা প্রিসিলা জানসেনস টুইট করেছিলেন, ‘সব টিমের জন্য এটা দারুণ অনুকরণীয়।’

    জাপানের নতুন মূল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ

    আসন্ন ২০২০ সালের টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিকের মুল স্টেডিয়ামের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।

    আজ দুপুরে, নতুন জাতীয় স্টেডিয়ামটির পরিদর্শন শেষ হয়। তিন বছর আগে শুরু হয়ে এ মাসের মাঝামাঝি সময়ে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর এই পরিদর্শনের আয়োজন করা হয়।

    এই স্টেডিয়ামে ঐতিহ্যবাহী জাপানি নির্মাণ কৌশলকে কাজে লাগানো হয় এবং দেশের ৪৭টি জেলার প্রত্যেকটির কাঠ ব্যবহার করা হয়েছে।

    ত্রিতল বিশিষ্ট স্টেডিয়ামের প্রায় ৬০ হাজার আসনের উপর প্রায় ৬০ মিটার দীর্ঘ আংশিক ছাদ রয়েছে।

    অলিম্পিকের উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান এবং বিভিন্ন অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতা মূল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

    এই জাতীয় স্টেডিয়ামের নির্মাণ ব্যয় হচ্ছে ১৫ হাজার ২৯০ কোটি ইয়েন বা প্রায় ১৪০ কোটি ডলার, তার অর্থ হচ্ছে এই প্রকল্পের জন্য ব্যয় সরকারের বাজেটের চেয়ে কম ছিল।

    প্রাক্কলিত উচ্চ ব্যয় এবং অন্যান্য কারণে স্টেডিয়ামটির নকশা, প্রাথমিক পরিকল্পনা পরে আবার নতুন করে তৈরি করা হয়।

    ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হবে এবং তারপর জনগণকে দেখানোর জন্য আরও একটি অনুষ্ঠানের ব্যবস্থা করা হবে।

    আগামী ১লা জানুয়ারি ফুটবলের ‘এম্পেরার্স কাপের’ ফাইনাল খেলাটিই হবে এই স্টেডিয়ামের প্রথম স্বাগতিক ক্রীড়া অনুষ্ঠান।

    জাপানে বেড়ে চলা নার্সিং-সেবা ব্যয় ১০ লক্ষ কোটি ইয়েন ছাড়িয়ে গেছে

    জাপানে নার্সিং-সেবা ব্যয় ২০১৮ অর্থবছরে ১০ লক্ষ কোটি ইয়েন বা প্রায় ৯ হাজার ২০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে, কেননা দেশটির প্রবীণদের সংখ্যা দ্রুত বাড়ছে।

    কল্যাণ মন্ত্রণালয় জানাচ্ছে, ১০ লক্ষ ১৫ হাজার কোটি ইয়েনের এই সংখ্যা ব্যয়ের পরিসংখ্যান রাখা শুরু করা ২০০১ অর্থবছর থেকে দ্বিগুণেরও বেশি। এই পরিসংখ্যানের মধ্যে ব্যবহারকারীদের নিজের বহন করা অর্থও অন্তর্ভুক্ত রয়েছে।

    মার্চ মাসে শেষ হওয়া গত অর্থবছরে মোট প্রায় ৬০ লক্ষ লোক নার্সিং-সেবা এবং রোগ-প্রতিরোধমূলক সেবা গ্রহণ করেন।

    ব্যবহারকারী এবং ব্যয় প্রায় ২০৪০ অর্থবছর পর্যন্ত বাড়তে থাকবে কেননা এই অর্থবছরে প্রবীণদের সংখ্যা সর্বোচ্চ হবে বলে ধারণা করা হচ্ছে।

    প্রাক্তন জাপানি প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে পরলোকগমন করেছেন

    জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে আজ পরলোকগমন করেছেন। শিল্প প্রতিষ্ঠানের বেসরকারিকরণ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাপানের জোরালো সম্পর্ক গড়ে তোলার জন্য সুপরিচিত তিনি।

    শোওয়া যুগে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারীদের মধ্যে তিনিই জীবিত ছিলেন এতদিন।

    নাকাসোনে ১৯১৮ সালে গুম্মা জেলায় জন্মগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয় থেকে পাশ ক’রে বেরোনোর পর তিনি তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করতে শুরু করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নৌবাহিনীর অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

    ১৯৪৭ সালে তিনি সংসদের নিম্নকক্ষে আসন লাভের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দিতা করেন এবং জয় লাভ করে পর পর ২০ মেয়াদের মত সেই আসন তিনি ধরে রাখতে সক্ষম হন।

    ১৯৮২ সালে জাপানের ৭১তম প্রধানমন্ত্রী হওয়ার আগে নাকাসোনে দলের নির্বাহী পদ ও মন্ত্রিসভার বেশ কয়েকটি উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর পদে তিনি দায়িত্ব পালন করেন প্রায় পাঁচ বছর।

    প্রধানমন্ত্রী পদে আসীন থাকার সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুদ্ধাপরাধের জন্য দোষী সাব্যস্ত নেতৃবর্গ সহ যুদ্ধে প্রাণবলীদানকারী জাপানীদের সম্মানে উৎসর্গীকৃত শিন্তো মন্দির ইয়াসুকুনি শ্রাইন দর্শন করতে যান আনুষ্ঠানিক ভাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী প্রধানমন্ত্রীদের মধ্যে তিনিই প্রথম এই মন্দির আনুষ্ঠানিক ভাবে দর্শন করেছিলেন। তবে চীন ও অন্যান্য দেশের তরফ থেকে তীব্র সমালোচনা হওয়ায় নাকাসোনে এই মন্দির দর্শনে আর যাননি।

    ১৯৮০র দশকে নাকাসোনে মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগানের সাথে গভীর বন্ধুত্ব গড়ে তোলেন। দুই নেতা পরস্পরকে ‘রন’ এবং ‘ইয়াসু’, এই নামে সম্বোধন করতেন।

    নাকাসোনে ছিলেন জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সংবিধান সংশোধনের বিরাট এক প্রবক্তা, যে স্বপ্ন তিনি পূরণ করে যেতে পারেননি।

    মৃত্যুকালে ইয়াসুহিরো নাকাসোনের বয়স হয়েছিল ১০১ বছর।

    ২০১৬ সালের ঢাকা হামলার দ্রুত বিচারে জাপানের প্রশংসা

    জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইওশিহিদে সুগা রাজধানী ঢাকায় ২০১৬ সালে ৭ জন জাপানি নাগরিক সহ ২২ ব্যক্তির মৃত্যু ঘটানো একটি হামলার দ্রুত বিচার শেষ করায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছেন।

    ঢাকায় বিশেষ সন্ত্রাস দমন ট্রাইব্যুনাল গতকাল ঘটনায় জড়িত থাকার জন্য একটি ইসলামি চরমপন্থী দলের সাতজন সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।

    গতকাল এক সংবাদ সম্মেলনে রাখা বক্তব্যে সুগা বলেন, ঘটনার সত্য উদঘাটনের অনুরোধ জাপান বাংলাদেশ সরকারকে করছিল।

    তিনি বলেছেন, রায়ের বিষয়বস্তু নিয়ে মন্তব্য করা থেকে তিনি বিরত থাকলেও বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা জাপান অব্যাহত রাখবে এবং দেশটিতে বসবাস ও ভ্রমণ করা জাপানি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে নিতে যথাসাধ্য চেষ্টা চালাবে।

    নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে হংকং-এর গণতন্ত্রপন্থী দল

    চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অনুষ্ঠিত রোববারের স্থানীয় জেলা পরিষদ নির্বাচনে হংকং-এর গণতন্ত্রপন্থী দল এক ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।

    স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানায় গণতন্ত্রপন্থী প্রার্থী মোট ৪৫২টি আসনের মধ্যে ৮০শতাংশের বেশি নিশ্চিত করেছেন। এই অভূতপূর্ব বিজয় দু’দলের অবস্থানকে কার্যকরভাবে বিপরীত করে দিয়েছে। এই নির্বাচনকে চলমান এবং ক্রমশ সংঘর্ষ বৃদ্ধি পেতে থাকা বিক্ষোভের এক গণভোট হিসেবে বিবেচনা করা হয়েছে।

    রোববার ভোটাররা শান্তিপূর্ণভাবে লম্বা এবং সর্পিল লাইনে অপেক্ষা করেছিল। প্রায় ত্রিশ লক্ষ লোকের বা নিবন্ধিত ভোটারের ৭০ শতাংশের বেশি ভোটদানের মধ্য দিয়ে এই অঞ্চল ইতিহাসের সর্বোচ্চ ভোটদান পরিলক্ষিত করে।

    নির্বাচনের কিছু বিজয়ীর নাম বিক্ষোভকারী হিসেবে এর আগে সংবাদ মাধ্যমে এসেছিল। এরমধ্যে নবনির্বাচিত কাউন্সিলর জিম্মি শাম রয়েছেন। অন্যতম এই বিক্ষোভ সংগঠনকারীকে এক মাসের বেশি সময় আগে হাতুড়ি দিয়ে পেটানো হয়েছিল বলে খবরে প্রকাশিত হয়।

    ক্রাচে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় শাম বলেন গণতন্ত্রপন্থী বিক্ষোভ ভোটকে কার্যত গণভোটে পরিণত করেছে। তিনি বলেন এটি হংকংবাসীর বিজয়। তিনি আশা প্রকাশ করেন মুখ্য নির্বাহী ক্যারি লাম জনগণের ইচ্ছাকে গহণ করবেন এবং বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলো পূরণ করবেন।

    পরাজিত বেইজিংপন্থী কাউন্সিলর হোরেস ছেউং তার পরাজয়ের জন্য সমর্থকদের ঘাটতিকে দায়ী করেননি। গত নির্বাচনে জয়লাভের সময় যে ভোট পেয়েছিলেন এবার তার চাইতে তিনি বেশি ভোট পান তবে তা নতুন ভোটারদের জোয়ারের সাথে প্রতিযোগিতা করার মত যথেষ্ট ছিল না।

    সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের বলেন এই বিষয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য বেইজিং চূড়ান্ত নির্বাচনের ফলাফলের অপেক্ষা করছে।

    তবে ওয়াং বলেন এটা ইতিমধ্যে স্পষ্ট যে হংকং-এ যাই ঘটুক না কেন এই অঞ্চল চীনের অংশ।

    তোশিবার উদ্ভাবিত রক্ত পরীক্ষা ব্যবস্থায় কয়েক ঘন্টায় ক্যান্সার সনাক্ত হবে

    তোশিবা কোম্পানি ঘোষণা দিয়েছে যে তারা এমন ধরনের রক্ত পরীক্ষা ব্যবস্থার উন্নয়ন করেছে যা মাত্র কয়েক ঘন্টার মধ্যে কয়েকটি ক্যান্সার রোগ ৯৯ শতাংশ নির্ভুলতার সাথে সনাক্ত করতে পারে।

    জাপানের এই কোম্পানিটি টোকিও মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং জাতীয় ক্যান্সার কেন্দ্রের সাথে মিলে এই উদ্ভাবন করেছে।

    তোশিবার বিজ্ঞানীরা বলছেন, এই পরীক্ষায় ক্যান্সার কোষ থেকে নিঃসরিত অতিক্ষুদ্র আরএনএ’র ঘনত্ব পরিমাপ করা হয়। তারা বলছেন, এটা অগ্ন্যাশয়, পাকস্থলী এবং স্তন ক্যান্সারসহ ১৩ ধরনের ক্যান্সার প্রাথমিক পর্যায়েই সনাক্ত করতে পারে।

    গবেষকরা বলছেন, একটি ছোট্ট যন্ত্রের মাধ্যমে পরীক্ষাগুলো সম্পন্ন করা হয় যা দুই ঘন্টার মধ্যে রোগ সনাক্ত করতে পারে। তারা মনে করছেন এটা প্রচলিত ক্যান্সার সনাক্তকরণ পরীক্ষার ব্যয় কমিয়ে আনতে পারবে।

    তোশিবা কয়েক বছরের মধ্যে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে আরও পরীক্ষা নিরীক্ষা চালানোর পরিকল্পনা করছে।

    প্লাস্টিক বর্জ্য যৌথভাবে মোকাবেলা করবে জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া

    প্লাস্টিক বর্জ্যের কারণে সৃষ্ট সমুদ্র দূষণ মোকাবেলায় একত্রে কাজ করার জন্য একটি যৌথ চুক্তি প্রকাশ করেছেন জাপান, চীন ও দক্ষিণ কোরিয়ার পরিবেশ মন্ত্রীরা।

    আজ পশ্চিম জাপানের কিতাকিয়ুশু শহরে শেষ হওয়া দু’দিনব্যাপী এক বৈঠকে মন্ত্রীরা আগামী ৫ বছরে ঠিক কোন ক্ষেত্রগুলোতে অগ্রাধিকার দেয়া উচিত, সে বিষয়ে আলোচনা করেন।

    যৌথভাবে কাজ করার জন্য পিএম ২.৫’এর বিরুদ্ধে পদক্ষেপ নেয়া’সহ বায়ু দূষণ, বর্জ্যের যথাযথ নিয়ন্ত্রণ ও পুনর্ব্যবহার এবং জলবায়ু পরিবর্তন’সহ মোট ৮টি ক্ষেত্র তারা চিহ্নিত করেন।

    মন্ত্রীরা এই বিষয়ে একমত হয়েছেন যে প্লাস্টিক বর্জ্য সামুদ্রিক ইকো-সিস্টেমের উপর একটি বৈরী প্রভাব ফেলতে পারে এবং এটি ভূমি বর্জ্যের কারণে সৃষ্ট একটি বৈশ্বিক সমস্যা।

    এই সমস্যা মোকাবেলায় তিন দেশ একত্রে কাজ করবে, এমন বক্তব্য উল্লেখ করে একটি যৌথ বিবৃতি তারা গ্রহণ করেন।

    পোপ ফ্রান্সিসের নাগাসাকি সফর

    পোপ ফ্রান্সিসের নাগাসাকি সফরকালে এনএইচকে ওয়ার্ল্ডের পর্তুগিজ ভাষার প্রতিবেদক সোনিয়া নাকাগাওয়া সেখানে উপস্থিত ছিলেন। সেখান থেকে তিনি প্রতিবেদনটি পাঠিয়েছেন।

    আণবিক বোমা নিক্ষেপের ৭৫তম বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে এসময়টি পোপের সফরের জন্য উপযুক্ত সময়।

    হিবাকুশা নামে পরিচিত আণবিক বোমা থেকে প্রাণে বেঁচে যাওয়া লোকজন বৃদ্ধ হয়ে চলেছেন এবং আমরা একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে পৌঁছেছি। বৈশ্বিক পরিস্থিতির দিকে নজর দিলে আমরা দেখতে পাই যে, গত দুই বছর আগে পরমাণু বিরোধী আন্দোলনে ব্যাপক গতিশীলতা ছিল।

    এসময় জাতিসংঘে পরমাণু অস্ত্র নিষিদ্ধ করে একটি চুক্তি গৃহীত হয়। তবে জাপানের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ পরমাণু শক্তিধর দেশগুলো এই চুক্তিতে অংশগ্রহণ করেনি।

    বর্তমানে নতুন একটি অস্ত্র প্রতিযোগিতা আরম্ভের সম্ভাবনা নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়ে চলেছে। চলতি বছর অগাস্ট মাসে, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে নিজেদের পরমাণু অস্ত্র সীমিত করণ বিষয়ক একটি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

    বর্তমানে সারাবিশ্বে প্রায় ১৪ হাজার পরমাণু অস্ত্রের উপস্থিতি রয়েছে। স্নায়ু যুদ্ধকালীন সময়ের তুলনায় এ সংখ্যা অনেক কম হলেও ঝুঁকি বৃদ্ধি পেয়ে চলেছে।

    নাগাসাকির আণবিক বোমায় প্রাণে বেঁচে যাওয়া কিছু লোকজন, তাঁদের বার্তা হারিয়ে গেছে বলে আশঙ্কা পোষণ করলেও পোপের এই সফর তাঁদের বার্তাটিকে বাঁচিয়ে রাখবে বলে আশাবাদ পোষণ করছেন।

    আণবিক বোমা থেকে প্রাণে বেঁচে যাওয়া সাকুয়ে শিমোহিরা, পোপের এই সফর পরমাণু নিরস্ত্রীকরণের পদক্ষেপে নতুন গতিশীলতা আনবে বলে প্রত্যাশা করছেন।

    শিমোহিরা, নিজের আণবিক বোমার অভিজ্ঞতা ভাগাভাগি করার তৎপরতা অব্যাহত রেখে যাওয়ার পাশাপাশি লোকজন পোপের বক্তব্যকে নিজেদের কথা বলে বিবেচনা করে একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের লক্ষ্যে পরমাণু অস্ত্র বিলুপ্তি করণ বাস্তবায়নের পদক্ষেপ এগিয়ে নিতে সহায়তা করবেন বলে বিশ্বাস করেন।

    পোপের এই সফর শুধুমাত্র একটি ধাপ হলেও নাগাসাকির লোকজন, ধাপটি শান্তির পথে বিশ্বকে আরও কাছাকাছি নিয়ে আসবে বলে আশাবাদ পোষণ করছেন।

    নাগাসাকি থেকে এনএইচকে ওয়ার্ল্ডের সোনিয়া নাকাগাওয়ার প্রতিবেদনটি এখানেই শেষ হল।

    ইডেন টেস্ট উদ্বোধন করতে কলকাতায় প্রধানমন্ত্রী

    বাংলাদেশ ভারতের মধ্যে দিবা-রাত্রির টেস্ট খেলাকে কেন্দ্র করে কলকাতা সেজেছে নতুন সাজে। সেই টেস্ট উদ্বোধন করতে একদিনের সফরে কলকাতায় গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট আজ শুক্রবার সকাল ১০টা ৫ মিনিটে কলকাতার উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছেড়ে যায়। বেলা ১টা ৩০ মিনিটে খেলা শুরুর কথা রয়েছে।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ঐতিহাসিক ডে-নাইট টেস্ট ম্যাচ দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। আজ থেকে ২৬শে নভেম্বর পর্যন্ত কলকাতায় এ খেলা অনুষ্ঠিত হবে।
    কলকাতা পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে একটি মোটর শোভাযাত্রা সহকারে বিমানবন্দর থেকে কলকাতার হোটেল তাজ বেঙ্গলে নিয়ে যাওয়া হবে। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ইডেন গার্ডেনে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বেল বাজিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার টেস্ট ম্যাচের উদ্বোধন করবেন।

    জাপানের বিরুদ্ধে কঠোর বাণিজ্য পদক্ষেপ চাইছেন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা

    জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বিস্তৃত একটি দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার পরবর্তী পর্যায়ের প্রস্তুতি নিতে থাকার মুখে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিশেষজ্ঞরা বলছেন ওয়াশিংটনের উচিৎ হবে কঠোর পদক্ষেপ নিয়ে চাপ দিয়ে যাওয়া।

    জাপান ও যুক্তরাষ্ট্র বর্ধিত আলোচনার পর অক্টোবর মাসে প্রাথমিক একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে।

    মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে গতকাল চুক্তি নিয়ে একটি শুনানি অনুষ্ঠিত হয়েছে।

    মোটরগাড়ি শ্রমিক সংগঠন ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়নের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা চুক্তির সমালোচনা করে বলেছেন, তিনি যেটাকে রপ্তানি এগিয়ে নিতে মুদ্রা বিনিময় হারকে জাপানের উদ্দেশ্য সাধনে কাজে লাগানো আখ্যায়িত করেছেন, চুক্তি তার সমাধান দিচ্ছে না।

    যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের সাবেক একজন আলোচকও বলেছেন, কর্মকর্তাদের উচিৎ হবে জাপানের খামার বাজার আরও উন্মুক্ত করার চেষ্টা চালানো। যুক্তরাষ্ট্রের মাখন ও চালের উপর শুল্ক হ্রাসের আহ্বান তিনি জানান।

    দুই দেশ সার্বিক চুক্তি নিয়ে আলোচনা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    বিশ্লেষকরা বলছেন ২০২০ সালের নির্বাচন এগিয়ে আসতে থাকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়তো তাঁর অবস্থান শক্ত করে নিতে কঠোর পদক্ষেপ প্রত্যাশার চেষ্টা করতে পারেন।

    জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলী নিয়ে দক্ষিণ কোরিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদে আলোচনা

    জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলী নিয়ে আলোচনা করার জন্য দক্ষিণ কোরিয়া জাতীয় নিরাপত্তা পরিষদের একটি বৈঠক ডেকেছে।

    আজকের সেই বৈঠক জাপানের সাথে গোয়েন্দা তথ্য ভাগাভাগি করে নেয়ার চুক্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার দু’দিন আগে অনুষ্ঠিত হয়। সামরিক তথ্যাবলীর সাধারণ চুক্তি বা জি-সোমিয়ার মেয়াদ দক্ষিণ কোরিয়া ও জাপান উভয়ে নবায়ন করে নিতে সম্মত না হলে শনিবার উত্তীর্ণ হয়ে যাবে।

    দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় বলেছে জাতীয় নিরাপত্তা কার্যালয়ের প্রধান চুং উই-ইয়ং বৈঠকটি ডেকেছেন।

    তবে দক্ষিণ কোরিয়া জি-সোমিয়া চুক্তিতে থাকবে কিনা সেই প্রশ্নে বৈঠকে কোন ধরনের বিতর্ক হয়, প্রেসিডেন্টের কার্যালয় তা জানায় নি।

    প্রেসিডেন্টের কার্যালয় বলছে, জাপানের সাথে অমীমাংসিত বিষয়াবলীর নিষ্পত্তি করে নেয়ায় দক্ষিণ কোরিয়ার সরকারের চালানো কূটনৈতিক প্রচেষ্টা সমূহ বৈঠক পরীক্ষা করে দেখেছে।

    অংশগ্রহণকারীরা নিশ্চিত করেছেন যে দক্ষিণ কোরিয়া সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা চালিয়ে যাবে। এছাড়া বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার পদক্ষেপ নিয়েও তারা আলোচনা করেছেন।

    থাইল্যান্ড-লাওস সীমান্তে ৬.১ মাত্রার ভূমিকম্প

    ৬.১ মাত্রার শক্তিশালী একটি ভূমিকম্প আজ সকালে থাইল্যান্ড ও লাওসের মধ্যেকার সীমান্তবর্তী এলাকায় আঘাত হেনেছে। কিছু ভবনের ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

    যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগ বলছে, ভূমিকম্প থাইল্যান্ডের সীমান্তের কাছে লাওসের উত্তর-পশ্চিমের পাহাড়ি এলাকায় আঘাত হানে।

    ভূতাত্ত্বিক জরিপ বিভাগ অনুমান করছে কম্পনের গভীরতার কেন্দ্র ছিল ভূগর্ভের প্রায় ১০ কিলোমিটার নিচে।

    থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ নাআনে একটি প্রাথমিক স্কুলের ছাদ আংশিকভাবে ধ্বসে পড়েছে। এছাড়া দেয়ালেও ফাটল দেখা গেছে। থাইল্যান্ডের দুর্যোগ কর্তৃপক্ষ বলছে এই পর্যায়ে কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    উত্তর লাওসের সিয়াবুরিতে একটি বিদ্যুৎ কেন্দ্রের একদিকের দেয়াল আংশিকভাবে ধ্বসে পড়ে।

    থাইল্যান্ড ও লাওসের বিস্তৃত এলাকা জুড়ে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ২১-তলা একটি ভবনের ছাদে ঝুলানো বাতি প্রায় এক মিনিট ধরে দোদুল্যমান ছিল।

    ইতিপূর্বে সর্বোচ্চ মেয়াদে কাজ করা জাপানি প্রধানমন্ত্রীর সমকক্ষ হয়েছেন শিনযো আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের ক্ষমতার সর্বমোট মেয়াদ একশ বছরেরও বেশি আগে তারো কাতসুরার স্থাপন করা দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের রেকর্ডের সমান হয়েছে।

    সর্বমোট ২ হাজার ৮শ ৮৬দিন দায়িত্বে থেকে আজ আবে এই মাইলফলক অর্জন করেন।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আবের এই কৃতিত্বের জন্য দায়িত্ব পালনকালে তার অর্জনগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

    জাপান সরকারের এই শীর্ষ মুখপাত্র বলেন, আবে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আর্থিক, রাজস্ব এবং আঞ্চলিক পুনরুজ্জীবন কর্মসূচি সমূহ বাস্তবায়ন করেছেন।

    ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে আবের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে।

    তিনি সাংবিধানিক পরিবর্তন, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    ইতিপূর্বে সর্বোচ্চ মেয়াদে কাজ করা জাপানি প্রধানমন্ত্রীর সমকক্ষ হয়েছেন শিনযো আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবের ক্ষমতার সর্বমোট মেয়াদ একশ বছরেরও বেশি আগে তারো কাতসুরার স্থাপন করা দেশের প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে দীর্ঘ মেয়াদে দায়িত্ব পালনের রেকর্ডের সমান হয়েছে।

    সর্বমোট ২ হাজার ৮শ ৮৬দিন দায়িত্বে থেকে আজ আবে এই মাইলফলক অর্জন করেন।

    চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিহিদে সুগা আবের এই কৃতিত্বের জন্য দায়িত্ব পালনকালে তার অর্জনগুলোর ভূমিকার কথা উল্লেখ করেন।

    জাপান সরকারের এই শীর্ষ মুখপাত্র বলেন, আবে অর্থনীতিকে প্রাধান্য দিয়ে আর্থিক, রাজস্ব এবং আঞ্চলিক পুনরুজ্জীবন কর্মসূচি সমূহ বাস্তবায়ন করেছেন।

    ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা হিসেবে আবের মেয়াদ ২০২১ সালের সেপ্টেম্বর মাসে শেষ হবে।

    তিনি সাংবিধানিক পরিবর্তন, অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংস্কারে কাজ করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।