সম্রাটের অভিষেক উপলক্ষে অনুষ্ঠান
টোকিওতে, সম্রাটের অভিষেক উপলক্ষে খোলা আকাশের নীচে আয়োজিত এক অনুষ্ঠানে বিপুল সংখ্যক লোকজন সমবেত হয়েছেন।
আজ সন্ধ্যা ৫টার কিছু পরে, রাজ প্রাসাদের সামনে অবস্থিত একটি চত্বরে অনুষ্ঠানটি আরম্ভ হয়। সাংসদ, ব্যবসায়ী নেতা এবং অন্যান্যদের আয়োজিত এই অনুষ্ঠানে, প্রায় ৩০ হাজার লোক অংশগ্রহণ করেন।
সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকো, নিযুউবাশি সেতুর নিকটে প্রাসাদে উপস্থিত হয়ে লোকজনদের অভিবাদন জানান।
প্রধানমন্ত্রী শিনযো আবে, অনুষ্ঠানে বক্তৃতা দেন।
সম্রাট, তিনি এবং সম্রাজ্ঞী লোকজনের সুখ এবং জাপানের আরও উন্নয়ন ও বিশ্বের শান্তির জন্য প্রার্থনা করছেন বলে জানান।
উপস্থিত লোকজন, সম্রাট দম্পতির দীর্ঘায়ু কামনা করেন। সম্রাট এবং সম্রাজ্ঞী, হাতে থাকা লণ্ঠন নেড়ে জবাব দেন।





















