• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে ছুটির দিনে ট্রেন, বিমান ও মহাসড়কে ভ্রমণকারীদের ভিড়

    জাপানে বছর শেষের ভ্রমণকারীরা তাদের নিজ শহর ও ছুটির দিনের গন্তব্যে যাওয়ার ফলে ট্রেন, বিমান ও মহাসড়কে ভিড় লেগেই রয়েছে।

    জাপান রেলওয়ে গ্রুপ কোম্পানি বলছে প্রধান প্রধান শহর থেকে ছেড়ে যাওয়া শিনকানসেন বুলেট ট্রেনগুলো সোমবার প্রায় পুরোপুরি বুক করা ছিল।

    তোকাইদো এবং সানিয়ো লাইনে চলাচলকারী অনেক শিনকানসেন ট্রেনের সংরক্ষিত নয় এমন কামরাগুলোতে ধারণক্ষমতার পুরোটা কিংবা তার চাইতেও বেশি – কোন কোন ক্ষেত্রে তা ১৫০ শতাংশ পর্যন্ত ভর্তি ছিল। দুপুরের পর তোহোকু, ইয়ামাগাতা, জোয়েৎসু এবং হোকুরিকু লাইনের অনেক ট্রেন ছিল ১০০ শতাংশেরও বেশি আদর্শ ধারণ ক্ষমতায় পূর্ণ।

    ট্রেন পরিষেবা কোম্পানিগুলো বলছে, মঙ্গলবারেও এই ভিড় অব্যাহত থাকবে।

    বিমান পরিচালনা কোম্পানির কর্মকর্তারা বলছেন, সোমবার সারাদিন ধরে ছেড়ে টোকিও এবং ওসাকা থেকে যাওয়া অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর প্রায় পুরোটাই বুক করা ছিল এবং মঙ্গলবারেও এগুলোতে ভিড় থাকবে।

    জাপান সড়ক ট্রাফিক তথ্য কেন্দ্র জানিয়েছে, মহাসড়কগুলোতে যানজট ক্রমান্বয়ে কমে আসছে, তবে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় ওকাইয়ামা জেলায় সানিয়ো একপ্রেস সড়কের বহির্গামী লেইনের ১৫ কিলোমিটার সড়কে যানজট দেখা গেছে।

    ট্রাফিক কর্মকর্তারা পূর্বাভাষ দিয়ে বলেছেন, অবকাশ কেন্দ্র এবং নিজ শহর থেকে বাড়িতে ফিরে আসা লোকজনের সংখ্যা শিনকানসেনের জন্য সর্বোচ্চ সীমায় পৌছবে শুক্র ও শনিবার, বিমানের জন্য বৃহস্পতি থেকে রবিবার এবং মহাসড়কগুলোর জন্য তা হবে শুক্রবার।

    নববর্ষ উপলক্ষে জাপানের নাগোইয়ায় বিশাল কেক উৎসব

    আগামী বছর সুস্বাস্থ্য এবং প্রচুর ফসল উৎপাদন নিশ্চিতে মধ্য জাপানের এক মন্দিরে বিরাট আকারের চালের কেক ভোগ দেয়া হয়েছে।

    নাগোইয়া শহরের আতসুতা জিঙ্গু মন্দিরে প্রতিবছর আইচি জেলার কৃষক এবং অন্যান্য বাসিন্দারা গোল আকারের চালের কেক ভোগ হিসেবে নিবেদন করেন।

    সোমবার চারটি কেক নিবেদন করা হয়েছে। এরমধ্যে সবচেয়ে বড়টির ব্যাস ১.৫ মিটার এবং ওজন প্রায় ৪৫০ কিলোগ্রাম।

    জনগণ ঐতিহ্যবাহী সাদা কোট পরিধান করে শীতল বৃষ্টি উপেক্ষা করে মন্দিরের মূল হলে বিশাল আকারের চালের কেকগুলো নিয়ে আসে। পরে তারা হাততালি দিয়ে প্রার্থনা জানায়।

    চালের কেকটি মূল হলে জানুয়ারির ৭ তারিখ পর্যন্ত থাকবে। এরপর কাগামি বিরাকি বা চালের কেক ভাঙ্গা উৎসবের মাধ্যমে কেকগুলোকে টুকরো করা হবে এবং ঐতিহ্য অনুযায়ী ভক্তদের মধ্যে বিলিয়ে দেয়া হবে।

    জাপানে নিজ বাড়ি’সহ অন্যান্য স্থানে নববর্ষের ছুটি কাটাতে যাওয়া যাত্রী সংখ্যার রেকর্ড

    নিজ বাড়ী অথবা অন্যান্য স্থানে ছুটিতে যাওয়া বছর শেষের যাত্রীরা জাপানের সড়ক, বিমানবন্দর এবং ট্রেন স্টেশনে ভিড় করছেন।

    জাপানের রেলপথ কোম্পানিগুলো আজ সকালে বলেছে যে টোকিও থেকে ছেড়ে যাওয়া শিনকানসেন বুলেট ট্রেনের রিজার্ভ-বিহীন বগিগুলো ধারণক্ষমতার ১০০ শতাংশেরও বেশি ভর্তি ছিল। সবচেয়ে ভিড়ের ট্রেনগুলোর যাত্রী ধারণক্ষমতার ১শ ৮০ শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছোয়।

    টোকিও’র অদূরের নারিতা বিমানবন্দর নতুন বছরের ছুটি কাটাতে বিদেশ-গামী যাত্রীদের ভিড়ে পরিপূর্ণ ছিল।

    ৬২ হাজারেরও বেশি লোক নারিতা থেকে আজ বিদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করবেন বলে ধারণা করা হচ্ছে যা বছর শেষে বহির্গমন চুড়োয় ওঠার সময়ের জন্য একটি রেকর্ড।

    বিমান কর্মকর্তাদের অনুমিত হিসাব অনুযায়ী, এবারের যাত্রী সংখ্যা গতবছরের তুলনায় ৭ শতাংশ বেশি।

    যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার বিমানগুলো বেশ জনপ্রিয় হয়েছে কারণ এই বছর অনেকেই আজ থেকে আগামী সপ্তাহের রবিবার পর্যন্ত টানা নয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

    তবে, গণতন্ত্র-পন্থী বিক্ষোভ এবং পুলিশি পদক্ষেপের মাঝে এবার হংকং’গামী বিমান যাত্রীর সংখ্যায় প্রায় ১০ শতাংশ হ্রাস ঘটবে।

    এছাড়া, কর্মকর্তারা ধারণা করছেন যে জাপান থেকে দক্ষিণ কোরিয়া অভিমুখী যাত্রী সংখ্যাও এবার ২০ শতাংশ কম হবে যা দু’দেশের মধ্যেকার চলমান শীতল সম্পর্ককেই প্রতিফলিত করে।

    অনলাইন বিজ্ঞাপন পরীক্ষা করে দেখবে জাপান সরকার

    ভোক্তাদের লক্ষ্য হিসেবে ধরে নেয়া অনলাইন বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ করা হয় এবং তাতে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেয়া হয় কিনা, সে বিষয়ে মন্তব্য করার জন্য জনগণকে আমন্ত্রণ জানাচ্ছে জাপান সরকার।

    বেসরকারিভাবে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে এতে সাড়া দেয়া অর্ধেকেরও বেশি ব্যক্তি পপ-আপ বিজ্ঞাপনের মত নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ধরে নেয়া ব্যবসায়িক প্রচার কার্যক্রম অপছন্দ করেন।

    এই বিজ্ঞাপনগুলো ভোক্তাদের কেনাকাটার ইতিহাস এবং অন্যান্য অনলাইন কার্যক্রমের উপর ভিত্তি করে তাদের কাছে পণ্য বা সেবা উপস্থাপন করে।

    এছাড়া, সরকার অনলাইন বিজ্ঞাপনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করা স্বল্প সংখ্যক কিছু বৃহৎ তথ্য যোগাযোগ কোম্পানির সম্ভাব্য অ-প্রতিযোগিতামূলক ব্যবহার নিয়ে তদন্তের পরিকল্পনাও করছে।

    কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেয়ার পর আগামী বছর অনলাইন বিজ্ঞাপন নিয়ে একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রণয়নের পরিকল্পনা তারা করছেন এবং এর উপর ভিত্তি করে সরকার যথাযথ পদক্ষেপ বিবেচনা করবে।

    জাপানে ক্যাসিনো কেলেঙ্কারিতে এমপি গ্রেফতার

    জাপানে একটি ক্যাসিনো কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এর সংসদ সদস্যকে (এমপি) গ্রেফতার করেছে পুলিশ। সুকাসা আকিমতো নামের ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্যাসিনো স্থাপনে আগ্রহী একটি কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বলে টোকিও’র প্রসিকিউটরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

    প্রসিকিউটররা জানান, আকিমতোর বিরুদ্ধে ওই কোম্পানির কাছ থেকে অন্তত ৪ মিলিয়ন ইয়েন (অন্তত ২৭ লাখ টাকা) মূল্যের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ।

    এই ঘটনায় জড়িত সন্দেহে জড়িত সন্দেহে ক্ষমতাসীন দলের আরেক এমপির অফিস তল্লাসি করেছে পুলিশ। আকিমতো কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন সে তথ্য প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই কোম্পানির তিন জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

    এদিকে গ্রেফতার হওয়ার আগে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে টুইট বার্তায় আকিমতো লিখেন, ‘আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

    আকিমতো জাপানে ক্যাসিনো প্রতিষ্ঠার ব্যাপারে প্রচার কাজে নিয়োজিত মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, নিজ দলের সংসদ সদস্যের এমন কেলেঙ্কারির ঘটনায় জনরোষের মুখে পড়তে যাচ্ছে শিন জো অ্যাবে সরকার।

    উৎকোচ গ্রহণের সন্দেহে জাপানের আইন প্রণেতা গ্রেফতার

    টোকিওর কৌঁসুলিরা সমন্বিত একটি অবকাশ কেন্দ্র প্রকল্পে বিনিয়োগের প্রত্যাশা করা চীনের একটি কোম্পানির কাছ থেকে উৎকোচ গ্রহণের সন্দেহে একজন আইন প্রণেতাকে গ্রেফতার করেছেন একসময় যিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে ছিলেন।

    উৎকোচ গ্রহণের ঘটনার সময় ৎসুকাসা আকিমোতো প্রতিমন্ত্রী হিসাবে সেরকম প্রকল্পের দায়িত্বে ছিলেন। সূত্রসমূহ বলছে ৫০০ ডট কম কোম্পানির কাছ থেকে তিনি হয়তো নগদ অর্থ পেয়ে থাকবেন।

    দিনের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলার পর কৌঁসুলিরা আজ আকিমোতোকে গ্রেফতার করেন। অবৈধভাবে নগদ অর্থ জাপানে নিয়ে আসার জন্য অভিযুক্ত চীনা কোম্পানির একজন উপদেষ্টা সহ আরও তিনজনকেও তারা গ্রেফতার করেছেন।

    জাপান, দক্ষিণ কোরিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক

    মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তার জাপানি প্রতিপক্ষ তোশিমিৎসু মোতেগির সাথে আলোচনার প্রস্তুতি নিচ্ছেন।

    ওয়াশিংটনে কূটনৈতিক সূত্রগুলো জানায় সম্ভবত মধ্য জানুয়ারিতে পশ্চিম উপকূলের কোন মার্কিন শহরে বৈঠকের পরিকল্পনা চলছে।

    আশা করা হচ্ছে পম্পেও এবং মোতেগি উত্তর কোরিয়ার পরিস্থিতি এবং দেশটির পরমানুমুক্তকরণে অগ্রগতি আনতে কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে আলোচনা করবেন।

    পরমাণুমুক্তকরণের আলোচনার অচলাবস্থা দূর করতে এই বছরের শেষের মধ্যে ছাড় দেয়ার জন্য মার্কিন সরকারের প্রতি পিয়ংইয়াং আহবান জানাচ্ছে। উত্তর কোরিয়া এককভাবে সময়সীমা নির্ধারণ করেছে।

    পিয়ংইয়াং নতুন এক উত্তেজনার ইঙ্গিত দিয়েছে যা দীর্ঘ পাল্লার ব্যালাস্টিক ক্ষেপনাস্ত্রের সাথে যুক্ত বলে বিশ্বাস করা হচ্ছে।

    সূত্রগুলো জানায় মধ্য জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের জন্য দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিয়াং-ওহা তার সময়সূচীর পরিবর্তন করছেন।

    যদি একই সময়ে মোতেগি এবং ক্যাং মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণ করেন তবে পাঁচ মাসের মধ্যে সম্ভবত প্রথমবারের মত যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।

    নতুন নাগরিকত্ব আইনের পক্ষে যুক্তি তুলে ধরলেন মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন নাগরিকত্ব আইনের পক্ষে তার যুক্তি তুলি ধরেছেন এবং ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের জন্য বিরোধী দলকে দায়ী করেছেন।

    চলতি মাসের শুরুতে সংসদে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার বিধান রাখা হয়েছে। তবে মুসলমানদের এর বাইরে রাখা হয়েছে।

    সমালোচকরা বলছেন, এই আইনে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে এবং বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জনেরও বেশি নিহত হয়েছে এবং কয়েক হাজার লোককে আটক করা হয়েছে।

    রাজধানী নতুন দিল্লীতে এক বক্তৃতায় মোদী বিরোধী দলগুলোর প্রতি অভিযোগ করে বলেন, নতুন আইনে ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হবে এমন মিথ্যা গুজব ছড়িয়ে তারা বিক্ষোভে উস্কানি দিচ্ছে। ভারতের জনসংখ্যার প্রায় ২০ শতাংশই হল মুসলমান।

    প্রধানমন্ত্রী মোদী বলছেন, ভারতে বসবাস করা মুসলমানদের ক্ষেত্রে এই আইন কোন প্রভাব ফেলবে না। সমালোচকরা বলছেন, নাগরিকত্ব আইনের এই সংশোধন মোদীর হিন্দু জাতীয়তাবাদী নীতিসমূহকে এগিয়ে নেয়ার প্রচেষ্টার একটি অংশ।

    উত্তর কোরিয়া নিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত জাপানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট

    পিয়াংইয়াং এর বৃদ্ধি পাওয়া উস্কানিমূলক অবস্থানের মাঝে উত্তর কোরিয়াকে সামাল দিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃবৃন্দ।

    জাপানের স্থানীয় সময় শনিবার রাতে প্রধানমন্ত্রী শিনযো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে প্রায় ৯০ মিনিট কথা বলেন। ট্রাম্পের অনুরোধে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

    এতে, দুই নেতা উত্তর কোরিয়া নিয়ে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেশটিকে সামাল দেয়ার পরিকল্পনাসমূহ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিতে অধিকাংশ সময় ব্যয় করেন।

    পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ছাড়ের জন্য নিজেদের নির্ধারণ করে দেয়া বছর শেষের সর্বশেষ সময়সীমার আগে কিছুদিন ধরে পিয়াংইয়াং সক্রিয়ভাবে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    আবে উত্তর কোরিয়ার বিপজ্জনক উস্কানির সমালোচনা করে ট্রাম্পকে বলেন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শুরু করা একটি প্রক্রিয়াকে পরিপূর্ণ সমর্থন করা তিনি অব্যাহত রেখেছেন।

    জ্বলছে ভারত: একদিনেই নিহত ৯, গ্রেফতার ৩ হাজার

    নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে জ্বলছে পুরো ভারত। বিক্ষোভ ছড়িয়ে পরেছে দেশটির বিভিন্ন রাজ্যুজুড়ে। এই আইনের বিরুদ্ধে ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশের ‘নির্যাতনের’ প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। শুধু শুক্রবারের বিক্ষোভে দেশটির উত্তর প্রদেশে ৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে অনেকে। এছাড়া রাজ্যজুড়ে ৩ হাজার ব্যক্তিকে আটক করেছে দেশটির পুলিশ।

    উত্তর প্রদেশের ডিরেক্টর জেনারেল পুলিশ ওপি সিং বলেছেন, নিহতদের কেউ পুলিশের গুলিতে মারা যায় নি। তিনি আরো বলেন, আমরা একটি গুলিও চালাই নি।

    আরেক পুলিশ অফিসার বলেন, যদি গুলি ছোঁড়ার ঘটনা ঘটে তা বিক্ষোভকারীদের পক্ষ থেকেই কেউ তা চালিয়েছে।

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, শুক্রবারের বিক্ষোভে মেরুতে ৩ জন, বিজোনরে ২ জন, বারাণসী, ফিরোজবাদ, সম্ভাল এবং কানপুর এক জন করে বিক্ষোভকারী নিহত হয়েছে।

    এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের ১৩ টি জেলায় শুক্রবারের নামাজের পর বিক্ষোভকারীরা রাস্তায় নামে। এসময় হাজার হাজার বিক্ষোভ কারী নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিতে থাকে।

    খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা পাথর ছুঁড়লে, তাদের ওপর টিয়ার গ্যাস ও লাঠি চার্জ চালায় পুলিশ।

    দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, উত্তরপ্রদেশ পুলিশ প্রায় ৩৫০ জনের বেশী জনকে গ্রেফতার করেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে সমগ্র উত্তর প্রদেশ থেকে প্রায় ৩ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

    এই মুহূর্তে সমগ্র রাজ্য জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশের ১৫ টি জেলাতে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা।

    উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যজুড়ে সহিংসতার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। এছাড়াও তিনি সকল মানুষকে শান্ত থাকতে আবেদন করেছেন।

    নাগরিকত্ব আইনের প্রতিবাদে গত কয়েক দিন থেকেই উত্তাল ভারত। এমন পরিস্থিতি ভারতের উত্তরপূর্ব রাজ্যগুলিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও ফ্রান্স। বিবিসি, এনডিটিভি।

    সাপ্পোরো ২০৩০ শীতকালীন অলিম্পিকের আয়োজক হতে আগ্রহী

    জাপানের উত্তরাঞ্চলীয় শহর সাপ্পোরো, আনুষ্ঠানিকভাবে ২০৩০ শীতকালীন অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়ানুষ্ঠানের আয়োজক হওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

    গতকাল শহরটি, নিজেদের আগ্রহ প্রকাশ করে জাপান অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির কাছে আনুষ্ঠানিক দলিলপত্র হস্তান্তর করে। গতমাসে শহরটি, মৌখিকভাবে কমিটিকে ২০৩০ সালের ক্রীড়ানুষ্ঠান আয়োজনের ইচ্ছা সম্পর্কে অবহিত করে।

    জেওসি, এখন পর্যন্ত অন্য কোন শহর ২০৩০ অলিম্পিক ও প্যারালিম্পিক ক্রীড়ানুষ্ঠান আয়োজনের আগ্রহ প্রকাশ করেনি বলে জানায়।

    জাপানের মন্ত্রিপরিষদের নতুন পুনর্গঠন পরিকল্পনা অনুমোদন

    জাপানের মন্ত্রিপরিষদ ২০১১ সালের ভূমিকম্প ও ৎসুনামির পাশাপাশি ফুকুশিমা পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠনের জন্য একটি নতুন পরিকল্পনা অনুমোদন করেছে।

    মন্ত্রিপরিষদ শুক্রবার এই নীতিমালা অনুমোদন করে। বর্তমান পুনর্গঠন পরিকল্পনার মেয়াদ ২০২১ সালের মার্চ মাসে শেষ হয়ে যাবে।

    নতুন পরিকল্পনায় বলা হচ্ছে, পুনর্গঠন এজেন্সির কর্মকাণ্ড ১০ বছর বাড়িয়ে ২০৩১ সাল পর্যন্ত করা হবে।

    এতে এও বলা হচ্ছে, ইওয়াতে ও মিইয়াগি জেলার পুনর্গঠন ব্যুরোগুলো দুর্যোগ সংক্রান্ত সমস্যা বেশি থাকা উপকূলীয় এলাকায় স্থানান্তরিত করা হবে।

    ভূমিকম্প ও ৎসুনামিতে ক্ষতিগ্রস্ত এলাকার জন্য এই পরিকল্পনায় বলা হচ্ছে, সরকার ২০২৬ সাল পর্যন্ত ৫ বছরের মধ্যে অবশিষ্ট পুনর্গঠনের কাজ সম্পন্ন করার দিকে নজর দেবে।

    এতে এও বলা হচ্ছে, এই নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন না হওয়া দুর্যোগে আক্রান্ত লোকজনের জন্য মানসিক সেবা এবং শিশুদের জন্য শিক্ষা সাহায্য ইত্যাদির মত প্রকল্প কিভাবে পরিচালনা করা হবে তা কর্মকর্তারা বিবেচনা করে দেখবেন। এতে আরও বলা হচ্ছে, সরকার এ প্রকল্পগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেবে।

    পরমাণু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকায়, সরকার নির্মাণ প্রকল্পগুলো ২০৩১ সাল পর্যন্ত ১০ বছর অব্যাহত রাখবে। সরকার ৫ বছর পর এগুলো মূল্যায়ন করে দেখার পরিকল্পনাও করছে।

    সরকার আগামী বছর সংসদে প্রয়োজনীয় বিলগুলো উত্থাপন করার পরিকল্পনা করছে।

    জাপানের ফুতাবা’য় নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে

    ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ২০১১ সালের মার্চ মাসে ঘটা পরমাণু দুর্ঘটনার পর থেকে এই স্থাপনাটি থাকা শহর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ আংশিকভাবে তুলে নেয়া হতে পারে।

    ফুতাবা শহর হচ্ছে একমাত্র শহর যেখানে দুর্ঘটনার পর থেকে এখনও এই নির্দেশ বলবৎ র‍য়েছে।

    সেখানকার এক বিশেষজ্ঞ প্যানেল জানাচ্ছে, এই শহরের উত্তর-পূর্ব এবং জেআর জোবান লাইনের ফুতাবা স্টেশনের কাছের একটি এলাকার পাশাপাশি এই দুই স্থানের সংযোগকারী সড়কের উপরে তেজস্ক্রিয়তার মাত্রা যথেষ্ট পরিমাণে কমে গেছে।

    সূত্রসমূহ জানাচ্ছে, জাপান সরকার, ফুকুশিমা জেলা এবং এই শহর তিনটি এলাকা থেকে ৪ঠা মার্চ এই নির্দেশ তুলে নেয়ার কথা বিবেচনা করছে। এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামী বৃহস্পতিবার একটি বৈঠকের আয়োজন করা হয়।

    এই নির্দেশ তুলে নেয়ার মধ্য দিয়ে, দুর্ঘটনার এক বছর পর এই জেলার ১১টি পৌরসভায় তেজস্ক্রিয়তার পর্যায়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা কেবল একটি প্রবেশ নিষেধ এলাকা ছাড়া ৩টি নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার এলাকার সবগুলো থেকেই এই নির্দেশ তুলে নেয়া হবে।

    পরীক্ষার ফলাফল পাল্টে দিতে সার্ভার হ্যাক করার জন্য কিশোর অভিযুক্ত

    জাপানের পুলিশ পরীক্ষার ফলাফল পাল্টে দিতে স্কুলের সার্ভারে অবৈধভাবে প্রবেশের জন্য সন্দেহ হওয়া এক কিশোরকে কৌঁসুলিদের কাছে পাঠিয়েছে।

    পুলিশ বলছে নিইগাতা জেলার নাগাওকা শহরের একটি জুনিয়র হাই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তার শিক্ষকের ব্যবহার করা একটি ট্যাবলেট কম্পিউটার থেকে সার্ভারের পাসওয়ার্ড সংগ্রহ করে।

    পুলিশ বলছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উপাত্ত বদল করে নিতে একটি স্মার্টফোন এপ্লিকেশন ব্যবহার করা হয়।

    কিশোরের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায় সে বলেছে ভাল ফলাফল দেখিয়ে পরিবারকে সে মুগ্ধ করতে চেয়েছিল।

    উত্তরপূর্ব জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

    উত্তরপূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অদূরে একটি ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোন সুনামির সৃষ্টি না হলেও সাময়িকভাবে একটি ট্রেন লাইনের চলাচল স্থগিত থাকে।

    আজ স্থানীয় সময় বিকেল ৩টা ২১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের সাত মাত্রার ভূমিকম্প পরিমাপকে এটি মাইনাস ৫ এ রেকর্ড করা হয়।

    এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি জেলা উপকূলের অদূরে আনুমানিক ৫০ কিলোমিটার ভূ-অভ্যন্তরে।

    ঐ এলাকায় অবস্থিত একটি পরমাণু স্থাপনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া এজেন্সি সম্ভাব্য আরও ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।
    এজেন্সির কর্মকর্তা মাসাকি নাকামুরা বলেন, “শক্তিশালী ভূমিকম্প অনুভূত এলাকাসমূহের অধিবাসীদের আগামী সপ্তাহ বা এর কাছাকাছি সময়ে মাইনাস ৫ মাত্রা পর্যন্ত শক্তিশালী সম্ভাব্য আরেকটি ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।”

    কর্মকর্তারা এই বিষয়েও সতর্ক করে দিচ্ছেন যে আজকের ভূমিকম্পটি হয়ত ভূমিধ্বসের ঝুঁকি বৃদ্ধি করেছে।

    ঐ কর্মকর্তা আরও বলেন যে সর্বশেষ ভূমিকম্পটিকে আট বছর আগে আঘাত হানা পূর্ব জাপান মহা-ভূমিকম্পের একটি পরাঘাত বলে মনে করা হচ্ছে।