• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • হায়াবুসা-২ এখন পৃথিবীতে ফেরার পথে

    হায়াবুসা-২’র প্রধান ইঞ্জিনসমূহ যথাযথভাবে কাজ করছে নিশ্চিত হবার পর নিজেদের এই গ্রহাণু অনুসন্ধান যানটি পৃথিবীর দিকে ফিরে আসছে, এমন তথ্য জানিয়েছে জাপানের মহাকাশ এজেন্সি বা জাক্সা।

    উল্লেখ্য, অনুসন্ধান যানটি গত বছরের জুন মাসে রিয়ুগু গ্রহাণুতে পৌঁছায় এবং গ্রহাণুটির ভূপৃষ্ঠে প্রায় দেড় বছর অনুসন্ধান চালানোর পর গতমাসের ১৩ তারিখ সেটি পৃথিবীর উদ্দেশ্যে ঐ গ্রহাণু ত্যাগ করে।

    এরপর দু’সপ্তাহ ধরে এর চারটি প্রধান ইঞ্জিনের উপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হয়।

    জাক্সা ঘোষণা দিয়েছে যে ঐ পরীক্ষায় একটি ফিরতি যাত্রা সম্পাদনের জন্য ইঞ্জিনগুলো প্রস্তুত আছে বলে প্রমাণিত হয়েছে।

    জাক্সা বলছে, অনুসন্ধান যানটি এখন পৃথিবী থেকে ২৫ কোটি কিলোমিটারেরও বেশি দূরে রয়েছে এবং আগামী বছরের নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে সেটির পৃথিবীতে ফেরার সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

    জাপানি শিক্ষার্থীরা পঠন দক্ষতায় দুর্বল: জরিপ

    আন্তর্জাতিক এক জরিপে দেখা গেছে যে, জাপানি হাইস্কুলের শিক্ষার্থীরা বিজ্ঞান ও গণিতে বিশ্বের শীর্ষ পর্যায়ের মধ্যে থাকলেও তাদের পঠন দক্ষতা দুর্বল।

    অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা ও,ই,সি,ডি, প্রতি ৩ বছর অন্তর অন্তর সারা বিশ্বের ১৫ বছর বয়সী শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত ও পঠন দক্ষতা মূল্যায়ন করে থাকে।

    গত বছরের মূল্যায়নের ফলাফল মঙ্গলবার প্রকাশ করা হয়। ৭৯ টি দেশ ও ভূখণ্ডের প্রায় ৬ লক্ষ শিক্ষার্থীর উপর এই সমীক্ষা চালানো হয়।

    জাপানি শিক্ষার্থীরা বিজ্ঞানে এর আগের জরিপ থেকে তিন ধাপ পিছিয়ে পঞ্চম স্থানে রয়েছে।

    গণিতে তারা এক ধাপ নেমে ষষ্ঠ অবস্থানে রয়েছে। তবে পঠনের ক্ষেত্রে তারা ৭ ধাপ পিছিয়ে পঞ্চদশ অবস্থানে রয়েছে।

    বেইজিং, শাংহাই, জিয়াংসু ও ঝেজিয়াং’এর চীনা শিক্ষার্থীরা তিনটি ক্ষেত্রের সবগুলোতেই উপরে অবস্থান করছে। অন্যান্য শীর্ষস্থানীয় দেশেগুলোর মধ্যে সিংগাপুর ও এস্তোনিয়া অন্তর্ভুক্ত রয়েছে।