• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • এলফাবেট থেকে পদত্যাগ করেছেন গুগলের যৌথ দুই প্রতিষ্ঠাতা

    গুগলের যৌথ দুই প্রতিষ্ঠাতা বিশাল আকারের মার্কিন আই টি কোম্পানির অভিভাবক প্রতিষ্ঠান এলফাবেটে তাঁদের নেতৃত্বের ভূমিকা থেকে সরে দাঁড়াচ্ছেন।

    কোম্পানির সেই দায়িত্ব তারা এখন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাইয়ের কাছে হস্তান্তর করবেন।

    এলফাবেট গতকাল জানায় যে প্রধান নির্বাহীর পদ থেকে ল্যারি পেইজ এবং প্রেসিডেন্টের পদ থেকে সের্গেই ব্রিন পদত্যাগ করছেন। পিচাই এখন গুগল এবং এলফাবেট উভয় প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।

    পেইজ এবং ব্রিন এক যৌথ বিবৃতিতে বলেছেন সহজ ব্যবস্থাপনা কাঠামোর সময় এখন এসেছে। তারা বলেন কোম্পানি পরিচালনার ভাল উপায় থাকা অবস্থায় কখনও তারা নিজেদের ভূমিকা ধরে রাখেন নি।

    পেইজ ও ব্রিন দুই কোম্পানির পরিচালনা বোর্ডের সদস্য থাকবেন এবং উপদেষ্টা হিসেবে পিচাইকে সমর্থন দেয়া অব্যাহত রাখবেন।

    টোকিও শেয়ার বাজারে নিক্কেই সূচকের মূল্য হ্রাস

    টোকিও শেয়ার বাজারে মুখ্য নিক্কেই গড় সূচক বুধবার নিম্ন মূল্যে দিন শেষ করেছে।মঙ্গলবার দিন শেষের তুলনায় ২৪৪ পয়েন্ট হ্রাস পেয়ে, নিক্কেই সূচক ২৩ হাজার ১৩৫ পয়েন্টে আজ দিন শেষ করে।বাজার বিশ্লেষকরা বলছেন, চীনের সাথে বাণিজ্য আলোচনা সমাপ্ত করার কোন সময়সীমা নেই বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য থেকে এই আলোচনা প্রত্যাশার থেকে বেশি দীর্ঘায়িত হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। কেউ কেউ ধারণা করছেন যে চীনা আমদানির বিরুদ্ধে অতিরিক্ত শুল্ক আরোপের পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র।

    এর ফলে বাণিজ্যিক প্রতিষ্ঠানের ফলাফল নিয়ে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে এবং এই কারণেই নিক্কেই সূচকের মূল্য অল্প সময়ের জন্য ৩০০ পয়েন্টের বেশি হ্রাস পায়।