• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য চুক্তির প্রভাব মনিটর করবে জাপান

    জাপান বলছে বিশ্বের প্রধান দু’টি অর্থনীতির মধ্যকার বাণিজ্য চুক্তির প্রথম পর্যায়ের সম্ভাব্য প্রভাবসহ যুক্তরাষ্ট্র ও চীনের বাণিজ্য বিরোধের মধ্যে নতুন করে কি ঘটছে সেটা তারা ঘনিষ্ঠভাবে মনিটর করবে।

    চীন বাণিজ্য চুক্তির বিষয়ে ঘোষণা দেয়ার ৩ দিন পর জাপান সরকারের প্রধান মুখপাত্র ইয়োশিহিদে সুগা সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

    চীফ ক্যাবিনেট সেক্রেটারী সুগা বলেন, জাপান সরকার চুক্তিটিকে ইতিবাচক আলোকেই দেখে এবং প্রত্যাশা করে যে ওয়াশিংটন ও বেইজিং আলোচনার মাধ্যমে তাদের বাণিজ্য বিরোধের গঠনমূলক সমাধান করবে।

    জাপানের এনিমে বাজারে রেকর্ড সর্বোচ্চ বিক্রি

    পর পর ষষ্ঠ বারের মত ২০১৮ সালেও জাপানের এনিমে বাজার সর্বোচ্চ রেকর্ড করেছে। বিদেশের বাজারগুলো জাপানের মোটের প্রায় অর্ধেক।

    এসোসিয়েশন অব জাপান এনিমে দেশটির প্রায় দেড়শোটি এনিমে সম্পর্কিত কোম্পানির বিক্রয় মুল্যের ওপর জরিপ চালিয়ে বার্ষিক বাজার নির্ধারণ করেছে।

    প্রতিবেদন অনুযায়ী গতবছর এনিমে শিল্পের বিক্রয় ছিল ১৯ হাজার নয়শ কোটি ডলার, যা তার আগের বছরের চেয়ে ১৭ কোটি ৪০ লক্ষ ডলার বেশি।

    মুভি স্ক্রিনিং এবং গেম বিক্রিসহ বিদেশে বাজারগুলো মোট মূল্যের ৪৬ শতাংশ যা নয়শ তেইশ কোটি ডলারের সমান।

    অনলাইন সরবরাহ ৫৪ কোটি ৪০ লক্ষ মূল্য অতিক্রম করেছে এবং ডিভিডি এবং অন্যান্য ভিডিও প্যাকেজের বিক্রি এক চতুর্থাং কমে ৫৩ কোটি ৭০ লক্ষে পৌঁছেছে।