• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • নতুন নাগরিকত্ব আইনের পক্ষে যুক্তি তুলে ধরলেন মোদী

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি নতুন নাগরিকত্ব আইনের পক্ষে তার যুক্তি তুলি ধরেছেন এবং ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের জন্য বিরোধী দলকে দায়ী করেছেন।

    চলতি মাসের শুরুতে সংসদে পাশ হওয়া সংশোধিত নাগরিকত্ব বিলে পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব দেয়ার বিধান রাখা হয়েছে। তবে মুসলমানদের এর বাইরে রাখা হয়েছে।

    সমালোচকরা বলছেন, এই আইনে মুসলমানদের বিরুদ্ধে বৈষম্য করা হয়েছে এবং বিক্ষোভ সারা দেশে ছড়িয়ে পড়েছে।

    স্থানীয় গণমাধ্যম জানায়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ জনেরও বেশি নিহত হয়েছে এবং কয়েক হাজার লোককে আটক করা হয়েছে।

    রাজধানী নতুন দিল্লীতে এক বক্তৃতায় মোদী বিরোধী দলগুলোর প্রতি অভিযোগ করে বলেন, নতুন আইনে ভারতের মুসলমানদের নাগরিকত্ব বাতিল করা হবে এমন মিথ্যা গুজব ছড়িয়ে তারা বিক্ষোভে উস্কানি দিচ্ছে। ভারতের জনসংখ্যার প্রায় ২০ শতাংশই হল মুসলমান।

    প্রধানমন্ত্রী মোদী বলছেন, ভারতে বসবাস করা মুসলমানদের ক্ষেত্রে এই আইন কোন প্রভাব ফেলবে না। সমালোচকরা বলছেন, নাগরিকত্ব আইনের এই সংশোধন মোদীর হিন্দু জাতীয়তাবাদী নীতিসমূহকে এগিয়ে নেয়ার প্রচেষ্টার একটি অংশ।

    উত্তর কোরিয়া নিয়ে সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত জাপানের প্রধানমন্ত্রী ও মার্কিন প্রেসিডেন্ট

    পিয়াংইয়াং এর বৃদ্ধি পাওয়া উস্কানিমূলক অবস্থানের মাঝে উত্তর কোরিয়াকে সামাল দিতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও জাপানের নেতৃবৃন্দ।

    জাপানের স্থানীয় সময় শনিবার রাতে প্রধানমন্ত্রী শিনযো আবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে প্রায় ৯০ মিনিট কথা বলেন। ট্রাম্পের অনুরোধে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়।

    এতে, দুই নেতা উত্তর কোরিয়া নিয়ে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করে দেশটিকে সামাল দেয়ার পরিকল্পনাসমূহ ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিতে অধিকাংশ সময় ব্যয় করেন।

    পরমাণু চুক্তি নিয়ে মার্কিন ছাড়ের জন্য নিজেদের নির্ধারণ করে দেয়া বছর শেষের সর্বশেষ সময়সীমার আগে কিছুদিন ধরে পিয়াংইয়াং সক্রিয়ভাবে উস্কানিমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    আবে উত্তর কোরিয়ার বিপজ্জনক উস্কানির সমালোচনা করে ট্রাম্পকে বলেন, উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের শুরু করা একটি প্রক্রিয়াকে পরিপূর্ণ সমর্থন করা তিনি অব্যাহত রেখেছেন।