• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে নিজ বাড়ি’সহ অন্যান্য স্থানে নববর্ষের ছুটি কাটাতে যাওয়া যাত্রী সংখ্যার রেকর্ড

    নিজ বাড়ী অথবা অন্যান্য স্থানে ছুটিতে যাওয়া বছর শেষের যাত্রীরা জাপানের সড়ক, বিমানবন্দর এবং ট্রেন স্টেশনে ভিড় করছেন।

    জাপানের রেলপথ কোম্পানিগুলো আজ সকালে বলেছে যে টোকিও থেকে ছেড়ে যাওয়া শিনকানসেন বুলেট ট্রেনের রিজার্ভ-বিহীন বগিগুলো ধারণক্ষমতার ১০০ শতাংশেরও বেশি ভর্তি ছিল। সবচেয়ে ভিড়ের ট্রেনগুলোর যাত্রী ধারণক্ষমতার ১শ ৮০ শতাংশ পর্যন্ত গিয়ে পৌঁছোয়।

    টোকিও’র অদূরের নারিতা বিমানবন্দর নতুন বছরের ছুটি কাটাতে বিদেশ-গামী যাত্রীদের ভিড়ে পরিপূর্ণ ছিল।

    ৬২ হাজারেরও বেশি লোক নারিতা থেকে আজ বিদেশের উদ্দেশ্যে উড্ডয়ন করবেন বলে ধারণা করা হচ্ছে যা বছর শেষে বহির্গমন চুড়োয় ওঠার সময়ের জন্য একটি রেকর্ড।

    বিমান কর্মকর্তাদের অনুমিত হিসাব অনুযায়ী, এবারের যাত্রী সংখ্যা গতবছরের তুলনায় ৭ শতাংশ বেশি।

    যুক্তরাষ্ট্র এবং ইউরোপের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া দূরপাল্লার বিমানগুলো বেশ জনপ্রিয় হয়েছে কারণ এই বছর অনেকেই আজ থেকে আগামী সপ্তাহের রবিবার পর্যন্ত টানা নয় দিনের দীর্ঘ ছুটি উপভোগ করতে পারবেন।

    তবে, গণতন্ত্র-পন্থী বিক্ষোভ এবং পুলিশি পদক্ষেপের মাঝে এবার হংকং’গামী বিমান যাত্রীর সংখ্যায় প্রায় ১০ শতাংশ হ্রাস ঘটবে।

    এছাড়া, কর্মকর্তারা ধারণা করছেন যে জাপান থেকে দক্ষিণ কোরিয়া অভিমুখী যাত্রী সংখ্যাও এবার ২০ শতাংশ কম হবে যা দু’দেশের মধ্যেকার চলমান শীতল সম্পর্ককেই প্রতিফলিত করে।

    অনলাইন বিজ্ঞাপন পরীক্ষা করে দেখবে জাপান সরকার

    ভোক্তাদের লক্ষ্য হিসেবে ধরে নেয়া অনলাইন বিজ্ঞাপনের ক্ষেত্রে ব্যক্তিগত তথ্য কিভাবে সংগ্রহ করা হয় এবং তাতে সংশ্লিষ্ট ব্যক্তির অনুমতি নেয়া হয় কিনা, সে বিষয়ে মন্তব্য করার জন্য জনগণকে আমন্ত্রণ জানাচ্ছে জাপান সরকার।

    বেসরকারিভাবে পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে এতে সাড়া দেয়া অর্ধেকেরও বেশি ব্যক্তি পপ-আপ বিজ্ঞাপনের মত নিজেদের লক্ষ্যবস্তু হিসেবে ধরে নেয়া ব্যবসায়িক প্রচার কার্যক্রম অপছন্দ করেন।

    এই বিজ্ঞাপনগুলো ভোক্তাদের কেনাকাটার ইতিহাস এবং অন্যান্য অনলাইন কার্যক্রমের উপর ভিত্তি করে তাদের কাছে পণ্য বা সেবা উপস্থাপন করে।

    এছাড়া, সরকার অনলাইন বিজ্ঞাপনের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণ করা স্বল্প সংখ্যক কিছু বৃহৎ তথ্য যোগাযোগ কোম্পানির সম্ভাব্য অ-প্রতিযোগিতামূলক ব্যবহার নিয়ে তদন্তের পরিকল্পনাও করছে।

    কর্মকর্তারা বলছেন, বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেয়ার পর আগামী বছর অনলাইন বিজ্ঞাপন নিয়ে একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রণয়নের পরিকল্পনা তারা করছেন এবং এর উপর ভিত্তি করে সরকার যথাযথ পদক্ষেপ বিবেচনা করবে।