• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • পরীক্ষার ফলাফল পাল্টে দিতে সার্ভার হ্যাক করার জন্য কিশোর অভিযুক্ত

    জাপানের পুলিশ পরীক্ষার ফলাফল পাল্টে দিতে স্কুলের সার্ভারে অবৈধভাবে প্রবেশের জন্য সন্দেহ হওয়া এক কিশোরকে কৌঁসুলিদের কাছে পাঠিয়েছে।

    পুলিশ বলছে নিইগাতা জেলার নাগাওকা শহরের একটি জুনিয়র হাই স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্র তার শিক্ষকের ব্যবহার করা একটি ট্যাবলেট কম্পিউটার থেকে সার্ভারের পাসওয়ার্ড সংগ্রহ করে।

    পুলিশ বলছে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে উপাত্ত বদল করে নিতে একটি স্মার্টফোন এপ্লিকেশন ব্যবহার করা হয়।

    কিশোরের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায় সে বলেছে ভাল ফলাফল দেখিয়ে পরিবারকে সে মুগ্ধ করতে চেয়েছিল।

    উত্তরপূর্ব জাপানে ৫.৫ মাত্রার ভূমিকম্প

    উত্তরপূর্ব জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের অদূরে একটি ৫.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কোন সুনামির সৃষ্টি না হলেও সাময়িকভাবে একটি ট্রেন লাইনের চলাচল স্থগিত থাকে।

    আজ স্থানীয় সময় বিকেল ৩টা ২১ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। জাপানের সাত মাত্রার ভূমিকম্প পরিমাপকে এটি মাইনাস ৫ এ রেকর্ড করা হয়।

    এই ভূমিকম্পের কেন্দ্র ছিল আওমোরি জেলা উপকূলের অদূরে আনুমানিক ৫০ কিলোমিটার ভূ-অভ্যন্তরে।

    ঐ এলাকায় অবস্থিত একটি পরমাণু স্থাপনায় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জাপানের আবহাওয়া এজেন্সি সম্ভাব্য আরও ভূমিকম্পের ব্যাপারে সতর্ক করে দিচ্ছে।
    এজেন্সির কর্মকর্তা মাসাকি নাকামুরা বলেন, “শক্তিশালী ভূমিকম্প অনুভূত এলাকাসমূহের অধিবাসীদের আগামী সপ্তাহ বা এর কাছাকাছি সময়ে মাইনাস ৫ মাত্রা পর্যন্ত শক্তিশালী সম্ভাব্য আরেকটি ভূমিকম্প আঘাত হানার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।”

    কর্মকর্তারা এই বিষয়েও সতর্ক করে দিচ্ছেন যে আজকের ভূমিকম্পটি হয়ত ভূমিধ্বসের ঝুঁকি বৃদ্ধি করেছে।

    ঐ কর্মকর্তা আরও বলেন যে সর্বশেষ ভূমিকম্পটিকে আট বছর আগে আঘাত হানা পূর্ব জাপান মহা-ভূমিকম্পের একটি পরাঘাত বলে মনে করা হচ্ছে।