• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • কার্বন ডাই অক্সাইড হ্রাসে জাপানের প্রচেষ্টার উপর পরিবেশ মন্ত্রীর আলোকপাত

    জাপানের পরিবেশ মন্ত্রী শিনজিরো কোইযুমি মাদ্রিদে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে বৈশ্বিক উষ্ণায়ন সামাল দেয়ায় তাঁর দেশের প্রচেষ্টার উপর আলোকপাত করেছেন।

    কপ ২৫ শীর্ষ সম্মেলনে কোইযুমি গতকাল মন্ত্রী-পর্যায়ের একটি বৈঠকে অংশ নেন।

    বিদ্যুৎ উৎপাদনে কয়লার ব্যবহার অব্যাহত রাখায় জাপানের ব্যাপক সমালোচনা করা হচ্ছে।

    বৈঠকের আগে কোইযুমি সাংবাদিকদের বলেছেন তাঁর বিশ্বাস সমালোচনা এড়িয়ে না গিয়ে সরাসরি এর মুখোমুখি হওয়া জাপানের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

    তিনি আরও উল্লেখ করেন যে বৈশ্বিক উষ্ণায়ন সমস্যার সমাধানে তাঁর দেশের চালানো প্রচেষ্টা নিয়ে ইতিবাচক একটি বার্তা তিনি পাঠাবেন।

    জাপানের কিছু কিছু পৌর প্রশাসন কিভাবে উৎপাদিত নবায়নযোগ্য জ্বালানির জন্য নিজস্ব বিদ্যুৎ লাইন তৈরি করে নিচ্ছে, চিলির পরিবেশ মন্ত্রী ক্যারোলিনা শ্মিডের আয়োজিত একটি অনুষ্ঠানে কোইযুমি তার ব্যাখ্যা দিয়েছেন।

    জাপানে ব্যবসায়িক মনোভাব গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন

    জাপানের ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে দেশের নির্বাহী কর্মকর্তারা আশাবাদী দৃষ্টিভঙ্গী পোষণ করছেন না। সরকারী এক জরিপে দেখা গেছে যে বর্তমান ত্রৈমাসিক সময়ের জন্য বিরাট আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মনোভাব গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বনিম্ন।

    কর্মকর্তারা বলছেন, সব ধরনের শিল্পের ক্ষেত্রেই বিরাট আকারের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সূচক হল মাইনাস ৬ দশমিক ২। ২০১৬ সালে দ্বিতীয় ত্রৈমাসিক সময়ের পর থেকে সূচকের এই পরিমাণ হল সর্বনিম্ন। ঐ বছর দক্ষিণ পশ্চিম জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।

    সূচকের পরিমাণ মাইনাস হওয়ায় তার থেকে আভাস পাওয়া যাচ্ছে যে ব্যবসায়িক পরিস্থিতি অবনতিশীল বলে অধিক সংখ্যক কোম্পানির ধারণা।

    কর্মকর্তারা বলছেন যে পয়লা অক্টোবার থেকে ভোগ্য পণ্যের উপর করের পরিমাণ বৃদ্ধি এবং শক্তিশালি তাইফুনের ফলে বিপণী কেন্দ্রগুলো ও বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রয় কেন্দ্রগুলোতে বিক্রির পরিমাণ হ্রাস পেয়েছে।

    চীনে অর্থনীতির গতি মন্থর হয়ে পড়ার ফলে সেই দেশে গাড়ির চাহিদাও হ্রাস পেয়েছিল।