• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    আজ শনিবার সকাল ৭টা ১ মিনিটে শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
    স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার দেয় তিন বাহিনীর একটি চৌকস দল।
    এরপর আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে শহীদ সমাধিতে ফুল দিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    শহীদ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    রাষ্ট্র ও সরকার প্রধানের পর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
    এরপর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা, শহীদ পরিবারের সন্তান এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
    রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ এলাকা ছেড়ে গেলে শ্রদ্ধা নিবেদনের জন্য সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে মানুষের ঢল নামে।

    ২০২০ অর্থবছরে জাপানের বাজেটের পরিমাণ সর্বকালের সর্বোচ্চ

    ২০২০ অর্থবছরের জন্য জাপানের সাধারণ বাজেটের পরিমাণ ১শ ২ লক্ষ কোটি ইয়েনের বেশী বা প্রায় ৯৩ হাজার ৫শ কোটি মার্কিন ডলারে পৌঁছেছে।

    আগামী ১লা এপ্রিল থেকে আরম্ভ হতে যাওয়া অর্থবছরের জন্য খসড়া বাজেট চূড়ান্তকরণের পর্যায়ে রয়েছে।

    জাপানের প্রবীণ নাগরিকদের সংখ্যা অব্যাহত ভাবে বৃদ্ধি পেয়ে চলায় সামাজিক নিরাপত্তা ব্যয়ের পরিমাণ বিপুলভাবে বৃদ্ধি পেয়ে মোট বাজেটের এক তৃতীয়াংশ দখল করে চলতি অর্থবছরের চেয়ে প্রায় ৩শ ৭০ কোটি মার্কিন ডলার বৃদ্ধি পাবে।

    প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ এবং নতুন অর্থনৈতিক নীতিমালা অনুযায়ী, অবকাঠামো নির্মাণের জন্য ১ হাজার ৬শ কোটি ডলারের বেশী অর্থ ব্যয় করা হবে।

    সরকার, নিম্ন আয়ের পরিবারগুলোর শিশুদের জন্য বিনামূল্যে উচ্চ বিদ্যালয়ের শিক্ষা আরম্ভ করবে।

    এদিকে, রাজস্ব আয়ের পরিমাণ হচ্ছে মোট বাজেটের মাত্র প্রায় ৬০ শতাংশ।

    সরকার, আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য মন্ত্রীসভার বৈঠকে খসড়া বাজেটটি অনুমোদনের ইচ্ছা পোষণ করছে।