• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!

    ত্রিমুখী ভালবাসা, মান অভিমান ও বিচ্ছেদের আগুনে পুড়ে ছারখার জাপানি পেঙ্গুইনদের জীবন! কথাগুলো শুনে যে কোন টিভি সোপ অপেরার কথা মনে হতে পারে, কিন্তু বাস্তবে জাপানের কিয়োটা অ্যাকুরিয়ামে বাস করা পেঙ্গুইনদের সম্পর্কের গল্প এটি। তাদের ভালবাসা ও বিচ্ছেদের কাহিনী গতবছরও মন কেড়েছিল দর্শকদের। আর সে কারণেই এবার অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ তাদের পরস্পরের সম্পর্ক নিয়ে তৈরি করেছে একটি ম্যাপ!

    অরিক্স গ্রুপের এই অ্যাকুরিয়ামটির মুখপাত্র শোকো ওকুদা জানায়, ‘পেঙ্গুইনদের জীবনযাপন আমাদের মানুষদের মতই। তাদের প্রত্যেকের নিজস্বতা রয়েছে, তাদের সম্পর্কেও রয়েছে নিজস্বতার প্রভাব। গত বছর পেঙ্গুইনদের ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়। আর সে কারণেই এ বছরও আমরা ম্যাপ প্রকাশ করেছি।

    কিছু কিছু পেঙ্গুইনের খুব বাজে স্বভাব থাকার পরও এবারের রিলেশন ম্যাপকে ‘সুন্দর ও সুখী’ বলে ঘোষণা করেছে কিয়োটা অ্যাকুরিয়াম।

    এই ম্যাপে পেঙ্গুইনদের সম্পর্কের পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে লাল রেখা দিয়ে প্রকাশিত ‘হৃদয়’ চিহ্নটি বর্তমান ভালবাসার সম্পর্ককে নির্দেশনা করছে এবং ‘ভাঙ্গা হৃদয়’ যুক্ত নীল লাইন প্রকাশ করছে কার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে বেগুনি রঙের লাইনে ‘হৃদয়’ চিহ্ন দেয়া, তার অর্থ তাদের সম্পর্ক বেশ জটিল অবস্থায় রয়েছে যা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। হলুদ লাইন বন্ধুত্বের চিহ্ন এবং সবুজ লাইন শত্রুর।

    স্বদেশের পথে আফগানিস্তানে নিহত জাপানী চিকিৎসকের মরদেহ

    আফগানিস্তানে গুলিতে নিহত জাপানি চিকিৎসক ও মানবিক কর্মীর মরদেহ তাঁর পরিবারের সদস্যদের সাথে আজ দেশের পথে রওয়ানা হয়েছে।

    গত বুধবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদে, তেৎসু নাকামুরা ওঁত পেতে থাকা একটি অজ্ঞাত সশস্ত্র দলের গুলিতে নিহত হন।

    গতকাল, নিহত চিকিৎসকের মরদেহ গ্রহণ করতে নাকামুরার বিধবা স্ত্রী নাওকো এবং তাঁর কন্যা আকিকো আফগানিস্তানের রাজধানী কাবুলে গিয়ে পৌঁছান।

    আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি, শোক জানাতে তাঁদের সঙ্গে প্রেসিডেন্টের দপ্তরে সাক্ষাৎ করেন। ঘানি, হত্যাকারীদের শনাক্ত এবং গ্রেফতার করা আফগান কর্তৃপক্ষের দায়িত্ব বলে তাঁদের অবহিত করেন।

    নাকামুরা, সেচের জন্য নালা তৈরিসহ বিভিন্ন ধরণের পুনঃনির্মাণ প্রকল্পে সহযোগিতা ও মানবিক সহায়তা দেয়ার জন্য দীর্ঘদিন ধরে আফগানিস্তানে অবস্থান করে এসেছেন।

    চলতি বছর অক্টোবরে তিনি, প্রথম বিদেশী হিসেবে আফগানিস্তানের সম্মানিত নাগরিকত্ব লাভ করেন।

    আফগানিস্তানের পুলিশ, সশস্ত্র দলটি দেশের ভেতরে ও বাইরে নিজেদের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে সুপরিচিত এই চিকিৎসককে লক্ষ্য করে হামলা চালায় বলে ধারণা করছে।

    আগামীকাল, নাকামুরার মরদেহ জাপানে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।