• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • অলিম্পিক স্টেডিয়ামের নির্মাণ কাজের সমাপ্তি

    ২০২০ টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের মূল স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ হওয়া উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতমাসের শেষ নাগাদ নতুন জাতীয় স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হয়েছে।

    আজ আয়োজিত অনুষ্ঠানে, প্রধানমন্ত্রী শিনযো আবে, টোকিওর গভর্নর ইউরিকো কোইকে এবং স্টেডিয়ামটির নকশার কাজে সংশ্লিষ্ট স্থপতি কেনগো কুমা অংশগ্রহণ করেন।

    আবে, নতুন রেইওয়া যুগে নির্মাণ কাজ শেষ হওয়া স্থাপনাটি ক্রীড়ার ইতিহাসে বিভিন্ন ক্রীড়ার সাক্ষ্য বহন করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    অংশগ্রহণকারীরা, মঞ্চে স্থাপিত একটি সুইচে চাপ দিলে বিশালাকারের একটি পর্দায় লোকজনদের স্টেডিয়ামটির নির্মাণ কাজ শেষ হওয়া উদযাপন করতে দেখা যায়।

    গভর্নর কোইকে, স্টেডিয়ামটি এমন এক স্থাপনা যা নিয়ে বিশ্বের কাছে গর্ব করতে পারেন বলে উল্লেখ করেন।

    তিনি, টোকিওর ক্রীড়ানুষ্ঠানটিকে রেকর্ড বইয়ে এবং লোকজনের স্মৃতিতে খোদাই করে রাখার মত এমন এক অনুষ্ঠানে পরিণত করতে কঠোর পরিশ্রম করে যাবেন বলেও উল্লেখ করেন।

    ৬০ হাজার আসন বিশিষ্ট স্টেডিয়ামটিকে, মোজাইকের মত প্রতিচ্ছবি সৃষ্টি করতে সবুজ ও বাদামির মত বিভিন্ন রংএ সজ্জিত করা হয়েছে। আবার, চারপাশের শ্যামলিমার সঙ্গে সাদৃশ্য বজায় রাখতে আসনগুলোর উপরিভাগে ৬০ মিটার দীর্ঘ কাঠের ছাদের প্রান্তভাগ প্রলম্বিত করে নকশা করা হয়েছে।

    আগামী শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে স্টেডিয়ামটি জনসমক্ষে উন্মুক্ত করা হবে। স্টেডিয়ামটিতে, প্রথম ক্রীড়ানুষ্ঠান হিসেবে নববর্ষের প্রথম দিন ফুটবলের এমপেররস কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে।

    তাকাইয়ামায় বছর শেষের চালের পিঠার উৎসব

    জাপানের মধ্যভাগের গিফু জেলার তাকাইয়ামা শহরে আজ, বার্ষিক চালের পিঠার উৎসবে বিপুল সংখ্যক লোকজনের সমাগম হয়েছে।

    খড়ের বাড়ি এবং অন্যান্য ঐতিহ্যবাহী গৃহ থাকা একটি পর্যটন এলাকা হিদা নো সাতো বা হিদা লোক পল্লী নামে অভিহিত স্থানটিতে এই উৎসবের আয়োজন করা হয়।

    গ্রামের কর্মীরা, প্রায় ২০ কিলোগ্রাম আঠালো চাল সেদ্ধ করে কাঠের হাতুড়ি দিয়ে মলে ভাতগুলো পাকিয়ে ক্ষুদ্রাকারের বা চ্যাপ্টা টুকরো তৈরি করেন।

    গ্রামটিতে, নতুন বছরের সাজসজ্জার জন্য ভাতের পিঠাগুলো ব্যবহার করা হয়।

    কর্মীরা ভাতের পিঠার টুকরোগুলো দিয়ে গাছের ডাল সজ্জিত করেন যেগুলো দেখতে প্রস্ফুটিত ফুলের মত মনে হয়।

    পর্যটক এবং অন্যান্য দর্শনার্থীরা, ভাতের পিঠা তৈরির অনুষ্ঠানটিতে যোগ দেন।