• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানে ক্যাসিনো কেলেঙ্কারিতে এমপি গ্রেফতার

    জাপানে একটি ক্যাসিনো কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির এর সংসদ সদস্যকে (এমপি) গ্রেফতার করেছে পুলিশ। সুকাসা আকিমতো নামের ওই সংসদ সদস্যের বিরুদ্ধে ক্যাসিনো স্থাপনে আগ্রহী একটি কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে বলে টোকিও’র প্রসিকিউটরের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স

    প্রসিকিউটররা জানান, আকিমতোর বিরুদ্ধে ওই কোম্পানির কাছ থেকে অন্তত ৪ মিলিয়ন ইয়েন (অন্তত ২৭ লাখ টাকা) মূল্যের আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে ।

    এই ঘটনায় জড়িত সন্দেহে জড়িত সন্দেহে ক্ষমতাসীন দলের আরেক এমপির অফিস তল্লাসি করেছে পুলিশ। আকিমতো কোন প্রতিষ্ঠানের কাছ থেকে ঘুষ নিয়েছিলেন সে তথ্য প্রকাশ করা হয়নি। তবে এ ঘটনায় জড়িত সন্দেহে ওই কোম্পানির তিন জন কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

    এদিকে গ্রেফতার হওয়ার আগে ঘুষ কেলেঙ্কারির ঘটনায় নিজেকে নির্দোষ দাবি করে টুইট বার্তায় আকিমতো লিখেন, ‘আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই।’

    আকিমতো জাপানে ক্যাসিনো প্রতিষ্ঠার ব্যাপারে প্রচার কাজে নিয়োজিত মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছিলেন। ধারণা করা হচ্ছে, নিজ দলের সংসদ সদস্যের এমন কেলেঙ্কারির ঘটনায় জনরোষের মুখে পড়তে যাচ্ছে শিন জো অ্যাবে সরকার।

    উৎকোচ গ্রহণের সন্দেহে জাপানের আইন প্রণেতা গ্রেফতার

    টোকিওর কৌঁসুলিরা সমন্বিত একটি অবকাশ কেন্দ্র প্রকল্পে বিনিয়োগের প্রত্যাশা করা চীনের একটি কোম্পানির কাছ থেকে উৎকোচ গ্রহণের সন্দেহে একজন আইন প্রণেতাকে গ্রেফতার করেছেন একসময় যিনি ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে ছিলেন।

    উৎকোচ গ্রহণের ঘটনার সময় ৎসুকাসা আকিমোতো প্রতিমন্ত্রী হিসাবে সেরকম প্রকল্পের দায়িত্বে ছিলেন। সূত্রসমূহ বলছে ৫০০ ডট কম কোম্পানির কাছ থেকে তিনি হয়তো নগদ অর্থ পেয়ে থাকবেন।

    দিনের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হতে বলার পর কৌঁসুলিরা আজ আকিমোতোকে গ্রেফতার করেন। অবৈধভাবে নগদ অর্থ জাপানে নিয়ে আসার জন্য অভিযুক্ত চীনা কোম্পানির একজন উপদেষ্টা সহ আরও তিনজনকেও তারা গ্রেফতার করেছেন।