• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ভারত যাত্রায় সাকিবের জন্য হাহাকার

    ‘সে ভুল করেছে, অপরাধ করেনি’

    বহু চেষ্টার পর ভারতে একটি পূর্ণঙ্গ সিরিজ পেল বাংলাদেশ। কোথায় থাকবে উৎসবের আমেজ উল্টো বিষাদের ঘেরাটোপে দেশের ক্রিকেট। ১৩ দফা ন্যায্য দাবি নিয়ে আন্দোলন, বিসিবি প্রধানের ‘ষড়যন্ত্র’ তত্ত্ব এবয় সবশেষ সকিব আল হাসানের নিষেধাজ্ঞা। সব মিলিয়ে আকস্মিক ধাক্কায় টালমাটাল বাংলাদেশের ক্রিকেট। ভারতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুরু হবে ৩ নভেম্বর। টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের নিষিদ্ধ হওয়ার খবর হজম করার ফুরসত পাওয়ার আগেই ভারতের উদ্দেশে রওয়ানা হয়েছে দল। সব ঠিক থাকলে এদিন সাকিবের নেতৃত্বেই দিল্লির বিমানে চড়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু জুয়াড়ির কাছ থেকে একাধিক প্রস্তাব পেয়েও তা গোপন করায় সাজা পেয়ে সাকিব এখন এক বছরের জন্য ক্রিকেটের বাইরে। হুট করে আসা এই ঝড় সামলাতে টি-টোয়েন্টি দলের দায়িত্ব দেওয়া হয়েছে মাহমুদউল্লাহকে। টেস্ট দলের অধিনায়কত্ব করবেন মুমিনুল হক।

    দেশ ছাড়ার আগে সাকিবের জায়গায় নতুন টি-টোয়েন্টি অধিনায়কত্ব পাওয়া মাহমুদউল্লাহ জানালেন, এই ধাক্কা কাটিয়ে উঠতে তারা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের জার্সি গায়ে চাপিয়ে নিজেদের সেরাটা দিতে চান, ‘প্রথমত আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করব সর্বোচ্চ দিয়ে তা পালন করার। দেশের জার্সি গায়ে দিয়ে যখন নামব চেষ্টা করব দল হিসেবে আমরা যেন সেরাটা দিতে পারি।’ ভারত এমনিতেই সেরা দলগুলোর একটি, ঘরের মাঠে তো তারা প্রায় অপ্রতিরোধ্য। সেই ভারতের সঙ্গে এমন বিপর্যস্ত দল নিয়েও আশায় বুক বাঁধছেন মাহমুদউল্লাহ, ‘হ্যাঁ, তারা অনেক ভালো দল। তবে দল হিসেবে যদি আমরা সেরাটা দিতে পারি, ছোট ছোট সুযোগ যদি কাজে লাগাতে পারি তাহলে সম্ভব (ভাল কিছু করা)।’
    ঠিক একদিন আগেই বয়ে গেছে টার্নেডো। যাতে ছিটকে গেছেন সাকিব। দলের অধিনায়ক, সেরা খেলোয়াড়ের এভাবে ছিটকে যাওয়ার পরিস্থিতি সামলানোর পাশাপাশি সাকিব জানিয়ে গেলেন সাকিবের প্রতি নিখাদ সমর্থনের কথা, ‘সবাই জানি আমাদের দলের জন্য, দেশের জন্য কত বড় আঘাত। ও কত বড় খেলোয়াড় সবাই জানি। হয়ত সে একটা ভুল করেছে, কিন্তু অপরাধ করেনি। আমাদের সকলের সমর্থন তার সঙ্গে আছে। আমরা সাকিবকে ভালবাসতাম। আশা করি ভালো বেসে যাব।’ আপাতত কিছুই বদলানো যাবে না। কিন্তু যা করা যাবে সেদিকেই নজর মাহমুদউল্লাহর, ‘এটা তো আমাদের নিয়ন্ত্রণে নাই। আমার কাজ হচ্ছে খেলা। এবং দেশের জন্য জান দিয়ে লড়া।’
    সেই একই হাহাকার মিশে থাকলো আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের কণ্ঠেও। দেশসেরা এই উইকেটরক্ষক ব্যাটসম্যান জানালেন, সাকিবের বিকল্প সাকিবই, ‘সাকিবের বিকল্প নেই। অবশ্যই তাকে মিস করব। সে আমাদের নাম্বার ওয়ান খেলোয়াড়। আমরা দোয়া চাই। শুধু দলের জন্য নয়, সাকিবের জন্যও। আমরা ওর পাশে আছি।’ তবে সেই সঙ্গে তরুণদের জন্য একটি চ্যালেঞ্জও ছুড়ে দিলেন মুশফিক, ‘তার (সাকিবের) জায়গায় যারা এসেছে তাদের জন্য এটা বড় সুযোগ। সাকিব যদি চোটে পড়ত নিশ্চয়ই অন্য কেউ তার জায়গায় আসত। এভাবে দেখলেই আমাদের জন্য ভালো হয়। ক্রিকেটে কেউ নিশ্চয়তা দিতে পারবে না। ভালো ফলই এসব পেছনে ফেলতে পারে।’ সেই ভালো ফল দিতে পারে কেবল সমন্বিত প্রচেষ্টায় সেটিও জানিয়ে দিলেন পঞ্চপা-বের এই সদস্য, ‘এক নম্বর দলের সঙ্গে খেলতে যাচ্ছি, চ্যালেঞ্জ তো থাকবেই। এই চ্যালেঞ্জ আরও ভালো খেলার অনুপ্রেরণা জোগায়।’ তরুণদে উপর অর্পিত দায়িত্ব সাদরে গ্রহণ করেছেন মোসাদ্দেক হোসেন। তরুন এই ওপেনার জানালেন, সাকিবের জন্যই ভালো খেলতে চান তারা, ‘সাকিব ভাই নেই। স্বাভাবিকভাবেই এটা আমাদের জন্য বড় দায়িত্ব। সবাই এটার জন্য প্রস্তুত আছে।’
    দীর্ঘদিন ছিলেন দলের বাইরে। সেই আরাফাত সানিও ক্ষতি দেখছেন সাকিবকে ছাড়া, ‘কোনো সন্দেহ নেই সাকিব আমাদের সেরা খেলোয়াড়। অনেক দিন ধরে সে নাম্বার ওয়ান। ব্যক্তিগতভাবে আমি মনে করি সে থাকলে বোলিংয়ের আরেক প্রান্তে অনেক পরামর্শ পেতাম। সে অনেক দিন আইপিএল খেলছে। ভারতের উইকেট-কন্ডিশন ওর খুব ভালো জানা। সে থাকলে আমার বাড়তি পাওয়া হতো। অবশ্যই তাকে মিস করব। ভারত ধারাবাহিক খুব ভালো খেলছে, অবশ্যই সিরিজটা ভীষণ চ্যালেঞ্জিং হবে। তবে আমরা যদি তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারি, তবে ম্যাচ জিততে পারব আশা করি।’
    এই কঠিন সময়ে নিজের উপর অর্পিত দায়িত্ব পালন করতে চান মোহাম্মদ মিঠুনও, ‘ভারতের মাটিতে ভারতের বিপক্ষে খেলা সব সময়ই কঠিন। সাকিব নেই, অবশ্যই তাকে অনেক মিস করব। এরপরও নিজেদের সেরাটা দিয়ে ওখানে ভালো করার চেষ্টা করব। দল যখন যেটা চাইবে সেটিই ঠিকঠাক করার চেষ্টা করব।’

    চীনের জাপানি নাগরিক আটকের প্রতিবাদ করছেন শিক্ষাবিদরা

    জাপানের একদল শিক্ষাবিদ তাঁদের একজন সহকর্মীকে সম্প্রতি চীনের আটক করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

    জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ৪০এর ঘরে বয়সের সেই পুরুষকে গত মাসে তিনি বেইজিং সফর করার সময় আটক করা হয়।

    হোক্কাইদো বিশ্ববিদ্যালয়ের সেই অধ্যাপক হলেন চীনা ইতিহাসের একজন বিশেষজ্ঞ এবং চীনের সমাজ বিজ্ঞান একাডেমী তাঁকে সেই দেশে আমন্ত্রণ জানিয়েছিল।

    ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক সাতোশি আমাকো এবং হোসেই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাসাহারু হিশিদা অন্তর্ভুক্ত থাকা সেই দলটি গতকাল একটি বিবৃতি প্রচার করেছে। বিবৃতিতে আটকের ঘটনাকে বর্ণনাতীত আঘাত হিসেবে উল্লেখ করা হয়।

    চীনে ভ্রমণ বাতিল করার খবর ইতিমধ্যে শিক্ষাবিদদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকার উল্লেখ করে বিবৃতিতে সতর্ক করে দেয়া হয়েছে যে এই পরিস্থিতি শিক্ষা ক্ষেত্রের বিনিময়কে ক্ষতিগ্রস্ত করতে পারে।

    কী কারণে আটক করা হয়েছে তার বিস্তারিত প্রকাশের আহ্বান এতে চীনা কর্তৃপক্ষের প্রতি জানানো হয়।

    এখন পর্যন্ত কেবল যেটুকু জানা গেছে তা হল, সেই ব্যক্তি চীনের আইন লঙ্ঘন করেছেন। তবে সুনির্দিষ্ট কোনরকম অভিযোগ সম্পর্কে কিছুই বলা হয় নি।

    গত পাঁচ বছরে চীনে ১৩জন জাপানি নাগরিককে আটক করা হয়েছে। এদের মধ্যে নয়জনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তিতে জড়িত থাকার সন্দেহে মামলা দায়ের করা হয়।

    সাকিবের ব্যাংক একাউন্ট চেয়েছিল জুয়াড়ি দীপক

    অসংখ্যবার সাকিব আল হাসানের সঙ্গে ভারতীয় ক্রিকেট জুয়াড়ি দীপক আগারওয়ালের টেলিফোনে কথোপকথন হয়। হোয়াটস অ্যাপে এই কথোপকথনের পুরোটাই জুড়ে ছিল ম্যাচ পাতানোর প্রসঙ্গ। বিভিন্ন ম্যাচে দলে অমুক খেলোয়াড় খেলবে কিনা-এমন সব প্রশ্ন এবং উত্তর। গত বছরের ২৩ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে তিনজাতি সিরিজ চলাকালে দীপক হোয়াটসঅ্যাপ ম্যাসেজে সাকিবের কাছে এই ভাষায় জানতে চান, ‘ব্রো, এই সিরিজে কি কিছু হবে?’ গত বছর আইপিএল চলাকালেও দীপক আগারওয়াল এক ম্যাসেজে সাকিবের কাছে তার ব্যাংক একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান। সাকিব সেই প্রশ্নের উত্তরে দীপককে বলেন, ‘আমি তোমার সঙ্গে আগে সাক্ষাত করতে চাই।’ পরে অবশ্য সাকিব আইসিসির কাছে স্বীকার করেন আগারওয়াল তার কাছে এই সিরিজের বিভিন্ন দল সম্পর্কে তার কাছে তথ্যাদি জানতে চেয়েছিলেন।

    ২০১৮ সালের ২৬ এপ্রিল সাকিবের মোবাইলে এমনসব ম্যাসেজ পায় আকসু। আরো অনেক মুছে ফেলা ম্যাসেজের অস্তিত্বও মিলে সেখানে। সাকিব স্বীকার করেন এসব ম্যাসেজ তাকে পাঠিয়েছিলেন দীপক আগারওয়াল।
    সাকিব আরও স্বীকার করেন দীপক আগারওয়ালের সঙ্গে কথাবার্তা বলে তিনি বুঝতে পারেন এই লোক ক্রিকেট জুয়াড়ি। কিন্তু তারপরও তিনি এই ক্রিকেট জুয়াড়ির প্রস্তাবের তথ্য আকসুকে দেননি। আর সেটাই তার বড় ভুল। সেই বড় ভুলে এখন বড় শাস্তি ভোগ করতে হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন তিনি।

    এমসিসি ক্রিকেট কমিটি থেকে সাকিবের পদত্যাগ

    আইসিসির নিষেধাজ্ঞার খবর আসার পর মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি থেকে পদত্যাগ করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এমসিসির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাইক গ্যাটিং বলেছেন, কমিটি থেকে সাকিবকে হারিয়ে আমরা ব্যথিত। বিগত কয়েক বছর তিনি এই কমিটিতে অনেক অবদান রেখেছেন। তবে তার এই সিদ্ধান্ত সঠিক বলেই আমার বিশ্বাস।

    ২০১৭ সালের অক্টোবরে এমসিসির ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির সঙ্গে যুক্ত হন সাকিব। এরপর অস্ট্রেলিয়ার সিডনি ও ভারতের বেঙ্গালুরুতে এই কমিটির দুটি সভায় অংশ নেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

    এর আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) গতকাল মঙ্গলবার দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা গতকাল থেকেই কার্যকর হয়েছে। আর এই এক বছরে নতুন কোনো অপরাধ না করলে বাকি এক বছর নিষেধাজ্ঞা কাটাতে হবে না।

    জাপানের প্রথম জাতিসংঘ হাই কমিশনার সাদাকো ওগাতা’র পরলোকগমন

    জাপানের প্রথম জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার সাদাকো ওগাতা ৯২ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।

    ১৯৭৬ সালে জাতিসংঘে জাপানের স্থায়ী মিশনে ওগাতা প্রথম জাপানি নারী মিনিস্টার হিসেবে যোগদান করেন।

    প্রথম জাপানি জাতিসংঘ শরণার্থী হাই কমিশনার হিসেবে তিনি ১৯৯১ থেকে ২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ঝঞ্জা-বিক্ষুব্ধ সেই কালে যুগোস্লাভিয়া এবং সোভিয়েত ইউনিয়নের পতন হয়েছিল যা সেসময় আঞ্চলিক সংঘাতের সূত্রপাত ঘটায়। এছাড়া, রুয়ান্ডার গণহত্যাও সেসময় ঘটেছিল। এক্ষেত্রে, ওগাতার অবস্থান ছিল বিপুল পরিমাণ শরণার্থীর নিজেদের বাড়ি থেকে বিতাড়িত হওয়ার দুর্দশা প্রত্যক্ষভাবে অবলোকনের জন্য নিজে সেখানে গমন করা।

    ১৯৯০ সালে যখন তুরস্কে অনেক কুর্দিকেই প্রবেশে বাধা দেয়া হয়, তখন তিনি জাতিসংঘ শরণার্থী এজেন্সি’তে সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুতদেরও সমর্থন করার মত নতুন একটি নীতি চালু করেন।

    এছাড়া, ওগাতা ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত জাইকা নামে পরিচিত জাপান আন্তর্জাতিক সহযোগিতা এজেন্সির প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেন।

    সাকিব দুই বছরের জন্য নিষিদ্ধ

    ম্যাচ পাতানোর প্রস্তাব গোপন করায় বাংলাদেশ টেস্ট ও টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) । আইসিসির দুর্নীতিবিরোধী কোডের তিনটি আইন লঙ্ঘনের অপরাধ সাকিব মেনে নেওয়ার পর এ শাস্তি দেওয়া হয়েছে তাকে। মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আইসিসি।

    আইসিসি তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, শাস্তির ২ বছরের মধ্যে প্রথম এক বছর কোনো ধরণের ক্রিকেট ম্যাচ খেলতে পারবেন না সাকিব। শাস্তির প্রথম এক বছর আইসিসির কোনো আইন ভঙ্গ না করলে পরের এক বছর তার শাস্তি স্থগিত থাকবে। শাস্তির ২ বছর আইসিসি’র পর্যবেক্ষণে থাকবেন সাকিব। এই সময়ে কোনো আইন ভাঙ্গলে সর্বেোচ্চ শাস্তি অর্থ্যাৎ ৫ বছরের জন্য নিষিদ্ধ করা হবে তাকে।

    এই নিষেধাজ্ঞার ফলে আগামী বছরের ২৯ অক্টোবর পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে সাকিবকে। ফলে আগামী বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-২০ বিশ্বকাপ ক্রিকেট খেলতে পারবেন না তিনি।

    আইসিসি জানিয়েছে, ২০১৮ এর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চার মাসের মধ্যে তিন বার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। তবে এ বিষয়ে আইসিসিকে কিছু জানাননি তিনি। ২০১৮ সালের জানুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ চলাকালে ফিক্সিংয়ের প্রস্তাব পান সাকিব। পরবর্তীতে সে বছরই আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদ-কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের আগেও তাকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন জুয়াড়িরা। আর একবার তার কাছে প্রস্তাব আসে ত্রিদেশীয় সিরিজ অথবা আইপিএলে।

    আইসিসির কাছে সকল দোষ স্বীকার করে নেওয়ায় শাস্তির বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ থাকছে না সাকিবের।

    আইফোন ৫ ব্যবহারকারীদের অ্যাপলের সতর্কতা

    আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপেল। সতর্কতার অংশ হিসেবে আইফোন ৫ ব্যবহারকারীদের সফটওয়্যার আপেডট করতে বলা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে সফটওয়্যার আপডেট না দিলে ঝামেলায় পড়তে হবে বলে জানিয়েছে অ্যাপল। যদিও আইওএস ১০.৩.৪ সফটওয়্যারটির কথ বলেছেন তারা। ব্যবহার করা যাবে না ইমেইল, অ্যাপ স্টোর ও আইক্লাউড। এমনকি ওয়েব ব্রাউজিং করতেও বাধার সম্মুখীন হতে হবে।

    নির্ধারিত সময়ের মধ্যে কেউ যদি সফটওয়্যার আপডেট না করেন তবে ম্যানুয়ালি পিসিতে আইফোন ৫-এর গুরুত্বপূর্ণ ফাইলগুলোর ব্যাকআপ রাখতে হবে।

    তাদের সতর্কতা অনুযায়ী, চতুর্থ প্রজন্মের আইপ্যাড ব্যবহারকারীরাও বিপদে পড়বেন। তবে তারা শুধু জিপিএস ফাংশনালিটিই হারাবেন। বাদবাকি সবকিছু ঠিক থাকবে। অ্যাপল জানিয়েছে, আইওএস ১২ সফটওয়্যারের আগের সংস্করণ ব্যবহার করেন মাত্র ৯ শতাংশ ব্যবহারকারী। তাই খুব বেশি আইওএস ০.৩.৪ সফটওয়্যারটির ব্যবহারকারী সংখ্যা খুব বেশি হবে না। আইফোন ৫ বাজারে এসেছিল ২০১২ সালে। সাত বছরের মধ্যে এবারই প্রথম সফটওয়্যার আপডেটের অনুরোধ জানাল অ্যাপল।

    যে অ্যাপগুলো আইফোনে রাখা যাবে না

    ক্ষতিকর অ্যাপ এখন অ্যাপলের অ্যাপ স্টোরেও রয়েছে। এসব ক্ষতিকর অ্যাপ আইফোন থেকে ব্যক্তিগত তথ্য চুরি করে নিতে পারে। মোবাইল নিরাপত্তা প্রতিষ্ঠান ওয়ান্ডেরার গবেষকেরা সম্প্রতি আইফোনে ১৭টি ক্ষতিকর অ্যাপের সন্ধান পেয়েছেন যাতে ক্লিকওয়্যার যুক্ত রয়েছে।

    অ্যাপলের পক্ষ থেকে এসব অ্যাপের বিরুদ্ধে তদন্ত করে ক্ষতিকর প্রোগ্রাম থাকার প্রমাণ পেয়েছে। ইতিমধ্যে ১৫টি অ্যাপ সরিয়ে ফেলা হয়েছে। এসব অ্যাপ তৈরি করেছে ভারতের অ্যাপঅ্যাসপেক্ট টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান।

    এসব অ্যাপে যে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম থাকে তা ওয়েবপেজ চালু করে ব্যাকগ্রাউন্ডে বিজ্ঞাপনে ক্লিক করে। ব্যবহারকারীর অজ্ঞাতে ব্যাকডোর ব্যবহার করে বিজ্ঞাপন চালায় এসব ক্ষতিকর অ্যাপ। আইফোনে এ ধরনের অ্যাপ থাকলে সরিয়ে ফেলার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

    ঐ ক্ষতিকর অ্যাপগুলো হচ্ছে—মাই ট্রেইন ইনফো, আরটিও ভেহিকল ইনফরমেশন, ইএমআই ক্যালকুলেটর অ্যান্ড লোন প্ল্যানার, ফাইল ম্যানেজার, স্মার্ট জিপিএস স্পিডোমিটার, ক্রিকওয়ান্ডলাইভ ক্রিকেট স্কোরস, ডেইলি ফিটনেস-ইয়োগা পোজেস, এফএম রেডিও-ইন্টারনেট রেডিও, অ্যারাউন্ড মি প্লেস ফাইন্ডার, ইজি কনট্যাকটস ব্যাকআপ ম্যানেজার, রামাদান টাইমস, রেস্টুরেন্ট ফাইন্ডার-ফাইন্ড ফুড, বিএমআই ক্যালকুলেটর-বিএমআর ক্যাল, ডুয়াল অ্যাকাউন্টস, ভিডিও এডিটর, ইসলামিক ওয়ার্ল্ড-কিবলা, স্মার্ট ভিডিও কমপ্রেসার। সূত্র :এনগ্যাজেটস

    জাপানের চিবা জেলায় উদ্ধার ও পুনঃ নির্মাণ কাজ অব্যাহত আছে

    প্রচণ্ড বর্ষণ থেকে বন্যা ও কাদার ধ্বস নামার কারণে টোকিওর পূর্ব দিকে অবস্থিত চিবা জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। জাপানে বৃষ্টিপাতের ফলে যে দশজনের মৃত্যু নিশ্চিত করা হয়, এদের মধ্যে নয়জন হচ্ছেন সেই জেলার। উদ্ধার ও পুনঃ নির্মাণ প্রচেষ্টা অব্যাহত আছে।

    নিম্ন চাপ থেকে শুরু হওয়া প্রচণ্ড বৃষ্টি গত শুক্রবার জেলার উপর আঘাত হানে। কোন কোন এলাকায় ১২-ঘণ্টা সময়ের মধ্যে পুরো অক্টোবর মাসের গড় বৃষ্টিপাতের চাইতে বেশি বৃষ্টি হয়েছে।

    জেলার উনিশটি নদীর পানি উপচে পড়লে রাস্তাঘাট ও আবাসিক এলাকা প্লাবিত হয়। মুষল বর্ষণ একই সাথে ভূমিধ্বস শুরু করে দেয়।

    বাড়িঘরের ক্ষয়ক্ষতির বিস্তৃতি সম্পর্কে এখনও পর্যন্ত পরিষ্কার ধারণা না পাওয়া গেলেও তিনটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়া, দুটি ভবন অর্ধেক বিধ্বস্ত হওয়া এবং একটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়া সম্পর্কে কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

    ৬২টি বাড়ি মেঝের চাইতে উচ্চতা পর্যন্ত তলিয়ে গেছে এবং ১৯৫টিতে পানি এসেছে মেঝের নিচ পর্যন্ত।

    চিবা জেলার কর্মকর্তারা বলছেন আজ দুপুর একটা পর্যন্ত ৯১ ব্যক্তি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছিলেন।

    জেলার বাসভবনগুলোতে পানি সরবরাহ ফিরে এসেছে।

    ভোটারদের খাবার পাঠিয়ে পদচ্যুত জাপানি মন্ত্রী

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শুক্রবার পদচ্যুত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের দামি বাঙ্গি, কমলা, কাঁকড়া, মাছের ডিম ও রাজকীয় জেলি উপহার দিয়েছিলেন তিনি। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, রাজনীতিবিদরা তাদের নিজ নির্বাচনী এলাকার ভোটারদের অনুদান বা উপহার পাঠাতে পারবেন না। খবর বিবিসির।

    জাপানের স্থানীয় সাময়িকী শুকান বুনশুন এক প্রতিবেদনের মাধ্যমে ইশু সুগাওয়ারা তার ভোটারদের কি কি উপহার দিয়েছিলেন, তার একটি তালিকা প্রকাশ করে। একইসঙ্গে উপহার গ্রহণের পর মন্ত্রী বরাবর প্রাপকদের ধন্যবাদজ্ঞাপক চিঠিও প্রকাশ করে পত্রিকাটি। এরপরই স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এই খবর চাউড় হয়।

    সমবেদনা জানাতে এই মন্ত্রী তার এক সমর্থকের পরিবারকে ২০ হাজার জাপানি ইয়েন অনুদান দিয়েছেন বলেও খবর বের হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে অবশেষে মন্ত্রীত্ব হারাতে বাধ্য হন ইশু সুগাওয়ারা।

    প্রধানমন্ত্রী শিনজো আবে তার পদত্যাগপত্র গ্রহণের খবর নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তাকে আমিই নিয়োগ দিয়েছিলাম। এজন্য জাপানি জনগণের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

    সুগাওয়ারা নিজের স্বপক্ষে বলেন, ‘আমি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছি কি না, সে ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। তবে, আমি পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না, আমার কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হোক।’

    জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত

    নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতে, পূর্ব ও উত্তর পূর্ব জাপানে বন্যা ও কাদাধ্বসের সৃষ্টি হয়েছে। এতে ১০ জন নিহত এবং এক ব্যক্তি নিখোঁজ হন।

    চিবা এবং পার্শবর্তী ইবারাকি জেলার কয়েকটি এলাকায়, ১২ ঘণ্টা সময়ে ২শ মিলিমিটারের বেশী বৃষ্টিপাত হয়। এই পরিমাণ অক্টোবর পুরো মাসের গড়ের চেয়েও বেশী।

    চিবা জেলার বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বিভিন্ন সড়ক এবং আবাসিক এলাকা ডুবে যায়। উদ্ধারকর্মীরা, বন্যার পানির জন্য কিছু এলাকায় পৌঁছানো দূর্গম হয়ে পড়েছে বলে জানান।

    বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী, নিজেদের বাড়ি থেকে কাদাপানি সরানোর দীর্ঘ এবং জটিল কাজ আরম্ভ করেছেন।

    নিরাপত্তার সব সূচকে ভারতের শহরগুলি পিছিয়ে, প্রথম টোকিও

    মোট ৫৭টি সূচকের ভিত্তিতে বিশ্বের ৬০টি শহরের তালিকা প্রকাশিত হয়েছে। সেই তালিকায় জাপানের রাজধানী টোকিও আছে প্রথম স্থানে। আর ভালো অবস্থানে নেই ভারতের শহরগুলি।-খবর দ্য ইকনোমিস্ট। সূচকগুলির মধ্যে অন্যতম ডিজিটাল নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা, পরিকাঠামোগত নিরাপত্তা এবং ব্যক্তিগত নিরাপত্তা। আধুনিক শহুরে জীবনের জন্য এই দিকগুলি গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

    বিভিন্ন নিরাপত্তার দিক দিয়ে জাপানের রাজধানী টোকিও বিশ্বে প্রথম। এরপর আছে যথাক্রমে সিঙ্গাপুর, ওসাকা, আমস্টারডাম ও সিডনি। তালিকায় ৪৫ নম্বর স্থানে আছে ভারতের মুম্বাই। আরও সাত ধাপ পিছিয়ে ৫২ নম্বর স্থানে জায়গা হয়েছে দিল্লির। শেষ স্থানে আছে লাগোস।

    ডিজিটাল নিরাপত্তার দিক দিয়ে তালিকার শীর্ষে টোকিও। এরপর প্রথম পাঁচে যথাক্রমে আছে সিঙ্গাপুর, শিকাগো, ওয়াশিংটন ডিসি এবং লস অ্যাঞ্জেলস ও সান ফ্রান্সিসকো যুগ্মভাবে পঞ্চম।

    আর ৪৭ নম্বর স্থানে আছে ভারতের দুটি শহর। মুম্বাই ও দিল্লি। তালিকার শেষ থেকে প্রথমে রয়েছে মিয়ানমায়ের রাজধানী ইয়াঙ্গুন।

    স্বাস্থ্য নিরাপত্তার দিক থেকে জাপানের শহরে ওসাকা। তারপরে প্রথম পাঁচে আছে যথাক্রমে টোকিও, সোল, আমস্টারডাম ও স্টকহোম যুগ্মভাবে চতুর্থ স্থানে, পঞ্চম স্থানে ফ্রাঙ্কফুর্ট।

    স্বাস্থ্য সুরক্ষার তালিকায় ভারতের দুটি শহর ৫০ এর কোঠায়। মুম্বাই রয়েছে ৫০ নম্বরে এবং দিল্লি আছে ৫১-এ। তালিকার সর্বশেষ শহর লাগোস।

    পরিকাঠামোগত নিরাপত্তার দিক দিয়ে প্রথম পাঁচের বাকি শহরগুলি হল ওসাকা, বার্সেলোনা, টোকিও ও মাদ্রিদ। ভারতের মুম্বাই ৫০ নম্বরে। আরও সাত ধাপ পিছিয়ে জায়গা পেয়েছে দিল্লি। শেষ স্থানে ক্যারাকাস।

    ব্যক্তিগত সুরক্ষার সূচকগত তালিকার প্রথমে আছে সিঙ্গাপুর। তারপর প্রথম পাঁচে আছে যথাক্রমে কোপেনহাগেন, হংকং, টোকিয়ো এবং ওয়েলিংটন।

    একমাত্র এই তালিকায় ভারতের দুটি শহরের স্থান তুলনামূলকভাবে ভাল। ৩৭ নম্বরে আছে মুম্বাই এবং ৪১-এ জায়গা পেয়েছে দিল্লি। তালিকার শেষ শহর লাগোস।

    তাইফুন হাগিবিসে নিহতের মোট সংখ্যা এখন ৮৬

    এন এইচ কে জানতে পেরেছে যে তাইফুন হাগিবিসে নিহতের সংখ্যা হচ্ছে ৮৬ জন। এছাড়া আট ব্যক্তি এখনও পর্যন্ত নিখোঁজ আছেন। সামুদ্রিক ঝড় চলতি মাসে এর আগে জাপানের উপর আঘাত হানে এবং বিশাল এলাকা বন্যা প্লাবিত করে।

    নিহতের সংখ্যা ৩০ জন নিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুকুশিমা জেলা, এরপর যথাক্রমে ১৯ ও ১৪ ব্যক্তির প্রাণহানি নিয়ে আছে মিয়াগি ও কানাগাওয়া জেলা।

    অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি বলছে তাইফুনে ৭২ হাজার বাড়িঘর বন্যা কবলিত হয়। প্রায় ৬,৫০০ বাড়ি বিধ্বস্ত কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

    আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনের

    বিটিআরসির সঙ্গে বিশাল অঙ্কের রাজস্ব বিরোধ নিয়ে টানাপোড়েনের মধ্যেই নতুন করে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের বড়ো অঙ্কের ভ্যাট (মূল্য সংযোজন কর) ফাঁকি বের হয়েছে। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংশ্লিষ্ট অফিসের বিশেষ নিরীক্ষায় গ্রামীণফোনের প্রায় ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদ্ঘাটিত হয়েছে।

    এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানকে কমিশন পরিশোধকালে কর্তিত ভ্যাট সরকারের ঘরে জমা দেয়নি প্রতিষ্ঠানটি। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে সম্প্রতি প্রাথমিক দাবিনামা জারি করা হয়েছে। কিছু প্রক্রিয়া শেষে শিগগিগরই চূড়ান্ত দাবিনামা জারি করা হবে। গ্রামীণফোনের বিরুদ্ধে এর বাইরেও বিভিন্ন খাতে ২ হাজার ৮৫০ কোটি টাকা ভ্যাট ফাঁকি কিংবা পরিশোধ না করার অভিযোগ রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) প্রতিষ্ঠানটির কাছে প্রায় ১২ হাজার ৫৮০ কোটি টাকা দাবি করেছে। এ নিয়ে দেশব্যাপী ব্যাপক আলোচনা চলছে। এমনকি প্রতিষ্ঠানটিতে প্রশাসক বসানোরও উদ্যোগ নিয়েছে সরকার। এমন আলোচনার মধ্যেই গ্রামীণফোনের নতুন করে বিশাল অঙ্কের ভ্যাট ফাঁকি উদ্ঘাটনে রীতিমতো বিস্মিত হয়েছেন রাজস্ব বিভাগের কর্মকর্তারা।

    নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, ‘আমাদের সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা বিশেষায়িত নিরীক্ষার মাধ্যমে গ্রামীণফোনের ভ্যাট পরিশোধ না করার বিষয়টি বের করেছেন। প্রতিষ্ঠানটির রাজস্ব ফাঁকি-সংক্রান্ত নানা অভিযোগ নিয়ে যখন এত কঠিন পরিস্থিতি, তখন এমন তথ্য আমাদেরও বিস্মিত করেছে।’

    তিনি বলেন, প্রতিষ্ঠানটির মধ্যে একধরনের ‘গোঁয়ারতুমি’ রয়েছে। স্থান ও স্থাপনা ভাড়াসহ বিভিন্ন ইস্যুতে অন্য মোবাইল ফোন অপারেটর রবি কিংবা বাংলালিংক অর্থ পরিশোধ করলেও গ্রামীণফোন ঝুলিয়ে রাখছে, পরিশোধ করছে না। মামলায় ফেলে বছরের পর বছর আটকে রাখতে চায়।

    এনবিআর সূত্র জানিয়েছে, ২০১৫ সাল থেকে চার বছরের গ্রামীণফোনের বিভিন্ন নথিপত্র নিরীক্ষা করে এসব রাজস্বের অর্থ পরিশোধ না করার বিষয়টি বের হয়েছে। আলোচ্য সময়ের ভ্যাট আইন অনুযায়ী, কোনো প্রতিষ্ঠান সেবা গ্রহণের পর সেবার মূল্য বা কমিশন পরিশোধকালে উেস ১৫ শতাংশ হারে ভ্যাট কর্তন করে সরকারের কোষাগারে জমা দিতে হয়। কিন্তু প্রতিষ্ঠানটি চার বছর ধরে এ অর্থ জমা দেয়নি। প্রতিষ্ঠানটির বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে এ বিষয়ে কিছু তথ্য পাওয়া গেছে। কমিশন প্রদানকালে আলোচ্য ভ্যাট ছাড়াও বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনকালে নির্বাচন কমিশনে সংরক্ষিত আঙুলের ছাপ মিলিয়ে দেখার জন্য ভোটারের তথ্যভান্ডার ব্যবহার করে। এর বিপরীতে নির্বাচন কমিশনকে প্রদত্ত ফির ওপর ভ্যাট কর্তনের কথা। কিন্তু ঐ ভ্যাট এনবিআরকে পরিশোধ করেনি।

    অন্যদিকে বাংলাদেশ রেলওয়েকে লিজের সেবামূল্য পরিশোধের সময় আদায়কৃত ভ্যাটও সরকার পায়নি বলে জানিয়েছে এনবিআর। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি এনবিআরের প্রাপ্য প্রায় ৭০০ কোটি টাকা জমা দেয়নি।

    বিদ্যমান ভ্যাট আইন অনুযায়ী, প্রাথমিক দাবিনামা জারির পর অর্থ পরিশোধ কিংবা জবাব দেওয়ার জন্য দুই সপ্তাহ সময় দেওয়া হয়। অর্থ পরিশোধ না হলে চূড়ান্ত দাবিনামা জারি করা হয়। এরপর আরো কিছু প্রক্রিয়া শেষে এনবিআর চাইলে প্রতিষ্ঠানটির ব্যাংক হিসাবও জব্দ করতে পারে। এর আগে অন্য আরেকটি মোবাইল ফোন কোম্পানির ব্যাংক হিসাব জব্দ করে অর্থ আদায়ের মতো নজির রয়েছে।

    ইস্যুটি নিয়ে গ্রামীণফোনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

    সূত্র জানিয়েছে, এর আগেও গ্রামীণফোনের বিরুদ্ধে বহুল আলোচিত সিম পরিবর্তনের নামে নতুন সিম বিক্রি করে ভ্যাট ফাঁকির অভিযোগ রয়েছে। ঐ ইস্যুতে চারটি মোবাইল ফোন কোম্পানির বিরুদ্ধে ভ্যাট ফাঁকির অভিযোগ উঠলেও গ্রামীণফোনের কাছেই দাবি ছিল প্রায় দেড় হাজার কোটি টাকা। অভিযোগ রয়েছে, সিম পরিবর্তনের ক্ষেত্রে বিটিআরসির নিয়ম লঙ্ঘন করেছিল গ্রামীণফোন। অর্থাৎ, আইনবহির্ভূতভাবে সিম পরিবর্তনের স্থলে নতুন সিম ইস্যু করা হয়েছিল। স্থান ও স্থাপনা ভাড়া-সংক্রান্ত পাঁচ মামলায়ও বড়ো রাজস্ব আটকে রয়েছে প্রতিষ্ঠানটির কাছে। এই ইস্যুতে অন্য মোবাইল ফোন কোম্পানিগুলো অর্থ পরিশোধ করলেও গ্রামীণফোন দিচ্ছে না। সব মিলিয়ে প্রতিষ্ঠানটি ২ হাজার ৮৫০ কোটি টাকা ভ্যাট পরিশোধ করেনি বলে অভিযোগ রয়েছে। নতুন করে যুক্ত হলো আরো প্রায় ৭০০ কোটি টাকা।

    জানা গেছে, গ্রামীণফোনের কাছে বিটিআরসির দাবিকৃত সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে ভ্যাটসহ সব কর মিলিয়ে এনবিআরের দাবিকৃত পাওনা রয়েছে ৪ হাজার ৮৬ কোটি টাকা।

    ২০১৮ সালে জাপানে রেকর্ড সংখ্যক বিদেশি শিক্ষার্থীর কর্মসংস্থান হয়েছে

    সবচেয়ে বড় মশা

    Posted by admin on October 23
    Posted in Uncategorized 

    সবচেয়ে বড় মশা

    বিশ্বের সবচেয়ে বড় মশার সন্ধান পাওয়া গেল চীনে। হলোরুশিয়া মিকাডো প্রজাতির এই মশাটির পাখার দৈর্ঘ্য ১১ দশমিক ১৫ সেন্টিমিটার, অর্থাৎ ৪ ইঞ্চিরও বেশি। এটি সাধারণ মশা থেকে অন্তত ১০ গুণ বড়। এর শরীর প্রায় ২ ইঞ্চি লম্বা। গত আগস্টে দেশটির সিচুয়ান প্রদেশের কিনচেং পর্বতে ঘুরতে যেয়ে এই মশার সন্ধান পান পশ্চিম চীনের পতঙ্গ জাদুঘরের প্রধান সংরক্ষক জাও লি। কিন্তু, এই আবিস্কারের খবর প্রকাশের আগে তিনি মশাটি নিয়ে গবেষণা করতে চেয়েছিলেন ও নিশ্চিত হতে চেয়েছিলেন যে, এটি আসলেই বিশ্বের সবচেয়ে বড় মশা। জাও লি জানান, এই প্রজাতির মশা রক্ত খায় না। তারা খুব কম দিন বেঁচে থাকে। মূলত ফুলের রস খেয়ে এরা জীবনধারণ করে থাকে। বিশ্বে হাজার হাজার প্রজাতির মশা রয়েছে। এদের মধ্যে মাত্র ১০০ প্রজাতির মশা রক্ত পান করে জীবন ধারণ করে।

    উল্লেখ্য, ১৮৭৬ সালে জাপানে জন ওবাদিয়া এই হলোরুশিয়া মিকাডো প্রজাতির মশা প্রথম আবিষ্কার করেন। ওই মশার পাখার দৈর্ঘ্য সাধারণত ৮ সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। সূত্র: নিউইয়র্ক পোস্ট।