• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ভোটারদের খাবার পাঠিয়ে পদচ্যুত জাপানি মন্ত্রী

    নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে শুক্রবার পদচ্যুত হয়েছেন জাপানের বাণিজ্যমন্ত্রী ইশু সুগাওয়ারা। নিজ নির্বাচনী এলাকায় ভোটারদের দামি বাঙ্গি, কমলা, কাঁকড়া, মাছের ডিম ও রাজকীয় জেলি উপহার দিয়েছিলেন তিনি। দেশটির নির্বাচনী আইন অনুযায়ী, রাজনীতিবিদরা তাদের নিজ নির্বাচনী এলাকার ভোটারদের অনুদান বা উপহার পাঠাতে পারবেন না। খবর বিবিসির।

    জাপানের স্থানীয় সাময়িকী শুকান বুনশুন এক প্রতিবেদনের মাধ্যমে ইশু সুগাওয়ারা তার ভোটারদের কি কি উপহার দিয়েছিলেন, তার একটি তালিকা প্রকাশ করে। একইসঙ্গে উপহার গ্রহণের পর মন্ত্রী বরাবর প্রাপকদের ধন্যবাদজ্ঞাপক চিঠিও প্রকাশ করে পত্রিকাটি। এরপরই স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে তার নির্বাচনী আচরণবিধি ভঙ্গের এই খবর চাউড় হয়।

    সমবেদনা জানাতে এই মন্ত্রী তার এক সমর্থকের পরিবারকে ২০ হাজার জাপানি ইয়েন অনুদান দিয়েছেন বলেও খবর বের হয়। এ ঘটনায় ব্যাপক সমালোচনা শুরু হলে অবশেষে মন্ত্রীত্ব হারাতে বাধ্য হন ইশু সুগাওয়ারা।

    প্রধানমন্ত্রী শিনজো আবে তার পদত্যাগপত্র গ্রহণের খবর নিশ্চিত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘তাকে আমিই নিয়োগ দিয়েছিলাম। এজন্য জাপানি জনগণের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

    সুগাওয়ারা নিজের স্বপক্ষে বলেন, ‘আমি নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করেছি কি না, সে ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। তবে, আমি পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। আমি চাই না, আমার কারণে সংসদের কার্যক্রম ব্যাহত হোক।’

    জাপানের পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত

    নিম্নচাপের ফলে সৃষ্ট প্রবল বৃষ্টিপাতে, পূর্ব ও উত্তর পূর্ব জাপানে বন্যা ও কাদাধ্বসের সৃষ্টি হয়েছে। এতে ১০ জন নিহত এবং এক ব্যক্তি নিখোঁজ হন।

    চিবা এবং পার্শবর্তী ইবারাকি জেলার কয়েকটি এলাকায়, ১২ ঘণ্টা সময়ে ২শ মিলিমিটারের বেশী বৃষ্টিপাত হয়। এই পরিমাণ অক্টোবর পুরো মাসের গড়ের চেয়েও বেশী।

    চিবা জেলার বেশ কয়েকটি নদী প্লাবিত হয়ে বিভিন্ন সড়ক এবং আবাসিক এলাকা ডুবে যায়। উদ্ধারকর্মীরা, বন্যার পানির জন্য কিছু এলাকায় পৌঁছানো দূর্গম হয়ে পড়েছে বলে জানান।

    বিপুল সংখ্যক স্থানীয় অধিবাসী, নিজেদের বাড়ি থেকে কাদাপানি সরানোর দীর্ঘ এবং জটিল কাজ আরম্ভ করেছেন।