• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • ঘূর্ণিঝড় : জাপানে রাজকীয় প্যারেড স্থগিত

     

    জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড়ের আঘাতে প্রায় ৮০ জন নিহত হওয়ার পর দেশটির নতুন সম্রাটের সিংহাসন আরোহণ পালনের প্রধান রাজকীয় (ইমপেরিয়াল) প্যারেড স্থগিত করেছে টোকিও। বৃহস্পতিবার স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপির।

     জাপানের জাতীয় সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানায়, সম্রাট নারুহিতোর সিংহাসন আরোহণ উপলক্ষে ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে আগামী ২২ অক্টোবর এ প্যারেড অনুষ্ঠিত হতো। শক্তিশালী ঘূর্ণিঝড়ে হতাহতের কারণে প্যারেড স্থগিত করা হয়েছে।

    প্রসঙ্গত, জাপানে শক্তিশালী ঘূর্ণিঝড় হাগিবিসের আঘাতে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো অনেকে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হাগিবিস ঝড়কে গত ৬০ বছরে জাপানের সবচেয়ে ভয়াবহ বলে মনে করা হচ্ছে। ঝড়ের জেরে ভূমিধস ও নদীতে জলোচ্ছ্বাস হয়েছে।

    হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞা

    হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞা

    সামুদ্রিক ঝড় তাইফুন হাগিবিসের নিয়ে আসা মুষল বর্ষণ জাপানের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চল জুড়ে নদীগুলোতে যথেষ্ট সংখ্যক বাড়িঘর তলিয়ে দেয়ার মত বন্যা নিয়ে আসার কারণ হয়ে দাঁড়ায়। আমাদের নতুন ধারাবাহিক “হাগিবিসের পরের করণীয় ও নিষেধাজ্ঞা”য় বন্যার পানি নিয়ে কি করতে নেই সেই তথ্য আমরা আপনাদের সাথে ভাগাভাগি করে নেব।

    শুরুতে এবং সর্বাগ্রে বলতে হয় বাড়ির চারপাশে জমা হওয়া বন্যার পানির উপর দিয়ে কখনও হেঁটে যাবেন না। কেননা কর্দমাক্ত পানিতে চোখের আড়ালে থেকে যাওয়া ঢাকনা নেই সেরকম কোন ম্যানহোল, নালা, উঁচু নিচু ফসলের মাঠ কিংবা অন্য কোন সম্ভাব্য বিপজ্জনক জায়গায় আপনার পা হয়তো পড়তে পারে কিংবা আপনি পড়ে যেতে পারেন। এছাড়া গাছ ও কাচের মত ভেসে আসা কোন বস্তুর আঘাত আপনার উপর এসে পড়তে পারে। এমন কি পয় নিষ্কাসনের পানি ম্যানহোলের ভেতরে আপনাকেও সেই সাথে শুষে নিতে পারে।

    সবশেষে বলতে হয় খোলা ত্বক নিয়ে কাদা কিংবা বন্যার পানি কখনও স্পর্শ করবেন না। পয় নিষ্কাসনের ময়লা ও জীবাণু এতে থেকে যেতে পারে, যা কিনা নিউমোনিয়ার মত অসুখের কারণ হয়ে দেখা দিতে পারে এবং দেহের ক্ষতে পচন ধরাতে পারে।