• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • মক্কায় বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদের নির্মাণ চলছে 

    সউদী আরবের পবিত্র নগরী মক্কা মুকাররমায় নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ। ইতিমধ্যেই ১৬১ মিটার উচ্চতা সম্পন্ন এই মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে।
    গতকাল শনিবার (১২ অক্টোবর) মক্কা-রিয়েল এস্টেট বোর্ডের পরিচালক আনাস সালেহ সাইরাফি এ প্রসঙ্গে সাংবাদিকদের জানান, পবিত্র হারাম শরিফের সন্নিকটে নির্মাণাধীন ঝুলন্ত এই মসজিদের উচ্চতা ১৬১ মিটার। স্থাপনাটি এমনভাবে নির্মাণ করা হবে- যেখানে দাঁড়িয়ে সরাসরি হারাম শরিফে অনুষ্ঠিত পাঁচ ওয়াক্ত নামাজের জামাতের দৃশ্য সরাসরি প্রত্যক্ষ করা যাবে এবং হারাম শরিফের সঙ্গে এখানে ডিজিটাল সাউন্ড সিস্টেমরও ব্যবস্থা করা হবে।
    আনাস সালেহ সাইরাফি আরও জানান, ঝুলন্ত মসজিদটির আয়তন হবে ৪০০ বর্গমিটার। যেখানে অনায়াসে দুই শতাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

    তাইফুন হাগিবিসের কারণে জাপানের কৃষি খাতে এপর্যন্ত ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭শ কোটি ইয়েন

    জাপান সরকার বলছে, তাইফুন হাগিবিসের কারণে দেশের কৃষি, বনাঞ্চল এবং মৎস্য শিল্প খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ ৫ হাজার ৭শ কোটি ইয়েন বা প্রায় ৫২ কোটি ৭০ লক্ষ ডলারে পৌঁছেছে।

    কৃষি, বন এবং মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মূলত, গতকাল দুপুর পর্যন্ত জাপানের ৩৫টি জেলা থেকে পাঠানো ক্ষয়ক্ষতির হিসেবের উপর ভিত্তি করে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে।

    গুদাম এবং নালার মত কৃষি স্থাপনাগুলোর ক্ষতি হয়েছে প্রায় ২২ কোটি ৪০ লক্ষ ডলার। এছাড়া, চাল, আপেল এবং অন্যান্য কৃষিজাত পণ্যের ক্ষতি হয়েছে প্রায় ৫ কোটি ৭০ লক্ষ ডলার।

    ভূমিধ্বসে ধ্বংস হওয়া বনের রাস্তা সংশ্লিষ্ট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯ কোটি ৫০ লক্ষ ডলার।

    তবে, তাইফুনের কারণে নদীর প্লাবনে ক্ষতিগ্রস্ত হওয়া কিছু জেলার হিসাব এখনও জানা যায়নি।

    মন্ত্রণালয় বলছে, চিকুমা নদীর পানি দু’তীর উপচে প্রবাহিত হয়ে প্লাবিত হওয়ায় নাগানোতে তাইফুনের কারণে আপেল বাগান এবং ধান ক্ষেতের ক্ষতি হয়েছে।

    এছাড়া, ইবারাকি জেলায় নাকা নদীর অদূরে থাকা ধানক্ষেতগুলোও বড় ধরণের ক্ষতির শিকার হয়েছে বলে জানা গেছে।

    অন্যদিকে, হাগিবিসের প্রভাবে ফুকুশিমা জেলায় আবুকুমা নদীর দু’কুল উপচে পড়ার আগে এর আশেপাশের জমির প্রায় অর্ধেকের মত ফসল সংগ্রহ করতে পেরেছে স্থানীয় ধান চাষিরা।

    সেকারণে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে।