• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ কান্ডারী ১৩ বছরের কিশোর!

    বর্তমানে ১৩ বছরের কিশোর হিসাহিতোর ওপরই জাপানের রাজতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে। জাপানের প্রথা অনুযায়ী, কেবল রাজপরিবারের পুরুষ সদস্যরাই সিংহাসনে বসার অধিকারী হন।

    ১৯৬৫ সালের পর থেকে জাপানের রাজবংশে কোনো ছেলে জন্মায়নি। জাপানের বর্তমান সম্রাট নারুহিতোর বিয়ের আট বছর তার স্ত্রীর কন্যাসন্তান জন্ম দেন।
    এতে রক্ষণশীলদের কপালে চিন্তার ভাঁজ পড়েছিল, কীভাবে দেশের প্রাচীন প্রথা রক্ষা করা যাবে। আর প্রধানমন্ত্রী শিনজো আবেও চান না এই নিয়ম বদলে যাক।
    চলতি বছরই জাপানের সম্রাট হয়েছেন প্রিন্স নারুহিতো। তার বয়স ৫৯। নারুহিতোর বাবা সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করার পর গত ১ মে তিনি সম্রাট হন। আগামী ২২ অক্টোবর তিনি আন্তর্জাতিক মহলের কাছে সম্রাট হওয়ার কথা ঘোষণা করবেন।

    এরপর তারই ভাতিজা কনিষ্ঠতম রাজকুমার হিসাহিতো সম্রাট হবেন। গত আগস্টে গিয়েছিল ভুটান সফরে। ওই সফর হবু সম্রাটকে আন্তর্জাতিক মহলে পরিচয় করিয়ে দেয়ার জন্যই।

    এছাড়া সম্রাট হওয়ার প্রস্তুতি হিসেবে হিসাহিতো জাপানি ঐতিহ্যবাহী পোশাক ‘হাকামা’ কিমানো পরা অভ্যাস করছে। শিখছে তীর ছুঁড়ে লক্ষ্যভেদ করাও।

    পুরানো প্রথা অনুযায়ী, নারুহিতোর ভাই আকিশিনোর ছেলে হিসাহিতো জাপানের সিংহাসনের উত্তরাধিকারী। জাপানের বিখ্যাত সংবাদপত্র ‘আসাহি’তেও সম্প্রতি লেখা হয়েছে, রাজবংশের প্রথা অনুযায়ী, প্রিন্স হিসাহিতোই আগামী দিনে হবেন সম্রাট। সূত্র- রয়টার্স

    বাড়ী পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদি

    বাড়ী পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদি

    টাইফুন হাগিবিসের বয়ে নিয়ে আসা প্রবল বৃষ্টিপাতের ফলে নদীর পানি প্লাবিত হয়ে সমগ্র জাপানের বিপুল সংখ্যক বাড়িঘর পানিতে প্লাবিত হয়ে গেছে। আজকের প্রতিবেদনে আমরা, বাড়ির পানি সরাতে এবং বাড়িঘর পরিষ্কার করার সময় সতর্কতা অবলম্বনের বিষয়াদির উপর আলোকপাত করব।

    প্রথমত, সুরক্ষামুলক পোশাক পরিধানের বিষয়ে সতর্ক থাকতে হবে। এসময় বাতাসে বিভিন্ন ধরণের জীবাণু থাকার সম্ভাবনা থাকায় জীবাণুগুলোকে মাথার চুল থেকে দূরে রাখতে মাথায় একটি টুপি দেয়া উচিত হবে। চোখের সুরক্ষার জন্য রোদ চশমা বা সাধারণ চশমা প্রয়োজনীয়। মুখোশ দিয়ে নিজের মুখ ঢেকে রাখতে হবে। দেহের ত্বকের কোনও অংশই যাতে বাইরে না থাকে সেজন্য, লম্বা হাতার জামা, ফুল প্যান্ট, রাবারের গ্লাভসের নীচে কাজ করার সময় ব্যবহৃত হাতমোজা এবং বুট পরিধান করতে হবে। কাদার মধ্যে বিষাক্ত পানি, কৃষি কাজে ব্যবহৃত রাসায়নিক উপাদান বা তেল মিশ্রিত থাকার সম্ভাবনায় থাকায় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে।

    পরিষ্কারের কাজ করার সময় প্রথমে কোদাল দিয়ে কাদা সরিয়ে পানি দিয়ে সব ধুয়ে ফেলতে হবে। এরপর, পানি পুরোপুরি শুকানোর পর জীবাণুমুক্ত করণের কাজ করতে হবে।

    বেনযাল্কোনিয়াম ক্লোরাইড নামে অভিহিত একটি রাসায়নিক পদার্থ বাড়ির আসবাবপত্র এবং মেঝেতে ব্যবহার করা যেতে পারে। প্রথমে নির্দেশনা অনুযায়ী রাসায়নিকটিকে পানিতে মিশিয়ে পাতলা করে এক টুকরো কাপড় ভিজিয়ে সবকিছু মুছে ফেলুন। খাবারের টেবিলের সরঞ্জামাদির মত জিনিষপত্রে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা যেতে পারে। খাবারের টেবিলের সরঞ্জামাদি উক্ত রাসায়নিকের দ্রবণে ডুবিয়ে রাখার পর ধুয়ে ফেলুন।

    উভয় ধরণের রাসায়নিকগুলো যেকোনো হার্ডওয়ার বা ড্রাগ স্টোরে কিনতে পাওয়া যায়। এগুলো খুব শক্তিশালী রাসায়নিক হওয়ায় এগুলো ব্যবহারের সময় অবশ্যই মুখোশ, চশমা এবং রাবারের গ্লাভস ব্যবহার করতে হবে।