• Bangla Dailies

    Prothom alo
    undefined
    Songbad
    daily destiny
    shaptahik
  • Weeklies

  • Resources

  • Entertainment

  • Sports Links

  • দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে পেরে আপ্লুত প্রিয়াঙ্কা

    দীর্ঘ অপেক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জড়িয়ে ধরার সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ভারতের রাজধানী নয়াদিল্লীতে একটি সৌজন্য সাক্ষাতে এ সুযোগ পেয়ে বেশ আপ্লুত কংগ্রেস সাধারন সম্পাদক। খবর ভারতীয় সংবাদসংস্থা এএনআই এর।

    প্রিয়াঙ্কা রবিবার বিকেলে নিজের এক টুইটবার্তায় জানান, এই দিনটির জন্য আমি অনেকদিন অপেক্ষা করেছি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যতকিছু হারিয়েছেন এবং সব ব্যথা যেভাবে কাটিয়ে উঠেছেন তা সত্যিই প্রেরণাদায়ক। যে অধ্যাবসায় ও সাহসিকতার সাথে তিনি তার বিশ্বাসের জন্য লড়ছেন এবং পরিশ্রম করছেন তার জন্য তিনি সারাজীবন আমার অনুপ্রেরণা হয়ে থাকবেন।

    ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং ও শেখ হাসিনাকে নিজের দুপাশে রেখে তোলা একটি ছবিও সামাজিক মাধ্যমে প্রকাশ করেন কংগ্রেস নেত্রী।

    প্রধানমন্ত্রীর সাথে রবিবার দুপুরে নয়াদিল্লীর হোটেল তাজমহলে একটি সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় কংগ্রেসের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা-নেত্রী। তাদের মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী সোনিয়া গান্ধী, তার মেয়ে ও দলের বর্তমান সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং অন্যতম। আধাঘন্টাব্যাপী চলা এই আলোচনায় দু’দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা করেন তারা।

    ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে দ্বিপাক্ষিক আলোচনা ও বৈশ্বিক অর্থনৈতিক ফোরামের সম্মেলনে যোগ দিতে গত ৩ অক্টোবর চারদিনের সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার রাতে তার দেশে ফেরার কথা।

    জাপানে রাজকীয় শোভাযাত্রার মহড়া অনুষ্ঠিত

    জাপানের নতুন সম্রাট নারুহিতোর অভিষেক উপলক্ষে চলতি মাসের ২২ তারিখে অনুষ্ঠিতব্য রাজকীয় শোভাযাত্রার অংশ হিসেবে আয়োজিত মহড়ায় পুলিশ এবং সরকারী কর্মকর্তারা অংশগ্রহণ করেছেন।

    আজ সকালে, টোকিও মহানগর পুলিশ ও মন্ত্রীপরিষদ দপ্তরের সদস্যরা প্রায় ১ ঘণ্টা ব্যাপী নিজেদের ভূমিকায় এই মহড়ায় অংশ নেন। এসময় শোভাযাত্রা যাওয়ার সড়কগুলো বন্ধ করে দেয়া হয়।

    মহড়ায়, সাইড কারযুক্ত পুলিশের মটর সাইকেলসহ প্রায় ৫০টি গাড়ির মটর শোভাযাত্রা ধীর গতিতে সড়কের ডান লেন দিয়ে এগিয়ে যায়। উল্লেখ্য, জাপানে সাধারণত গাড়ি সড়কের বাম লেন দিয়ে চলাচল করে।

    চলতি মাসের ২২ তারিখে শোভাযাত্রাটি রাজপ্রাসাদ থেকে রওয়ানা হয়ে প্রায় ৪.৬ কিলোমিটার পথ অতিক্রম করে আকাসাকা এস্টেটে গিয়ে পৌঁছাবে।

    ক্রিসেনথিমাম ফুলের প্রতীক এবং রাজকীয় পতাকা সজ্জিত ছাদ খোলা লিমুজিন মটরগাড়ি যেটিতে সম্রাট ও সম্রাজ্ঞী আরোহণ করবেন সেটি আজকের মহড়ায় ব্যবহার করা হয়নি।

    দর্শকদের পেছনে রাখতে সড়কের পাশে প্রতিবন্ধক স্থাপন করা হয়। আবার নিরাপত্তার জন্য পুলিশ সড়কে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়।

    কর্মকর্তারা, মটর শোভাযাত্রার গতিবেগ এবং প্রত্যেক গাড়ির মধ্যকার দূরত্ব পরীক্ষা করেছেন বলে জানান। পুলিশ, মসৃণভাবে শোভাযাত্রা অনুষ্ঠান নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতি অব্যাহত রেখে যাবে বলে উল্লেখ করে।